নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এবারের আগে তিনবার ফাইনাল খেলে বরিশালের হয়ে কোনো ফ্র্যাঞ্চাইজিই চ্যাম্পিয়ন হতে পারেনি বিপিএলে। বরিশালবাসীর সেই আক্ষেপ এবার ঘুচিয়েছে ফরচুন বরিশাল। তামিম ইকবালের নেতৃত্বে দ্বিতীয়বারের চেষ্টায় প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল।
চ্যাম্পিয়নদের রেশ থাকতেই কুমিল্লা ভিক্টোরিয়ানসের কোচের সঙ্গে মজা করেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। সাবেক গুরু মোহাম্মদ সালাহ উদ্দিনের সঙ্গে এবারের বিপিএলে চ্যাম্পিয়ন হওয়া নিয়ে খুনশুটি করেছেন বরিশালের পেসার। ফাইনালে গুরুর দল কুমিল্লাকে ৬ উইকেটে হারিয়েই চ্যাম্পিয়ন হন সাইফউদ্দিনরা।
চ্যাম্পিয়ন হওয়ায় তাই অতীতের এক ভবিষ্যদ্বাণী আবারও সামনে নিয়ে এসেছেন সাইফউদ্দিন। গত বছরের ডিসেম্বরে বিপিএলের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন সালাহ উদ্দিন। বাংলাদেশের সাবেক সহকারী কোচ ছবিতে বুঝিয়ে দিয়েছিলেন কুমিল্লার চারটি শিরোপা রয়েছে। সেই পোস্টে সাইফউদ্দিন কমেন্ট করেছিলেন এভাবে—‘স্যার, ইনশা আল্লাহ এবার বরিশাল চ্যাম্পিয়ন হবে।’
সেটাই আজ সালাহ উদ্দিনকে স্মরণ করে দিয়েছেন সাইফউদ্দিন। আজ সেই পোস্টে আবারও কমেন্ট করেন তিনি। বাংলাদেশি অলরাউন্ডার লেখেন, ‘স্যার, বলছিলাম কিন্তু আগেই।’ সঙ্গে এবারের বিপিএলের ট্রফি হাতে বিজয়োল্লাসের ছবিও জুড়ে দেন সাইফউদ্দিন। পরে শিষ্যের কমেন্টে রসিকতা করে সালাহ উদ্দিন জানতে চান, ‘কী বলছিলি? প্রতিবারই তো বলিস মনে থাকে না, এই বার মনে পড়ল।’
কুমিল্লার হয়ে ২০১৯ বিপিএলের চ্যাম্পিয়ন সদস্য ছিলেন সাইফউদ্দিন। এবার চ্যাম্পিয়ন বরিশালের হয়ে শুরুতে খেলতে পারেননি বাংলাদেশি অলরাউন্ডার। চোট তাঁর ফেরাটা দীর্ঘায়িত করেছে। তবে দেরিতে ফিরলেও দুর্দান্তভাবে প্রত্যাবর্তন করেছেন তিনি। ৯ ম্যাচে ১৫ উইকেট নিয়ে যৌথভাবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পেসার বিলাল খানের সঙ্গে উইকেট শিকারির তালিকায় চারে আছেন তিনি।
ফাইনাল ম্যাচে সাইফউদ্দিনের করা বরিশালের বোলিংয়ের শেষ ওভারটি সবার নজর কেড়েছে। ৪ রান অতিরিক্ত দিলেও ৭ রানের বেশি নিতে পারেননি কুমিল্লার ব্যাটার আন্দ্রে রাসেল। দুর্দান্ত সব ইয়র্কার দিয়ে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের ব্যাটকে নিশ্চুপ থাকতে বাধ্য করেছেন সাইফউদ্দিন। তাই তো চ্যাম্পিয়ন হওয়ার পর সংবাদ সম্মেলনে তাঁর ভূয়সী প্রশংসা করেছেন দলের অধিনায়ক তামিম। তামিমের ভাষায়, ম্যাচের আসল নায়ক সাইফউদ্দিনই।
দারুণ এই মুহূর্তে তাই সাবেক গুরুর সঙ্গে রসিকতা করতে ছাড়লেন না সাইফউদ্দিন। সালাহ উদ্দিনের সঙ্গে খুনশুটির বিষয়ে আজকের পত্রিকাকে তিনি ‘স্যারকে একটু জ্বালা ধরিয়ে দিলাম আর কী’ বলেই হাসিতে ফেটে পড়লেন।
