ক্রীড়া ডেস্ক
ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের প্রভাব পড়েছে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ নিয়েও। আগে সিরিজের সূচি দেওয়া হলেও প্রেক্ষাপট বিবেচনায় সূচি বদলাতে হচ্ছে। এবার শোনা যাচ্ছে, বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সব ম্যাচ হতে পারে একটি নির্দিষ্ট ভেন্যুতে।
বাংলাদেশ দল বর্তমানে ব্যস্ত আরব আমিরাত সিরিজ নিয়ে। এই সিরিজ শেষেই পাকিস্তানে উড়াল দেবে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ-পাকিস্তান সিরিজের পরিবর্তিত সূচি কেমন হতে পারে, সেই ব্যাপারে পাকিস্তানি সংবাদমাধ্যমে ধারণা পাওয়া গেছে। ক্রিকেট পাকিস্তানের আজকের এক প্রতিবেদনে জানা গেছে, বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের পুরোটাই হতে পারে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ২৭, ২৯ ও ৩১ মে তিন টি-টোয়েন্টির সম্ভাব্য তারিখ। লাহোরের স্থানীয় সময় রাত ৮টায় শুরু হতে পারে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ।
সূচি অনুযায়ী পাকিস্তানের বিপক্ষে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা। তবে সূত্রে জানা গেছে, দুই ম্যাচ কমিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ করতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজ শেষে ঈদের আগেই বাড়ি ফিরতে বোর্ডের কাছে ক্রিকেটাররা নাকি অনুরোধ করেছেন। কারণ, চাঁদ দেখার ওপর নির্ভর করে বাংলাদেশে ঈদুল আজহা হতে পারে ৬ অথবা ৭ জুন। ম্যাচ কমে গেলে পাকিস্তান থেকে তাড়াতাড়ি দেশে ফিরতে পারবেন জাকের আলী অনিক-তাওহীদ হৃদয়রা।
নিরাপত্তা ও খেলোয়াড়দের মতামতের ভিত্তিতে যদি তিন ম্যাচের সংক্ষিপ্ত সিরিজেই বিসিবি-পিসিবির সমঝোতা হয়, তাহলে চলমান অস্থিরতা কাটিয়ে আবারও মাঠে ফিরতে পারে দুই দেশের ক্রিকেট। সূত্রে জানা গেছে, ২২ মে পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেবেন লিটন-জাকেররা। আর বাংলাদেশ-আরব আমিরাত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বর্তমানে ১-১ সমতায়। শারজায় আগামীকাল হবে সিরিজ নির্ধারণী ম্যাচ। ভ্রমণঝক্কি কমাতেই মূলত একটি বাড়তি টি-টোয়েন্টি খেলার প্রস্তাব বিসিবি দিয়েছিল আমিরাত ক্রিকেট বোর্ডকে (ইসিবি)। সেই প্রস্তাবে ইসিবি সাড়াও দিয়েছে।
ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের প্রভাব ক্রিকেটে পড়েছে বাজেভাবে। আইপিএল-পিএসএল স্থগিত হয়ে গিয়েছিল সাময়িক সময়ের জন্য। দুটি টুর্নামেন্টই পুনরায় মাঠে গড়িয়েছে। যেখানে আইপিএলের ফাইনাল হবে ৩ জুন। আর পিএসএল শেষ হবে ২৫ মে। বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শুরু হওয়ার কথা ছিল ২৫ মে। কিন্তু পিএসএল ফাইনালের কারণে সিরিজটা নিশ্চিতভাবেই পেছাচ্ছে। আগের পাঁচ ম্যাচের সিরিজের সূচি অনুযায়ী তিনটি হওয়ার কথা ছিল লাহোরে। বাকি দুই ম্যাচের ভেন্যু ছিল ফয়সালাবাদ।
প্রথম টি-টোয়েন্টি | ২৭ মে |
দ্বিতীয় টি-টোয়েন্টি | ২৯ মে |
তৃতীয় টি-টোয়েন্টি | ৩১ মে |
ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের প্রভাব পড়েছে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ নিয়েও। আগে সিরিজের সূচি দেওয়া হলেও প্রেক্ষাপট বিবেচনায় সূচি বদলাতে হচ্ছে। এবার শোনা যাচ্ছে, বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সব ম্যাচ হতে পারে একটি নির্দিষ্ট ভেন্যুতে।
বাংলাদেশ দল বর্তমানে ব্যস্ত আরব আমিরাত সিরিজ নিয়ে। এই সিরিজ শেষেই পাকিস্তানে উড়াল দেবে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ-পাকিস্তান সিরিজের পরিবর্তিত সূচি কেমন হতে পারে, সেই ব্যাপারে পাকিস্তানি সংবাদমাধ্যমে ধারণা পাওয়া গেছে। ক্রিকেট পাকিস্তানের আজকের এক প্রতিবেদনে জানা গেছে, বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের পুরোটাই হতে পারে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ২৭, ২৯ ও ৩১ মে তিন টি-টোয়েন্টির সম্ভাব্য তারিখ। লাহোরের স্থানীয় সময় রাত ৮টায় শুরু হতে পারে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ।
সূচি অনুযায়ী পাকিস্তানের বিপক্ষে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা। তবে সূত্রে জানা গেছে, দুই ম্যাচ কমিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ করতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজ শেষে ঈদের আগেই বাড়ি ফিরতে বোর্ডের কাছে ক্রিকেটাররা নাকি অনুরোধ করেছেন। কারণ, চাঁদ দেখার ওপর নির্ভর করে বাংলাদেশে ঈদুল আজহা হতে পারে ৬ অথবা ৭ জুন। ম্যাচ কমে গেলে পাকিস্তান থেকে তাড়াতাড়ি দেশে ফিরতে পারবেন জাকের আলী অনিক-তাওহীদ হৃদয়রা।
নিরাপত্তা ও খেলোয়াড়দের মতামতের ভিত্তিতে যদি তিন ম্যাচের সংক্ষিপ্ত সিরিজেই বিসিবি-পিসিবির সমঝোতা হয়, তাহলে চলমান অস্থিরতা কাটিয়ে আবারও মাঠে ফিরতে পারে দুই দেশের ক্রিকেট। সূত্রে জানা গেছে, ২২ মে পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেবেন লিটন-জাকেররা। আর বাংলাদেশ-আরব আমিরাত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বর্তমানে ১-১ সমতায়। শারজায় আগামীকাল হবে সিরিজ নির্ধারণী ম্যাচ। ভ্রমণঝক্কি কমাতেই মূলত একটি বাড়তি টি-টোয়েন্টি খেলার প্রস্তাব বিসিবি দিয়েছিল আমিরাত ক্রিকেট বোর্ডকে (ইসিবি)। সেই প্রস্তাবে ইসিবি সাড়াও দিয়েছে।
ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের প্রভাব ক্রিকেটে পড়েছে বাজেভাবে। আইপিএল-পিএসএল স্থগিত হয়ে গিয়েছিল সাময়িক সময়ের জন্য। দুটি টুর্নামেন্টই পুনরায় মাঠে গড়িয়েছে। যেখানে আইপিএলের ফাইনাল হবে ৩ জুন। আর পিএসএল শেষ হবে ২৫ মে। বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শুরু হওয়ার কথা ছিল ২৫ মে। কিন্তু পিএসএল ফাইনালের কারণে সিরিজটা নিশ্চিতভাবেই পেছাচ্ছে। আগের পাঁচ ম্যাচের সিরিজের সূচি অনুযায়ী তিনটি হওয়ার কথা ছিল লাহোরে। বাকি দুই ম্যাচের ভেন্যু ছিল ফয়সালাবাদ।
প্রথম টি-টোয়েন্টি | ২৭ মে |
দ্বিতীয় টি-টোয়েন্টি | ২৯ মে |
তৃতীয় টি-টোয়েন্টি | ৩১ মে |
বয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
১ ঘণ্টা আগেইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে আজ পুরুষ, নারী দুই দলেরই খেলা রয়েছে। দুই ম্যাচেই মুখোমুখি হবে লন্ডন স্পিরিট-ম্যানচেস্টার অরিজিনালস। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগেপুরো টুর্নামেন্টে ৭ ম্যাচের কেবল ১ ম্যাচে হার। বলা হচ্ছে এখানে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কথা। জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশকে নিয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শেষ হয়েছে গতকাল। হারারের ফাইনালে প্রোটিয়াদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শিরোপা উঁচিয়ে ধরল...
২ ঘণ্টা আগেওয়েম্বলিতে গত রাতে ফাইনাল হয়েছে ফাইনালের মতোই। কমিউনিটি শিল্ড ফাইনালে প্রাণপণে লড়েছে ক্রিস্টাল প্যালেস-লিভারপুল। এমনকি পেনাল্টি শুটআউটেও কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে প্যালেস।
৩ ঘণ্টা আগে