নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টে শেষ বিকেলে আগুন ঝরাচ্ছেন ইবাদত হোসেন। দ্রুততম সময়ের মধ্যে তিন কিউই ব্যাটারকে ফিরিয়ে স্বাগতিকদের ব্যাকফুটে ঠেলে দিয়েছেন এই বাংলাদেশি পেসার। প্রথমে দলীয় ১৩৬ রানে দারুণ ব্যাট করতে থাকা উইল ইয়ংকে (৬৯) দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন ইবাদত। এক বল বিরতি দিয়ে কোনো রান যোগ করার আগেই হেনরি নিকোলসের স্টাম্পও ভেঙে দেন এই পেসার। পরের ওভারে শূন্য রানে ফেরান টম ব্লান্ডেলকেও।
এর আগে ডেভন কনওয়েকেও ফেরান ইবাদত। মুহূর্তের মধ্যে তিন উইকেট হারিয়ে এখন ধুঁকছে নিউজিল্যান্ড। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ১৩৬।
নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টে ১৫০ রানের লিড চেয়েছিল বাংলাদেশ। সেই লক্ষ্যের কাছাকাছি গিয়ে নিজেদের ইনিংসের ইতি টেনেছে মুমিনুল হকের দল। নিউজিল্যান্ডের ৩২৮ রানের জবাবে প্রথম ইনিংসে বাংলাদেশ থেমেছে ৪৫৮ রানে। অতিথিদের লিড ১৩০ রানের।
১৩০ রানে পিছিয়ে ব্যাট করতে নেমে দলীয় ২৯ রানে প্রথম ধাক্কা খায় নিউজিল্যান্ড। ১৪ রান করা অধিনায়ক টম ল্যাথামকে বোল্ড করে ফেরান তাসকিন আহমেদ। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ডেভন কনওয়েকেও ডানা মেলতে দেননি ইবাদত হোসেন৷ ১৩ করে ফেরেন কনওয়ে৷ তখন নিউজিল্যান্ডের রান ৬৩। রস টেলর ও উইল ইয়ং ধাক্কা সামাল দিলেও পরে ইবাদত তিন উইকেট নিয়ে ধসিয়ে দেন কিউই মিডল অর্ডার।
এর আগে দিনের শুরুটা দারুণভাবে করেন বাংলাদেশের দুই অপরাজিত ব্যাটার ইয়াসির আলী ও মেহেদী হাসান মিরাজ। এই দুজন দারুণ এক জুটিতে এগিয়ে নেন দলকে। এ সময় ভাগ্যের কিছুটা সহায়তাও পেয়েছেন তাঁরা। দুইবার রিভিউ নিয়ে বেঁচেছেন মিরাজ। অবশেষে বাংলাদেশের প্রতিরোধ ভাঙে দলীয় ৪৪৫ রানে। ৪৭ রান করা মিরাজকে ফিরিয়ে দেন টিম সাউদি। বেশিক্ষণ টিকতে পারেননি ইয়াসিরও। দলীয় ৪৫০ রানে তাঁকে ফেরান কাইল জেমিসন। ২৬ রান আসে ইয়াসিরের ব্যাট থেকে।
দুই সেট ব্যাটারকে হারিয়ে গেল ইনিংস আর বড় করতে পারেনি বাংলাদেশ। গুটিয়ে যায় ৪৫৮ রানে। কিউইদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন সাউদি, ৩ উইকেট নিয়েছেন নেইল ওয়াগনার।
নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টে শেষ বিকেলে আগুন ঝরাচ্ছেন ইবাদত হোসেন। দ্রুততম সময়ের মধ্যে তিন কিউই ব্যাটারকে ফিরিয়ে স্বাগতিকদের ব্যাকফুটে ঠেলে দিয়েছেন এই বাংলাদেশি পেসার। প্রথমে দলীয় ১৩৬ রানে দারুণ ব্যাট করতে থাকা উইল ইয়ংকে (৬৯) দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন ইবাদত। এক বল বিরতি দিয়ে কোনো রান যোগ করার আগেই হেনরি নিকোলসের স্টাম্পও ভেঙে দেন এই পেসার। পরের ওভারে শূন্য রানে ফেরান টম ব্লান্ডেলকেও।
এর আগে ডেভন কনওয়েকেও ফেরান ইবাদত। মুহূর্তের মধ্যে তিন উইকেট হারিয়ে এখন ধুঁকছে নিউজিল্যান্ড। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ১৩৬।
নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টে ১৫০ রানের লিড চেয়েছিল বাংলাদেশ। সেই লক্ষ্যের কাছাকাছি গিয়ে নিজেদের ইনিংসের ইতি টেনেছে মুমিনুল হকের দল। নিউজিল্যান্ডের ৩২৮ রানের জবাবে প্রথম ইনিংসে বাংলাদেশ থেমেছে ৪৫৮ রানে। অতিথিদের লিড ১৩০ রানের।
১৩০ রানে পিছিয়ে ব্যাট করতে নেমে দলীয় ২৯ রানে প্রথম ধাক্কা খায় নিউজিল্যান্ড। ১৪ রান করা অধিনায়ক টম ল্যাথামকে বোল্ড করে ফেরান তাসকিন আহমেদ। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ডেভন কনওয়েকেও ডানা মেলতে দেননি ইবাদত হোসেন৷ ১৩ করে ফেরেন কনওয়ে৷ তখন নিউজিল্যান্ডের রান ৬৩। রস টেলর ও উইল ইয়ং ধাক্কা সামাল দিলেও পরে ইবাদত তিন উইকেট নিয়ে ধসিয়ে দেন কিউই মিডল অর্ডার।
এর আগে দিনের শুরুটা দারুণভাবে করেন বাংলাদেশের দুই অপরাজিত ব্যাটার ইয়াসির আলী ও মেহেদী হাসান মিরাজ। এই দুজন দারুণ এক জুটিতে এগিয়ে নেন দলকে। এ সময় ভাগ্যের কিছুটা সহায়তাও পেয়েছেন তাঁরা। দুইবার রিভিউ নিয়ে বেঁচেছেন মিরাজ। অবশেষে বাংলাদেশের প্রতিরোধ ভাঙে দলীয় ৪৪৫ রানে। ৪৭ রান করা মিরাজকে ফিরিয়ে দেন টিম সাউদি। বেশিক্ষণ টিকতে পারেননি ইয়াসিরও। দলীয় ৪৫০ রানে তাঁকে ফেরান কাইল জেমিসন। ২৬ রান আসে ইয়াসিরের ব্যাট থেকে।
দুই সেট ব্যাটারকে হারিয়ে গেল ইনিংস আর বড় করতে পারেনি বাংলাদেশ। গুটিয়ে যায় ৪৫৮ রানে। কিউইদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন সাউদি, ৩ উইকেট নিয়েছেন নেইল ওয়াগনার।
রাজশাহীতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৩ উইকেটের রুদ্ধশ্বাস জয় পেয়েছিল বাংলাদেশ ইমার্জিং দল। একই মাঠে আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া প্রোটিয়ারা নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৩২ রান করেছিল।
৩৭ মিনিট আগেভারত-পাকিস্তান যুদ্ধের কারণে স্থগিত হয়ে গিয়েছিল আইপিএল ও পিএসএল। দুটি টুর্নামেন্ট পুনরায় শুরুর দিনক্ষণ জানানো হয়েছে। সমস্যাটা হয়েছে এখানেই। বিশেষ করে, আইপিএলের কারণে ভারত-দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের মধ্যে সম্পর্ক আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা রয়েছে।
১ ঘণ্টা আগেপাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেকটা রিশাদ হোসেনের হয়েছিল দুর্দান্ত। কিন্তু ভারত-পাকিস্তান সংঘাতের কারণে টুর্নামেন্ট অসমাপ্ত রেখেই তাঁকে দেশে ফিরতে হয়। বাংলাদেশের তরুণ লেগস্পিনারের পুনরায় মাঠে নামতে তর সইছে না।
২ ঘণ্টা আগেবাংলাদেশের জার্সিতে নাসির হোসেনের শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। মিডল অর্ডারে নেমে ক্যামিও ইনিংস খেলে ‘ফিনিশার’ তকমা পেয়ে গিয়েছিলেন। ব্যাটিংয়ের পাশাপাশি খণ্ডকালীন বোলিং, দুর্দান্ত ফিল্ডিং—সব মিলিয়ে পরিপূর্ণ এক প্যাকেজ ছিলেন তিনি।
২ ঘণ্টা আগে