Ajker Patrika

কোহলির রানই করতে পারল না শ্রীলঙ্কা 

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ২১: ৩৫
কোহলির রানই করতে পারল না শ্রীলঙ্কা 

প্রথম দুই ম্যাচ জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ আগেই নিশ্চিত করেছিল ভারত। তিরুবনন্তপুরমে আজ তৃতীয় ওয়ানডেটা ছিল নিয়মরক্ষার ম্যাচ। এই নিয়মরক্ষার ম্যাচে পাত্তাই পায়নি শ্রীলঙ্কা। লঙ্কানদের ৩১৭ রানে হারিয়ে ৩-০-তে হোয়াইটওয়াশ করল রোহিত শর্মার দল। যেখানে বিরাট কোহলির ইনিংসের রানই করতে পারেনি পুরো শ্রীলঙ্কা দল। 

৩৯১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজের বোলিংয়ে শুরু থেকেই ধুঁকতে থাকে শ্রীলঙ্কা। প্রথম পাওয়ারপ্লের মধ্যেই ৫ উইকেট পড়ে যায় লঙ্কানদের। ৯.৩ ওভারে সফরকারীদের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৩৭ রান। প্রথম ৫ ব্যাটারের মধ্যে একমাত্র দুই অঙ্ক ছুঁয়েছেন নুয়ানিদু ফার্নান্দো। ২৭ বলে ১৯ রান করেছেন লঙ্কান এই ওপেনার। 

নিয়মিত বিরতিতে উইকেট হারানোর ধারাবাহিকতা চলতে থাকে শ্রীলঙ্কার ইনিংসের শেষ পর্যন্ত। ২২ ওভারে ৭৩ রানে ৯ উইকেট পড়ে গেলে কার্যত শ্রীলঙ্কা সেখানে অলআউট হয়ে যায়। চোটে পড়ায় ব্যাটিং করতে পারেননি লঙ্কান ব্যাটার আশেন বান্দারা। ৩১৩ রানে জিতে ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানে জয়ের রেকর্ড গড়ল ভারত। লঙ্কানদের ইনিংসে নুয়ানিদু ছাড়া দুই অঙ্ক ছুঁয়েছেন দাসুন শানাকা (১১ রান) ও কাসুন রাজিথা (অপরাজিত ১৩ রান)। ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন সিরাজ। 

ম্যাচ ও সিরিজসেরা দুটো পুরস্কারই পেলেন কোহলি। তৃতীয় ওয়ানডেতে ১১০ বলে ১৩ চার ও ৮ ছক্কায় ১৬৬ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন এই ব্যাটার। আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১৪১.৫০ গড়ে করেছেন ২৮৩ রান। দুটো সেঞ্চুরি করেছেন ভারতীয় এই ব্যাটার।

 এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ৫০ ওভারে ৫ উইকেটে ৩৯০ রান করে ভারত। কোহলি ছাড়াও সেঞ্চুরি করেছেন শুভমন গিল। ৯৭ বলে ১১৬ রান করেন ভারতীয় এই ওপেনার। লঙ্কান বোলারদের মধ্যে দুটো করে উইকেট নিয়েছেন কাসুন রাজিথা ও লাহিরু কুমারা। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত