Ajker Patrika

ভারতকে সাফল্য এনে দিলেও কমছে রোহিত-কোহলির বেতন

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৮ মার্চ ২০২৫, ১৪: ৫১
কমছে রোহিত-কোহলির বেতন। ছবি: বিসিসিআই
কমছে রোহিত-কোহলির বেতন। ছবি: বিসিসিআই

বাংলাদেশ দলের মতো ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তি এখনো ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদন, কিছুদিনের মধ্যে কেন্দ্রীয় চুক্তির ঘোষণা দিতে পারে তারা। গত বছর ৩০ জন ক্রিকেটারকে বার্ষিক চুক্তির আওতায় নিয়ে এসেছিল বিসিসিআই। বাদ পড়েছিলেন শ্রেয়াস আইয়ার ও ঈশান কিষান।

নতুন চুক্তিতে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড থেকে কোন খেলোয়াড় কত টাকা পাবেন, কে কোন গ্রেডে থাকবেন সেটা নিয়ে চলছে আলোচনা। চ্যাম্পিয়নস ট্রফির পর ভারতীয় বোর্ড নতুন তালিকা প্রকাশ করতে পারে। সেখানে আইয়ারের ফেরার সম্ভাবনা যেমন রয়েছে, তেমনই গ্রেড পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মার মতো তারকা খেলোয়াড়দের।

বিসিসিআই কেন্দ্রীয় চুক্তিতে চারটি গ্রেড রয়েছে। সবচেয়ে বেশি বেতন পান গ্রেড ‘এ প্লাস’-এ থাকা ক্রিকেটারেরা। তারপর রয়েছে গ্রেড এ, বি ও সি। সবশেষ চুক্তিতে গ্রেড ‘এ’ প্লাসে ছিলেন চারজন। কোহলি, রোহিতের সঙ্গে ছিলেন রবীন্দ্র জাদেজা ও জসপ্রীত বুমরা। সাধারণত যে ক্রিকেটারেরা দেশের হয়ে তিন ধরনের ক্রিকেটেই নিয়মিত খেলেন এবং সিনিয়র, তাদের সবচেয়ে বেশি বেতন দেওয়া হয়। সেই কারণেই এই চার ক্রিকেটারকে গ্রেড ‘এ’ প্লাসে রাখা হয়েছিল। কিন্তু কোহলি, রোহিত ও জাদেজা টি-টোয়েন্টি ক্রিকেট থেকে গত বছর অবসর নিয়েছেন। যে কারণে তাদের গ্রেড পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে।

কোন ক্রিকেটারকে কোন গ্রেডে রাখা হবে, সেটা ঠিক হবে চ্যাম্পিয়নস ট্রফির পর। বোর্ড কর্তারা চ্যাম্পিয়নস ট্রফির পারফরম্যান্স দেখে কিছু ক্রিকেটারের গ্রেড ঠিক করতে চাইছেন। গত বার বোর্ডের চুক্তি থেকে বাদ পড়া শ্রেয়াস এবার ফিরতে পারেন। তিনি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের হয়ে ধারাবাহিকভাবে রান করছেন। ঘরোয়া ক্রিকেটেও খেলেছেন। যে কারণে তাঁকে আবার চুক্তিতে ফেরানো হতে পারে।

‘এ’ গ্রেডে ছিলেন ছয় ক্রিকেটার। ‘বি’তে ছিলেন পাঁচজন এবং ‘সি’ ক্যটাগরিতে ছিলেন ১৫ ক্রিকেটার। এ ছাড়া পাঁচ পেসারকে আলাদাভাবে চুক্তিভুক্ত করা হয়েছিল। তারা হলেন-আকাশ দীপ, ইয়াশ দয়াল, উমরান মালিক, বিজয়কুমার ও ভি কাভেরাপ্পা। গত এক বছরের পারফরম্যান্স বিবেচনায় তালিকায় বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

গুলিবিদ্ধ হাদি ও নির্বাচন

এলাকার খবর
Loading...