নাঈম শেখ নাকি তামিম ইকবাল—এবারের বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের দৌড়ে দুজনের মধ্যে চলছে তুমুল প্রতিযোগিতা। একবার তামিম টপকে যান নাঈমকে, ঠিক তার পরে আবার এগিয়ে যান নাঈম।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ চলছে দুর্দান্ত ঢাকা ও ফরচুন বরিশাল। এই ম্যাচের আগে নাঈমের ছিল ২৬৬ রান আর ২০২ রান করেন তামিম। ৬৪ রানের ব্যবধান তামিম আজ কমালেন অনায়াসেই। ঘরের মাঠ সাগরিকার দর্শকদের যেন বিশ্ব ভালোবাসা দিবসের উপহারই দিলেন তামিম। রানের ফল্গুধারা ছুটিয়ে ভক্ত-সমর্থকদের মুগ্ধ করেছেন তিনি। ৪৫ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৭১ রান করে এবারের বিপিএলে তার রান ২৭৩। ৭ রানের ব্যবধান কমাতে এরপর ব্যাটিংয়ে নামেন নাঈম। ইনিংসের দ্বিতীয় বলে কেশব মহারাজকে ডিপ স্কয়ার লেগ দিয়ে স্লগ সুইপে ছক্কা মারেন নাঈম। ঠিক তার পরের বলে মিড অফ দিয়ে চার মেরে নাঈম ছাড়িয়ে যান তামিমকে। ২৭৬ রান করে আবার সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠলেন নাঈম। তবে এই বাঁহাতি ব্যাটার ইনিংস বড় করতে পারেনি। চতুর্থ বলে লেগ সাইডে শট খেলতে গেছেন নাঈম। ডিপ মিড উইকেট দিয়ে দৌড়ে এসে ডাইভ দিয়ে ক্যাচ ধরলেন আহমেদ শেহজাদ। ৪ বলে ১০ রানেই থেমে যায় নাঈমের ইনিংস।
তামিমের ঝোড়ো ব্যাটিংয়ের দিন ২০ ওভারে ৬ উইকেটে ১৮৬ রান করেছে বরিশাল। এরপর নাঈম রেকর্ড ভাঙার পর যখন আউট হলেন, তখন ঢাকার স্কোর হয়ে যায় ০.৪ ওভারে ১ উইকেটে ১০ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছে ঢাকা।এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪.২ ওভারে ৭ উইকেটে ৯৬ রান করেছে ঢাকা। এবারের বিপিএলে এর আগে ৯ ম্যাচে ঢাকা জিতেছে ১ ম্যাচ ও হেরেছে ৮ ম্যাচ। যেখানে টানা ৮ ম্যাচ হেরেছে ঢাকা।
বিপিএল শেষ হচ্ছে ১ মার্চ। এরপর ৪ মার্চ টি-টোয়েন্টি দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ। সেই সিরিজকে সামনে রেখে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে গতকাল। সেখানে টি-টোয়েন্টি দলে ফিরেছেন নাঈম শেখ। তাঁর ফেরার ব্যাখ্যায় মিনহাজুল আবেদীন নান্নু গতকাল আজকের পত্রিকাকে বলেছেন, ‘নাঈম শেখ এই বিপিএলে সর্বোচ্চ রানসংগ্রাহক (এখনো পর্যন্ত)। তাঁকে রাখতেই হবে।’ অন্যদিকে তামিম তো আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে গত বছরই অবসর নিয়েছেন।
নাঈম শেখ নাকি তামিম ইকবাল—এবারের বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের দৌড়ে দুজনের মধ্যে চলছে তুমুল প্রতিযোগিতা। একবার তামিম টপকে যান নাঈমকে, ঠিক তার পরে আবার এগিয়ে যান নাঈম।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ চলছে দুর্দান্ত ঢাকা ও ফরচুন বরিশাল। এই ম্যাচের আগে নাঈমের ছিল ২৬৬ রান আর ২০২ রান করেন তামিম। ৬৪ রানের ব্যবধান তামিম আজ কমালেন অনায়াসেই। ঘরের মাঠ সাগরিকার দর্শকদের যেন বিশ্ব ভালোবাসা দিবসের উপহারই দিলেন তামিম। রানের ফল্গুধারা ছুটিয়ে ভক্ত-সমর্থকদের মুগ্ধ করেছেন তিনি। ৪৫ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৭১ রান করে এবারের বিপিএলে তার রান ২৭৩। ৭ রানের ব্যবধান কমাতে এরপর ব্যাটিংয়ে নামেন নাঈম। ইনিংসের দ্বিতীয় বলে কেশব মহারাজকে ডিপ স্কয়ার লেগ দিয়ে স্লগ সুইপে ছক্কা মারেন নাঈম। ঠিক তার পরের বলে মিড অফ দিয়ে চার মেরে নাঈম ছাড়িয়ে যান তামিমকে। ২৭৬ রান করে আবার সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠলেন নাঈম। তবে এই বাঁহাতি ব্যাটার ইনিংস বড় করতে পারেনি। চতুর্থ বলে লেগ সাইডে শট খেলতে গেছেন নাঈম। ডিপ মিড উইকেট দিয়ে দৌড়ে এসে ডাইভ দিয়ে ক্যাচ ধরলেন আহমেদ শেহজাদ। ৪ বলে ১০ রানেই থেমে যায় নাঈমের ইনিংস।
তামিমের ঝোড়ো ব্যাটিংয়ের দিন ২০ ওভারে ৬ উইকেটে ১৮৬ রান করেছে বরিশাল। এরপর নাঈম রেকর্ড ভাঙার পর যখন আউট হলেন, তখন ঢাকার স্কোর হয়ে যায় ০.৪ ওভারে ১ উইকেটে ১০ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছে ঢাকা।এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪.২ ওভারে ৭ উইকেটে ৯৬ রান করেছে ঢাকা। এবারের বিপিএলে এর আগে ৯ ম্যাচে ঢাকা জিতেছে ১ ম্যাচ ও হেরেছে ৮ ম্যাচ। যেখানে টানা ৮ ম্যাচ হেরেছে ঢাকা।
বিপিএল শেষ হচ্ছে ১ মার্চ। এরপর ৪ মার্চ টি-টোয়েন্টি দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ। সেই সিরিজকে সামনে রেখে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে গতকাল। সেখানে টি-টোয়েন্টি দলে ফিরেছেন নাঈম শেখ। তাঁর ফেরার ব্যাখ্যায় মিনহাজুল আবেদীন নান্নু গতকাল আজকের পত্রিকাকে বলেছেন, ‘নাঈম শেখ এই বিপিএলে সর্বোচ্চ রানসংগ্রাহক (এখনো পর্যন্ত)। তাঁকে রাখতেই হবে।’ অন্যদিকে তামিম তো আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে গত বছরই অবসর নিয়েছেন।
লাফ দিয়ে আকাশ ছোঁয়া যদি সম্ভব হতো, হয়তো সেটাও করে ফেলতেন আরমান্দ ডুপ্লান্টিস। পোল ভল্টে বিস্ময় জাগিয়ে তোলাটা রীতিমতো অভ্যাসে পরিণত করেছেন এই সুইডিশ অ্যাথলেট। গতকাল গড়েছেন নতুন বিশ্ব রেকর্ড। হাঙ্গেরির গ্রাঁ প্রিতে ৬ দশমিক ২৯ মিটার উচ্চতায় লাফিয়ে মাধ্যাকর্ষণকে আরেকবার বুড়ো আঙুল দেখালেন তিনি।
৭ ঘণ্টা আগেসকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি। এমন আবহাওয়ায় মিরপুরে ক্রিকেটারদের আলস্য আসাটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ দলের কন্ডিশনিং ও স্ট্রেংথ ট্রেইনার নাথান কেলির কাছে এসবের গুরুত্ব নেই। গুমোট আবহাওয়া হোক বা গরম, কাজের বেলায় তিনি একচুল ছাড় দেন না—এটাই বোঝা গেছে শেষ এক সপ্তাহের ফিটনেস ক্যাম্পে।
৭ ঘণ্টা আগেইউরোপিয়ান ফুটবলে নতুন মৌসুম শুরু হওয়ার তোড়জোড় চলছে। ১৫ আগস্ট থেকে পর্দা উঠবে লা লিগার ৯৫তম মৌসুমের। বার্সেলোনা নামবে শিরোপা ধরে রাখার মিশনে। জাবি আলোনসোকে নিয়ে নতুন স্বপ্ন দেখা রিয়াল মাদ্রিদও চায় আধিপত্য ফেরাতে। সব মিলিয়ে নতুন মৌসুমে লা লিগায় ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে থাকা বিষয়াদি নিয়েই এই উপস
১০ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচের পরপরই একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল, সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে হামজা চৌধুরী খেলবেন তো। সে অনিশ্চয়তা কাটেনি এখনো। যদিও হামজাকে দলে রেখেই ২৪ জনের স্কোয়াড সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা।
১১ ঘণ্টা আগে