এবারের আগে তিনবার ফাইনাল খেলে বরিশালের হয়ে কোনো ফ্র্যাঞ্চাইজিই চ্যাম্পিয়ন হতে পারেনি বিপিএলে। বরিশালবাসীর সেই আক্ষেপ এবার ঘুচিয়েছে ফরচুন বরিশাল। তামিম ইকবালের নেতৃত্বে দ্বিতীয়বারের চেষ্টায় প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল।
চ্যাম্পিয়নদের রেশ থাকতেই কুমিল্লা ভিক্টোরিয়ানসের কোচের সঙ্গে মজা করেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। সাবেক গুরু মোহাম্মদ সালাহ উদ্দিনের সঙ্গে এবারের বিপিএলে চ্যাম্পিয়ন হওয়া নিয়ে খুনশুটি করেছেন বরিশালের পেসার। ফাইনালে গুরুর দল কুমিল্লাকে ৬ উইকেটে হারিয়েই চ্যাম্পিয়ন হন সাইফউদ্দিনরা।
চ্যাম্পিয়ন হওয়ায় তাই অতীতের এক ভবিষ্যদ্বাণী আবারও সামনে নিয়ে এসেছেন সাইফউদ্দিন। গত বছরের ডিসেম্বরে বিপিএলের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন সালাহ উদ্দিন। বাংলাদেশের সাবেক সহকারী কোচ ছবিতে বুঝিয়ে দিয়েছিলেন কুমিল্লার চারটি শিরোপা রয়েছে। সেই পোস্টে সাইফউদ্দিন কমেন্ট করেছিলেন এভাবে—‘স্যার, ইনশা আল্লাহ এবার বরিশাল চ্যাম্পিয়ন হবে।’
সেটাই আজ সালাহ উদ্দিনকে স্মরণ করে দিয়েছেন সাইফউদ্দিন। আজ সেই পোস্টে আবারও কমেন্ট করেন তিনি। বাংলাদেশি অলরাউন্ডার লেখেন, ‘স্যার, বলছিলাম কিন্তু আগেই।’ সঙ্গে এবারের বিপিএলের ট্রফি হাতে বিজয়োল্লাসের ছবিও জুড়ে দেন সাইফউদ্দিন। পরে শিষ্যের কমেন্টে রসিকতা করে সালাহ উদ্দিন জানতে চান, ‘কী বলছিলি? প্রতিবারই তো বলিস মনে থাকে না, এই বার মনে পড়ল।’
কুমিল্লার হয়ে ২০১৯ বিপিএলের চ্যাম্পিয়ন সদস্য ছিলেন সাইফউদ্দিন। এবার চ্যাম্পিয়ন বরিশালের হয়ে শুরুতে খেলতে পারেননি বাংলাদেশি অলরাউন্ডার। চোট তাঁর ফেরাটা দীর্ঘায়িত করেছে। তবে দেরিতে ফিরলেও দুর্দান্তভাবে প্রত্যাবর্তন করেছেন তিনি। ৯ ম্যাচে ১৫ উইকেট নিয়ে যৌথভাবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পেসার বিলাল খানের সঙ্গে উইকেট শিকারির তালিকায় চারে আছেন তিনি।
ফাইনাল ম্যাচে সাইফউদ্দিনের করা বরিশালের বোলিংয়ের শেষ ওভারটি সবার নজর কেড়েছে। ৪ রান অতিরিক্ত দিলেও ৭ রানের বেশি নিতে পারেননি কুমিল্লার ব্যাটার আন্দ্রে রাসেল। দুর্দান্ত সব ইয়র্কার দিয়ে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের ব্যাটকে নিশ্চুপ থাকতে বাধ্য করেছেন সাইফউদ্দিন। তাই তো চ্যাম্পিয়ন হওয়ার পর সংবাদ সম্মেলনে তাঁর ভূয়সী প্রশংসা করেছেন দলের অধিনায়ক তামিম। তামিমের ভাষায়, ম্যাচের আসল নায়ক সাইফউদ্দিনই।
দারুণ এই মুহূর্তে তাই সাবেক গুরুর সঙ্গে রসিকতা করতে ছাড়লেন না সাইফউদ্দিন। সালাহ উদ্দিনের সঙ্গে খুনশুটির বিষয়ে আজকের পত্রিকাকে তিনি ‘স্যারকে একটু জ্বালা ধরিয়ে দিলাম আর কী’ বলেই হাসিতে ফেটে পড়লেন।
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
৩ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৩ ঘণ্টা আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৩ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
৪ ঘণ্টা আগে