Ajker Patrika

যুক্তরাষ্ট্রের কাছে ভরাডুবির পরও দুশ্চিন্তা নেই শান্তর

আপডেট : ২২ মে ২০২৪, ১১: ৫৪
যুক্তরাষ্ট্রের কাছে ভরাডুবির পরও দুশ্চিন্তা নেই শান্তর

অঘটন, চমক—হিউস্টনে গত রাতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রথম টি-টোয়েন্টি দেখে যেকোনো কিছুই বলা যায়। আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হওয়া প্রথম ম্যাচেই বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এমন বিব্রতকর পরাজয়ের পরও দুশ্চিন্তা করছেন না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

জিম্বাবুয়ের পর যুক্তরাষ্ট্র—নিজেদের সবশেষ দুই টি-টোয়েন্টি ম্যাচে হেরেছে বাংলাদেশ। দুটি ম্যাচের কোনোটিতেই বাংলাদেশ ১৬০ করতে পারেনি। জিম্বাবুয়ের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতলেও বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতা দেখা গেছে। মিরপুরে ১০ মে জিম্বাবুয়ের বিপক্ষে উদ্বোধনী জুটি ১০১ রান করার পরও বাংলাদেশ গুটিয়ে গেছে ১৪৩ রানে। হিউস্টনে গত রাতে বিনা উইকেটে ৩৪ থেকে হয়ে গেছে ৪ উইকেটে ৬৮ রান। যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আসেন অধিনায়ক শান্ত। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘দুশ্চিন্তার কিছু নেই। কারণ প্রত্যেক ব্যাটারই তাদের স্কিল নিয়ে কাজ করছে। সবাই জানি, টপ অর্ডারদের ভালো খেলতে হবে। ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের সবারই দায়িত্ব।’ 

প্রথম ম্যাচ হেরে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এখন সিরিজ হারানোর শঙ্কা বাংলাদেশের। হিউস্টনে আগামীকাল ও ২৫ মে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র। পরের ম্যাচ থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বলে আশা শান্তর, ‘হ্যাঁ, এই জায়গায় (ব্যাটিংয়ে) আমরা বেশ কিছুদিন ধরে খারাপ করছি। তবে আমি আশা করব যে সামনের ম্যাচ থেকে ঘুরে দাঁড়ানোর।’ 

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে বাদ পড়ার পর গত রাতে একাদশে ফিরেছেন লিটন দাস। তবে দুবার জীবন পেয়েও করেছেন ১৫ বলে ১৪ রান। স্বয়ং শান্ত করেছেন ১১ বলে ৩ রান। ভালো শুরুর আশা জাগিয়েও সৌম্য সরকার পারেননি ইনিংস বড় করতে (১৩ বলে ২০ রান)। বাংলাদেশ যে ১৫৩ রান করেছে, সেখানে তাওহিদ হৃদয় ও মাহমুদউল্লাহ রিয়াদ করেছেন ৫৮ ও ৩১ রান। টি-টোয়েন্টি সুলভ ব্যাটিংটা বাংলাদেশ কেন করতে পারছে না, ‘ইনটেন্ট নিয়ে অবশ্যই ব্যাটিংয়ের চেষ্টা করে প্রত্যেক ব্যাটারই। পরের ম্যাচে যখন ব্যাটিং করব, চাই না ১১ বলে ১৫-২০ রান করতে। এর চেয়ে বেশি বল খেলব। বেশি রান করব।’ 

আরও পড়ুন–

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত