Ajker Patrika

‘নিষিদ্ধ’ কারানের বেতন নিয়ে প্রশ্ন ডি ভিলিয়ার্সের

‘নিষিদ্ধ’ কারানের বেতন নিয়ে প্রশ্ন ডি ভিলিয়ার্সের

আম্পায়ারকে ‘ভয় দেখানোয়’ গতকাল বিগ ব্যাশে ৪ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন টম কারান। এমন কঠিন সময়ই আবার ইংল্যান্ড পেসারের আইপিএলের নিলামের দাম নিয়ে প্রশ্ন তুলেছেন এবি ডি ভিলিয়ার্স। আইপিএলে পারফরম্যান্সের চেয়ে বেশি বেতন পাচ্ছেন বলে মনে করছেন সাবেক দক্ষিণ আফ্রিকার ব্যাটার। 

ইংল্যান্ডের হয়ে সর্বশেষ ২০২১ সালে ম্যাচ খেলেছেন কারান। পারফরম্যান্সের গ্রাফ নিম্নমুখী হওয়ায় সুযোগ পাচ্ছেন না দলে। অন্যান্য টুর্নামেন্টেও তেমন বলার মতো পারফরম্যান্স করেননি তিনি। তবে ব্যাটে-বলে সিদ্ধহস্ত বলেই টি-টোয়েন্টি সংস্করণে তাঁর চাহিদা রয়েছে। চলমান বিগব্যাশে সিডনি সিক্সার্সের এই বোলারকে ভিত্তি মূল্য দেড় কোটি টাকায় এবার কিনেছে আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 

আইপিএলের নিলাম শেষ হওয়ার পর তাই আলোচনা-সমালোচনা হচ্ছে ক্রিকেটারদের দাম নিয়ে। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে দামি দুই ক্রিকেটার মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সের দাম বেশি হয়েছে বলে সমালোচনা করছেন ডি ভিলিয়ার্স ও জেসন গিলেস্পি। তেমনি কারানের দাম নিয়েও প্রশ্ন ডি ভিলিয়ার্সের। 

‘৩৬০ ডিগ্রি’ নামে খ্যাত ব্যাটার ডি ভিলিয়ার্স বলেছেন, ‘বিতর্কিত হওয়ার কোনো ইচ্ছা নেই আমার। কিন্তু, আমার মতে, সে বেশ কয়েক বছর ধরে অতিরিক্ত বেতন পাচ্ছে। সে খারাপ খেলোয়াড় নয়। আমি তাকে পছন্দ করি। তার একটি দুর্দান্ত বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে। তবে সেটা কয়েক বছর আগের কথা। আমার মনে হয় না সে সম্প্রতি আইপিএল খুব ভালো খেলেছে। এ ছাড়া, ইংল্যান্ডের হয়েও সে ব্যতিক্রম কিছু করেনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত