Ajker Patrika

ওয়ানডে ইতিহাসে নিজেদের সর্বোচ্চ রান করল বাংলাদেশ

অনলাইন ডেস্ক
আয়ারল্যান্ডকে ২৫২ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশের মেয়েরা। ছবি: বিসিবি
আয়ারল্যান্ডকে ২৫২ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশের মেয়েরা। ছবি: বিসিবি

শারমিন আক্তার সুপ্তার অভিষেক হয়েছিল ২০১১ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে। ১৩ বছর পর প্রতিপক্ষ হিসেবে তাদের আবার পেয়ে প্রত্যাবর্তনটা রাঙালেন এবার। ১ বছরের বেশি সময় পর দলে ফিরে ৮৯ বলে ৯৬ রানে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তিনি। ১৯তম ওভারে ফিরলেন সেঞ্চুরির আক্ষেপ নিয়ে। সুপ্তা সেঞ্চুরি বঞ্চিত হলেও তাঁর ও ফারজানা হকের ফিফটিতে আয়ারল্যান্ডকে ২৫৩ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা

প্রথম ওয়ানডেতে ৪ উইকেটে ২৫২ রান তুলেছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশের ইনিংস শুরু হয় কিছুটা ধীর গতিতে। ওপেনিং জুটিতে ফারজানা ও মুরশিদা খাতুন পাওয়ার প্লেতে যোগ করেন ২৭ রান। তারপর মুরশিদা হাত খুলে খেলার চেষ্টা করে উল্টো উইকেট দিয়ে ফেরেন। ১৯ তম ওভারে লরা ডেলানির বলে কাভারে ক্যাচ দিয়ে ৩৮ রানে আউট হন তিনি।

দ্বিতীয় উইকেটে ফারজানা ও শারমিন আক্তার সুপ্তা গড়েন ১০৪ রানের জুটি। ফারজানা ধীরেসুস্থে খেললেও অপর প্রান্তে সুপ্তা ছিলেন আক্রমণাত্মক। ২৭.১ ওভারে ১০০ পেরোয় বাংলাদেশ। ৬২ বল খেলে ৫০ রান যোগ করেন দুজনে। ৯৮ বলে ১১ তম ওয়ানডে ফিফটি করেন ফারজানা। সুপ্তা দুর্দান্ত ব্যাটিং করে ৪১ বলে তুলে নেন চতুর্থ ফিফটি, আইরিশদের বিপক্ষে এটি তাঁর তৃতীয় ফিফটি।

৩৬.১ ওভারে ফারজানা হক এলবিডব্লিউর ফাঁদে পড়ল ভাঙে সুপ্তার সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ জুটি। ১১০ বলে ৪টি চারে ৬১ রান করেছেন ফারজানা। তৃতীয় উইকেটে সুপ্তা ও নিগার সুলতানা জ্যোতির ৬১ রানের আরেকটি দারুণ জুটি। জ্যোতি ২৮ রানে ফিরলেও সুপ্তা সেঞ্চুরির দিকেই এগোচ্ছিলেন। কিন্তু ৪৯ তম ওভারের শেষ বলে সার্জেন্টের শিকার হন। শেষদিকে স্বর্ণা আক্তার ১৩ ও সোবহানা মোস্তারি ৩ রানে অপরাজিত থাকেন। আর বাংলাদেশের স্কোরে জমা হয় নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ২৫২ রান। এত দিন বাংলাদেশের মেয়েদের সর্বোচ্চ স্কোর ছিল—২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইস্ট লন্ডনে ৩ উইকেটে ২৫০।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত