Ajker Patrika

কোনো ম্যাচ না জিতলেও সাকিবরা পাবেন কোটি টাকা 

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১৮: ৫৮
কোনো ম্যাচ না জিতলেও সাকিবরা পাবেন কোটি টাকা 

২০১৯-এর আদলেই হচ্ছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। ১০ দলের এই টুর্নামেন্ট হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। এবারের বিশ্বকাপের পুরস্কার বিতরণও হচ্ছে একই নিয়মে। কোটি টাকার কম কেউ পাচ্ছে না ২০২৩ বিশ্বকাপ থেকে।

২০২৩ বিশ্বকাপের প্রাইজমানি আজ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ভারতে হতে যাওয়া এই বিশ্বকাপে সব মিলিয়ে দেওয়া হবে ১ কোটি ডলারের পুরস্কার। বাংলাদেশি মুদ্রায় তা ১০৯ কোটি ৭৩ লাখ টাকা। বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে ৪০ লাখ ডলার (বাংলাদেশি ৪৩ কোটি ৮৯ লাখ টাকা)। আর রানার্সআপ দল পাবে ২০ লাখ ডলার (২১ কোটি ৯৪ লাখ টাকা)। সেমিফাইনাল থেকে বাদ পড়া দল দুটি পাবে ৮ কোটি ৭৮ লাখ টাকা করে। প্রথম রাউন্ড থেকে বাদ পড়া দলগুলোর জন্যও থাকছে মোটা অঙ্কের টাকার পুরস্কার। বাদ পড়া ছয় দলের প্রত্যেকে পাবে ১ কোটি ৯ লাখ টাকা করে। এ ছাড়া গ্রুপ পর্বে যে ৪৫টি ম্যাচ হবে, সেই ম্যাচ জয়ী দলগুলো পাবে ৪৩ লাখ ৮৯ হাজার টাকা করে।

৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে হবে এবারের বিশ্বকাপ। আর ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ। ১২ নভেম্বর বেঙ্গালুরুতে ভারত-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে শেষ হবে গ্রুপ পর্ব। ১৫ ও ১৬ নভেম্বর মুম্বাই ও কলকাতায় হবে দুটি সেমিফাইনাল। আর ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল। 

আইসিসি ২০২৩ বিশ্বকাপের প্রাইজমানি (বাংলাদেশি টাকা) : 
চ্যাম্পিয়ন: ৪৩ কোটি ৮৯ লাখ
রানার্সআপ: ২১ কোটি ৯৪ লাখ
সেমিফাইনালিস্ট (২ দল) : ৮ কোটি ৭৮ লাখ (দল প্রতি) : মোট ১৭ কোটি ৫৬ লাখ 
গ্রুপ পর্ব থেকে বাদ পড়া দল (৬ দল) : ১ কোটি ৯ লাখ (দল প্রতি) ; মোট ৬ কোটি ৫৪ লাখ 
গ্রুপ পর্বে প্রতি ম্যাচ জয়ের জন্য: ৪৩ লাখ ৮৯ হাজার; মোট: ১৯ কোটি ৭৫ লাখ 
মোট: ১০৯ কোটি ৭৩ লাখ টাকা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

রূপপুর পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত