নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে গতকাল বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছিলেন, ম্যাচের প্রথম ১০-১৫ ওভার ব্যাটিং করা বেশ কঠিনই হবে। কিন্তু কঠিন ওই ১০-১৫ ওভার বাংলাদেশের গতিপথই ঠিক করে দিল। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাতে ভুল করেননি আফগানিস্তানের অধিনায়ক শাহিদি।
বাংলাদেশ ১৩ ওভারের মধ্যেই তিন টপ অর্ডারকে হারায়। মিডল ও লোয়ার অর্ডারের ব্যর্থতার ম্যাচে তাওহীদ হৃদয়ের ফিফটির সৌজন্যে ৯ উইকেটে ১৬৯ রান করে বাংলাদেশ। শেষ পর্যন্ত ডিএল মেথডে আফগানিস্তান ১৭ রানে জিতেই গেল। তাওহীদ হৃদয় মনে করছেন, এখান থেকে বাংলাদেশ কামব্যাক করতে পারবে। সিরিজ জেতারও সুযোগ আছে বলেও বিশ্বাস তাঁর।
ম্যাচ শেষে ভগ্ন চেহারায় সংবাদ সম্মেলনে আসনে বসলেন হৃদয়। হারের পর স্বাভাবিকভাবে শরীরিভাষা যেমনটা হওয়ার কথা ছিল। তবে হারের জন্য কোনো ‘যদি-কিন্তু’ খুঁজলেন না তিনি। ব্যাটিং ব্যর্থতাকেই দুষলেন, ‘উইকেট অতটা কঠিন ছিল না। উইকেট কিছুটা ধীর গতির ছিল। বাউন্স দুই রকমের ছিল। আমরা যদি আরেকটু ভালো ব্যাটিং করতাম, তাহলো হয়তো খেলার দৃশ্যটা পরিবর্তন হত। সব মিলিয়ে আমাদের আজকে ব্যাটিংটা ভালো হয়নি।’
গত বছর ফেব্রুয়ারিতে আফগানদের বিপক্ষে চট্টগ্রামেই প্রথম ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। ৪৫ রানেই ৬ উইকেট হারিয়েছিল স্বাগতিকেরা। কিন্তু সেখান থেকে ১৭৪ রানের অসাধারণ এক জুটিতে বাংলাদেশকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন মেহেদী হাসান মিরাজ ও আফিফ হোসেন।
আগের সিরিজের মতো লোয়ার আর্ডারে আজও এমন একটি জুটি অনুভব করেছিলেন হৃদয়, ‘গত সিরিজে মিরিজ ভাই ও আফিফ দুজনেই প্রথম ম্যাচটা শেষ করেছিল। আমাদের বিশ্বাস ছিল, আজও লোয়ার অর্ডার থেকে একটা ভালো জুটি হবে। কিন্তু ওই জায়গাটায় আজকে হয়নি। আশা করি সামনে এমন পরিস্থিতি আবার এলে, এখান থেকে ভালো কিছু হবে, ইনশাআল্লাহ।’
প্রথম ওয়ানডে হারল বাংলাদেশ। তবে হৃদয়ের বিশ্বাস এখন থেকে কামব্যাক করবেন তাঁরা, ‘ইনশাআল্লাহ, আমরা এখান থেকে খুব ভালোভাবে কামব্যাক করব। আমি মনে করি, এখানে যে ছোট ছোট ভুলগুলো করেছি আমরা, সেগুলো যথাসম্ভব কাটিয়ে উঠলে, এখান থেকে সিরিজ জেতা সম্ভব। যদি আমরা আমাদের সেরাটা দিতে পারি। আমরা অনেকেই আজকে সেরাটা দিতে পারিনি। যদি ২-৩ জনে ভালো অবদান রাখতে পারি, তাহলে এখান থেকে কামব্যাক করতে পারব।’
সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে গতকাল বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছিলেন, ম্যাচের প্রথম ১০-১৫ ওভার ব্যাটিং করা বেশ কঠিনই হবে। কিন্তু কঠিন ওই ১০-১৫ ওভার বাংলাদেশের গতিপথই ঠিক করে দিল। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাতে ভুল করেননি আফগানিস্তানের অধিনায়ক শাহিদি।
বাংলাদেশ ১৩ ওভারের মধ্যেই তিন টপ অর্ডারকে হারায়। মিডল ও লোয়ার অর্ডারের ব্যর্থতার ম্যাচে তাওহীদ হৃদয়ের ফিফটির সৌজন্যে ৯ উইকেটে ১৬৯ রান করে বাংলাদেশ। শেষ পর্যন্ত ডিএল মেথডে আফগানিস্তান ১৭ রানে জিতেই গেল। তাওহীদ হৃদয় মনে করছেন, এখান থেকে বাংলাদেশ কামব্যাক করতে পারবে। সিরিজ জেতারও সুযোগ আছে বলেও বিশ্বাস তাঁর।
ম্যাচ শেষে ভগ্ন চেহারায় সংবাদ সম্মেলনে আসনে বসলেন হৃদয়। হারের পর স্বাভাবিকভাবে শরীরিভাষা যেমনটা হওয়ার কথা ছিল। তবে হারের জন্য কোনো ‘যদি-কিন্তু’ খুঁজলেন না তিনি। ব্যাটিং ব্যর্থতাকেই দুষলেন, ‘উইকেট অতটা কঠিন ছিল না। উইকেট কিছুটা ধীর গতির ছিল। বাউন্স দুই রকমের ছিল। আমরা যদি আরেকটু ভালো ব্যাটিং করতাম, তাহলো হয়তো খেলার দৃশ্যটা পরিবর্তন হত। সব মিলিয়ে আমাদের আজকে ব্যাটিংটা ভালো হয়নি।’
গত বছর ফেব্রুয়ারিতে আফগানদের বিপক্ষে চট্টগ্রামেই প্রথম ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। ৪৫ রানেই ৬ উইকেট হারিয়েছিল স্বাগতিকেরা। কিন্তু সেখান থেকে ১৭৪ রানের অসাধারণ এক জুটিতে বাংলাদেশকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন মেহেদী হাসান মিরাজ ও আফিফ হোসেন।
আগের সিরিজের মতো লোয়ার আর্ডারে আজও এমন একটি জুটি অনুভব করেছিলেন হৃদয়, ‘গত সিরিজে মিরিজ ভাই ও আফিফ দুজনেই প্রথম ম্যাচটা শেষ করেছিল। আমাদের বিশ্বাস ছিল, আজও লোয়ার অর্ডার থেকে একটা ভালো জুটি হবে। কিন্তু ওই জায়গাটায় আজকে হয়নি। আশা করি সামনে এমন পরিস্থিতি আবার এলে, এখান থেকে ভালো কিছু হবে, ইনশাআল্লাহ।’
প্রথম ওয়ানডে হারল বাংলাদেশ। তবে হৃদয়ের বিশ্বাস এখন থেকে কামব্যাক করবেন তাঁরা, ‘ইনশাআল্লাহ, আমরা এখান থেকে খুব ভালোভাবে কামব্যাক করব। আমি মনে করি, এখানে যে ছোট ছোট ভুলগুলো করেছি আমরা, সেগুলো যথাসম্ভব কাটিয়ে উঠলে, এখান থেকে সিরিজ জেতা সম্ভব। যদি আমরা আমাদের সেরাটা দিতে পারি। আমরা অনেকেই আজকে সেরাটা দিতে পারিনি। যদি ২-৩ জনে ভালো অবদান রাখতে পারি, তাহলে এখান থেকে কামব্যাক করতে পারব।’
চট্টগ্রাম টেস্টে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আলাদা করে মেহেদী হাসান মিরাজই কেড়ে নিয়েছেন ম্যাচের আলো। লেজের ব্যাটারদের নিয়ে বাংলাদেশের প্রথম ইনিংস নিয়ে গেছেন ৪৪৪ রানে। দল পায় ২১৭ রানের লিড। ৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিং নামে আজ স্বাগতিকেরা। টেলএন্ডার ব্যাটারদের নিয়ে মিরা
১ ঘণ্টা আগেবৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমিয়ে নির্ধারণ হয় ২৮ ওভারে। শেষে ওভার পুরোপুরি খেলা হয়নি আলোকস্বল্পতার কারণে। কিন্তু যত ওভার হয়েছে, তাতে বাংলাদেশের জয় আটকানো গেল না। কলম্বোয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ডিএল মেথডে ৩৯ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ যুবারা।
২ ঘণ্টা আগে২০২২ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবল দলের লেজেগোবরে অবস্থা। এই সময়ে ৩ জন কোচ পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্সে। এবার তাই দলের জন্য হাইপ্রোফাইল কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের কোচ হিসেবে রিয়া
৩ ঘণ্টা আগেব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড়
৩ ঘণ্টা আগে