Ajker Patrika

ভ্রমণেও মুমিনুলদের ‘টেস্ট’

আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১৩: ৫৯
ভ্রমণেও মুমিনুলদের ‘টেস্ট’

নিউজিল্যান্ড থেকে বাংলাদেশ দলের এবারের দেশে ফেরাটা টেস্ট ক্রিকেটের মতো দীর্ঘ এক পথ। জটিল এই যাত্রায় ক্রিকেটারদের ভালোই ধৈর্যের পরীক্ষা দিতে হবে। আজ সকাল ৯টায় নিউজিল্যান্ড থেকে রওনা দিয়েছেন মুমিনুল হকরা। প্রায় ৩৪ ঘণ্টার ভ্রমণ শেষে আগামীকাল বিকেলে দেশে পৌঁছানোর কথা তাঁদের। 

ক্রাইস্টচার্চ থেকে অকল্যান্ডে পৌঁছে দিনের বাকি সময় সেখানেই কাটিয়ে দেবে বাংলাদেশ দল। এরপর রাতের ফ্লাইটে পৌঁছাবে মালয়েশিয়ায়। সেখান থেকে আবার দুবাইয়ে পৌঁছে পাঁচ ঘণ্টার যাত্রাবিরতি। অতঃপর মরুর দেশ থেকে আগামীকাল বিকেলে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছানোর কথা।

দীর্ঘ এই যাত্রায় ক্লান্তির মধ্যেই অবশ্য প্রাপ্তি খুঁজে নিতে পারে মুমিনুল-মুশফিক-লিটনরা। আগের সফরগুলোতে যা পারেনি, এবার সেটিই যে করে দেখিয়েছে মুমিনুল হকের দল। একাধিকবার নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। প্রতিবারই অর্জনের খাতায় ছিল বড় একটা 'গোল্লা'। কিন্তু এবারের ছবিটা সম্পূর্ণ আলাদা। 

নিউজিল্যান্ড থেকে এবারের ফেরার ছবিটা অন্যরকম। প্রথমবারের মতো কিউইদের ডেরায় জয়ের স্মৃতি নিয়ে ফিরছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে নিজেদের সেরা জয়ের সঙ্গে সিরিজ ড্র। এই ক্লান্তির ভ্রমণেও তাই মুমিনুল-লিটনদের মনে হয়তো কিছুটা প্রশান্তির বাতাস বয়ে যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত