Ajker Patrika

বাংলাদেশের বিপক্ষে আফগানদের টি-টোয়েন্টি দল ঘোষণা, ফিরলেন শেহজাদ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের বিপক্ষে আফগানদের টি-টোয়েন্টি দল ঘোষণা, ফিরলেন শেহজাদ 

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গতকাল বিকেলে বাংলাদেশে এসেছে আফগানিস্তান। ঢাকা থেকে রাতেই সিরিজের ভেন্যু চট্টগ্রামে চলে গেছে সফরকারীরা। ওয়ানডে সিরিজের পর সিলেটে দুই দলের দুই ম্যাচের টি-টোয়েন্টি। এই সিরিজের জন্য আজ ১৬ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। 

লম্বা সময় পর দলে ফিরেছেন অভিজ্ঞ ওপেনার মোহাম্মদ শেহজাদ। এই ওপেনার নিজের সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ২০২১ সালের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে। গত বছরের আগস্ট থেকে আর টি-টোয়েন্টিই খেলেননি তিনি। শেহজাদের মতো দলে ফিরেছেন আরেক ওপেনার হজরতউল্লাহ জাজাইও। এ বছরের শুরুতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দলে ছিলেন না তিনি। 

১৬ সদস্যের দলে একদমই নতুন মুখ পেসার ওয়াফাদার মোমান্দ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দলের প্রথম টি-টোয়েন্টি আগামী ১৪ জুলাই। একদিন বিরতি দিয়ে ১৬ জুলাই দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি। 

আফগানিস্তান দল: 
রশিদ খান (অধিনায়ক), রহমতউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শেহজাদ, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, সেদাক আতাল, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, ফজলহক ফারুকী, নাভিন উল হক, ওয়াফাদার মোমান্দ, ফরিদ আহমেদ মালিক, নুর আহমেদ ও মুজিবুর উর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত