Ajker Patrika

টি-টোয়েন্টিতে ৭ উইকেট নেওয়ার বিরল রেকর্ড মালেশিয়ান পেসারের

আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১৫: ০৪
টি-টোয়েন্টিতে ৭ উইকেট নেওয়ার বিরল রেকর্ড মালেশিয়ান পেসারের

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা বোলিং কার এমনটা জানতে চাওয়া হলে হয়তো বেশির ভাগ ক্রিকেটপ্রেমীই বলতে পারবেন না বোলারের নাম। আসলে না বলতে পারাটাই স্বাভাবিক। কতজন আর নাইজেরিয়া, মালয়েশিয়ার মতো দলগুলোর খেলা দেখে। সবারই তো চোখ থাকে আইসিসির পূর্ণ সদস্যের দলগুলোর দিকেই। 

তবে কিছু কিছু ক্ষেত্রে এখন থেকে নাইজেরিয়া, মালয়েশিয়ার দলগুলোর দিকেও চোখ রাখতে হবে ক্রিকেটপ্রেমীদের। কেননা, এসব দলের অনেক খেলোয়াড় ক্রিকেটের কিছু বিরল কীর্তি গড়েছেন। চীনের বিপক্ষে সায়াজরুল ইদ্রুস তেমনি এক রেকর্ড গড়েছেন। বিশ্বের অনেক ভয়ংকর বোলারও তাঁর মতো কীর্তি গড়তে পারেনি। রেকর্ডটি হচ্ছে প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৭ উইকেট নেওয়ার। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে এশিয়া পর্বের (বি) বাছাইপর্বে গতকাল এই বিরল কীর্তি গড়েছেন সায়াজরুল। কুয়ালালামপুরে চীনের বিপক্ষে ৭ উইকেট নিয়েছেন তিনি। ৪ ওভারে ৮ রান দিয়ে ৭ উইকেট নেওয়ার সময় প্রত্যেক ব্যাটারকে আবার বোল্ড করেছেন এই পেসার। তাঁর পেস বোলিংয়ে প্রতিপক্ষ গুটিয়ে যায় মাত্র ২৩ রানে। অথচ উদ্বোধনী জুটিতেই ১২ রান তুলেছিল চীন। ২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটের জয় পায় মালয়েশিয়া ৪.৫ ওভারে। 

সায়জারুলের আগে যিনি সেরা বোলার ছিলেন, তিনিই খুব একটা পরিচিত নন অধিকাংশের কাছে। পিটার আহোর নামে নাইজেরিয়ান পেসারের বোলিং ফিগার ছিল ৫ রানে ৬ উইকেটের। ২০২১ সালে সিয়েরা লিওনের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন তিনি। এবার তাঁর রেকর্ডটি কেড়ে নিলেন সায়জারুল। 

 শীর্ষ পাঁচ সেরা বোলিং ফিগারের তালিকায় পরিচিত মুখ বলতে তিনে দীপক চাহার ও পাঁচে থাকা অজন্তা মেন্ডিস। ভারতের পেসার চাহার বাংলাদেশের বিপক্ষে ৭ রানে ৬ উইকেট নেন ২০১৯ সালে। চাহারের মতোই সমান ৭ রানে ৬ উইকেট নিয়ে চারে আছেন দীনেশ নাকরানি। ২০২১ সালে লেসোথোর বিপক্ষে এই নজির গড়েন উগান্ডার বাঁহাতি পেসার। আর ২০১২ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৮ রানে ৬ উইকেট নিয়ে পাঁচে আছেন শ্রীলঙ্কার রহস্য স্পিনার মেন্ডিস। এঁদের মতো ৬ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে বিশ্বের আরও ৮ বোলারের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত