Ajker Patrika

শেষ দিনে যে দুটি বড় চিন্তা বাংলাদেশের

শেষ দিনে যে দুটি বড় চিন্তা বাংলাদেশের

নিউজিল্যান্ডের বিপক্ষে আগের তিন দিনের ধারাবাহিকতা ধরে রেখে মাউন্ট মঙ্গানুই টেস্টের চতুর্থ দিনও নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। তবু দিন শেষে বাংলাদেশ দলের চিন্তার বড় কারণ প্রথম ইনিংসে দুর্দান্ত খেলা মাহমুদুল হাসান জয়ের চোট। জয়ের চোটের সঙ্গে রস টেলরের এখনো অপরাজিত থাকাও বাংলাদেশের দুশ্চিন্তার কারণ। 

কিউইদের ভরসার প্রতীক হয়ে ১০১ বলে ৩৭ রানে অপরাজিত আছেন টেলর। নিউজিল্যান্ডের ভরসা মানে বাংলাদেশের কপালে চিন্তার ভাঁজ। অভিজ্ঞ এই কিউই ব্যাটারের সামর্থ্য আছে এক হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার। টেলরের ক্যারিয়ারে এমন উদাহরণও কম নেই। অন্যদিকে দুর্দান্ত কোনো ইনিংসে তীরে এসে বাংলাদেশের তরি ডোবানোর অভিজ্ঞতাও কম নয়। 

২০০৩ সালে মুলতান টেস্টের শেষ দিনে ক্যারিয়ার বাঁচানো ইনিংস খেলে বাংলাদেশকে দুঃসহ স্মৃতি উপহার দিয়েছিলেন ইনজামাম-উল-হক। ইনজামামের ১৩৮ রানের অনবদ্য ইনিংসেই হাতের মুঠো থেকে জয় বেরিয়ে গিয়েছিল বাংলাদেশের। মুলতান টেস্টের ১৮ বছর পরও সেই স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় বাংলাদেশের সাবেক-বর্তমান ক্রিকেটারদের। 

টেলরকে নিয়ে বাংলাদেশের ভয়টা ইনজামামের মতো। নিউজিল্যান্ডের জন্য এই অভিজ্ঞ ব্যাটার ইনজামাম হতে পারবেন কি না সেটা পঞ্চম দিনেই বোঝা যাবে। তবে আজ চতুর্থ দিনে তাঁকে আউট করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সেটা কাজে লাগাতে না পারাতেই দুশ্চিন্তা বাড়ছে। ৩৭ রানের ইনিংসে বাংলাদেশের ফিল্ডারদের হাতে দুবার জীবন পেয়েছেন টেলর। 

প্রথমটা ১৭ রানে। মেহেদি হাসান মিরাজের বলে ডিপ মিডউইকেটে টেলরের ক্যাচ ছাড়েন সাদমান ইসলাম। দ্বিতীয়বার রানআউট থেকে বেঁচে যান ২৯ রানের সময়। জুটিতে থাকা উইল ইয়ংয়ের সঙ্গে ভুল বোঝাবুঝিতে নন স্ট্রাইক প্রান্ত ছেড়ে অনেকটা বেরিয়ে এসেছিলেন টেলর। তবে থ্রোটা ঠিকঠাক না হওয়ায় সে যাত্রায়ও বেঁচে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত