বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের এখন বেহাল দশা। ২০২৩ বিশ্বকাপের পয়েন্ট তালিকায় তারা আছে তলানিতে। গতকাল তারা পেল রিস টপলির ছিটকে যাওয়ার খবর। টপলির পরিবর্তে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন কার্স।
বিশ্বকাপ দলে ডাক পাওয়ার আগে কার্স আন্তর্জাতিক ক্রিকেটে খেলেন ১৫ ম্যাচ, যার মধ্যে রয়েছে ১২ ওয়ানডে ও ৩ আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ওয়ানডেতে ২৪.৮ গড় ও ৮৭.৯৪ স্ট্রাইক রেটে করেছেন ১২৪ রান। সর্বোচ্চ ৩২ রান করেছেন। এই সংস্করণে ৫.৭৪ ইকোনমি ও ৩৩.৯২ বোলিং গড়ে নিয়েছেন ১৪ উইকেট। বিশ্বকাপে ইংল্যান্ডের পরের ম্যাচ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে। তার আগেই বেঙ্গালুরুতে চলে আসার কথা কার্সের। ভাগ্য ভালো থাকলে বিশ্বকাপে অভিষেকও হয়ে যেতে পারে ইংলিশ এই বোলিং অলরাউন্ডারের।
বেন স্টোকসের মতো অলরাউন্ডার হওয়ার গুণ কার্সের রয়েছে বলে মনে করেন জো রুট। যেখানে স্টোকস ইদানীং বোলিং তেমন একটা করেন না ঠিকই, তবে ব্যাটিংয়ে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রয়েছে ইংল্যান্ডের বাঁহাতি ব্যাটিং অলরাউন্ডারের। রুট বলেন, ‘সে (কার্স) দারুণ এক অলরাউন্ডার। সে আপনার জন্য কিছু রান করে দিতে পারবে। ফিল্ডিংয়েও দুর্দান্ত। তার উইকেট নেওয়ার দারুণ গুণ রয়েছে। স্টোকসের মতো গুণ তার রয়েছে।’
কার্স দক্ষিণ আফ্রিকার বংশোদ্ভুত হলেও তাঁর যুক্তরাজ্যের পাসপোর্ট রয়েছে। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ডারহাম ও নর্দার্ন সুপারচার্জার্সের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। অন্যদিকে গত পরশু মুম্বাইয়ের ওয়াংখেড়ে মুখোমুখি হয় ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচেই বাঁ হাতের তর্জনীর হাড় ফেটে যাওয়ায় বিশ্বকাপই শেষ হয়ে যায় টপলির। চোট পাওয়া পেসারকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। প্রোটিয়াদের কাছে ২২৯ রানে হেরে পয়েন্ট তালিকায় ৯ নম্বরে চলে যায় জস বাটলারের ইংল্যান্ড। -১.২৪৮ নেট রানরেট এখন ইংলিশদের।
বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের এখন বেহাল দশা। ২০২৩ বিশ্বকাপের পয়েন্ট তালিকায় তারা আছে তলানিতে। গতকাল তারা পেল রিস টপলির ছিটকে যাওয়ার খবর। টপলির পরিবর্তে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন কার্স।
বিশ্বকাপ দলে ডাক পাওয়ার আগে কার্স আন্তর্জাতিক ক্রিকেটে খেলেন ১৫ ম্যাচ, যার মধ্যে রয়েছে ১২ ওয়ানডে ও ৩ আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ওয়ানডেতে ২৪.৮ গড় ও ৮৭.৯৪ স্ট্রাইক রেটে করেছেন ১২৪ রান। সর্বোচ্চ ৩২ রান করেছেন। এই সংস্করণে ৫.৭৪ ইকোনমি ও ৩৩.৯২ বোলিং গড়ে নিয়েছেন ১৪ উইকেট। বিশ্বকাপে ইংল্যান্ডের পরের ম্যাচ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে। তার আগেই বেঙ্গালুরুতে চলে আসার কথা কার্সের। ভাগ্য ভালো থাকলে বিশ্বকাপে অভিষেকও হয়ে যেতে পারে ইংলিশ এই বোলিং অলরাউন্ডারের।
বেন স্টোকসের মতো অলরাউন্ডার হওয়ার গুণ কার্সের রয়েছে বলে মনে করেন জো রুট। যেখানে স্টোকস ইদানীং বোলিং তেমন একটা করেন না ঠিকই, তবে ব্যাটিংয়ে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রয়েছে ইংল্যান্ডের বাঁহাতি ব্যাটিং অলরাউন্ডারের। রুট বলেন, ‘সে (কার্স) দারুণ এক অলরাউন্ডার। সে আপনার জন্য কিছু রান করে দিতে পারবে। ফিল্ডিংয়েও দুর্দান্ত। তার উইকেট নেওয়ার দারুণ গুণ রয়েছে। স্টোকসের মতো গুণ তার রয়েছে।’
কার্স দক্ষিণ আফ্রিকার বংশোদ্ভুত হলেও তাঁর যুক্তরাজ্যের পাসপোর্ট রয়েছে। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ডারহাম ও নর্দার্ন সুপারচার্জার্সের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। অন্যদিকে গত পরশু মুম্বাইয়ের ওয়াংখেড়ে মুখোমুখি হয় ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচেই বাঁ হাতের তর্জনীর হাড় ফেটে যাওয়ায় বিশ্বকাপই শেষ হয়ে যায় টপলির। চোট পাওয়া পেসারকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। প্রোটিয়াদের কাছে ২২৯ রানে হেরে পয়েন্ট তালিকায় ৯ নম্বরে চলে যায় জস বাটলারের ইংল্যান্ড। -১.২৪৮ নেট রানরেট এখন ইংলিশদের।
দুই দিনের ব্যবধানে আবাহনী-বসুন্ধরা কিংস আবারও মুখোমুখি হলো। আবাহনীর সামনে সুযোগ ছিল দারুণ কিছু করে ফেডারেশন কাপের ফাইনালে হারের দুঃখ কিছুটা মোচন করার। সেটি তো সম্ভব হলোই না, উল্টো বসুন্ধরার কাছে ২-০ গোলে হেরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপাদৌড়ে কিছুটা পিছিয়েই পড়ল তারা। দুই অর্ধের শুরুতে দুটি গোলই
২ ঘণ্টা আগেকাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডে ভারত-পাকিস্তানের মধ্যে চলছে তুমুল উত্তেজনা। এর মধ্যেই ভারত সরকার পাকিস্তানের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সংবাদমাধ্যম, ইউটিউব চ্যানেল ব্লক করে দিয়েছে তাদের দেশে। রেহায় পায়নি ক্রীড়াঙ্গনের ব্যক্তিরাও। শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল ব্লক করেছে তারা। এবার ভারতীয় সংবাদমাধ্যমের প্রতি
৩ ঘণ্টা আগেসাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আগস্টে নির্ধারিত ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। বিসিবি আশাবাদী যে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ যথাসময়েই হবে।
৪ ঘণ্টা আগেতিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলতে নিউজিল্যান্ড ‘এ’ দল এখন বাংলাদেশে। প্রথম দুই ওয়ানডের দলে প্রথমে মোস্তাফিজুর রহমানকে রাখা হলেও আজ তাঁকে সরিয়ে নিয়েছে বিসিবির নির্বাচক প্যানেল। তাঁর বদলি হিসেবে ‘এ’ দলের ওয়ানডে দলে নেওয়া হয়েছে আরেক পেসার খালেদ আহমেদকে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জান
৫ ঘণ্টা আগে