চোট সত্ত্বেও ট্রাভিস হেডকে বিশ্বকাপ দলে রেখেছিল অস্ট্রেলিয়া। দল কেন তাঁর ওপর ভরসা রেখেছে, তার প্রমাণ আজ দিলেন বাঁহাতি ওপেনার। চোট কাটিয়ে দুর্দান্ত এক প্রত্যাবর্তন করেছেন তিনি।
যাকে বলে রাজসিক! নিউজিল্যান্ডের বিপক্ষে ফিরলেন দুর্দান্ত এক সেঞ্চুরি করে। তাঁর সেঞ্চুরি ও ডেভিড ওয়ার্নারের ফিফটিতে ৯ উইকেটে ৩৮৮ রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। যদিও শেষ দিকে ফিনিশিংটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার।
ধর্মশালায় টস হেরে ব্যাটিংয়ে নেমে কিউই বোলারদের ওপর তাণ্ডব চালিয়েছে অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটি। ওপেনিংয়েই ১৭৫ রানের জুটি গড়েন ওয়ার্নার-হেড। দুই ওপেনার মিলে প্রথম পাওয়ার প্লেতেই ২১ বাউন্ডারি মেরেছেন। রান তুলেছেন ১১৮। তাঁদের ঝোড়ো ব্যাটিংয়ে মনে হচ্ছিল দুজনই সেঞ্চুরি করবেন। তবে ৮১ রানে ওয়ার্নার কিউই স্পিনার গ্লেন ফিলিপসের বলে আউট হলে তা আর হয় না।
এতে করে এবারের বিশ্বকাপে হ্যাটট্রিক সেঞ্চুরি পাওয়া হলো না ওয়ার্নারের। সর্বশেষ দুই ম্যাচেই সেঞ্চুরি করেছেন বাঁহাতি ওপেনার। সতীর্থ না পেলেও সেঞ্চুরি পেয়েছেন হেড। ৫৯ বলে সেঞ্চুরি তুলে নেন তিনি। বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি তাঁর। তবে সেঞ্চুরি করে বেশিক্ষণ টিকতে পারেননি। ৬৭ বলে ১০৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে ফিলিপসের বলেই বোল্ড হয়েছেন তিনি।
ওয়ার্নার-হেড আউটের পর কিছুটা খেই হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। তবে মিডল অর্ডারে গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিস ও প্যাট কামিন্সের তিনটি ত্রিশোর্ধ্ব ইনিংসে ৪০০ রান পেরিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ দিকে ফিনিংশটা দিতে পারেননি অস্ট্রেলিয়ার ব্যাটাররা। ৪৯তম ওভারে ট্রেন্ট বোল্ট ৩ উইকেট নিয়ে ৪০০-এর নিচে অজিদের অলআউট করেন।
চোট সত্ত্বেও ট্রাভিস হেডকে বিশ্বকাপ দলে রেখেছিল অস্ট্রেলিয়া। দল কেন তাঁর ওপর ভরসা রেখেছে, তার প্রমাণ আজ দিলেন বাঁহাতি ওপেনার। চোট কাটিয়ে দুর্দান্ত এক প্রত্যাবর্তন করেছেন তিনি।
যাকে বলে রাজসিক! নিউজিল্যান্ডের বিপক্ষে ফিরলেন দুর্দান্ত এক সেঞ্চুরি করে। তাঁর সেঞ্চুরি ও ডেভিড ওয়ার্নারের ফিফটিতে ৯ উইকেটে ৩৮৮ রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। যদিও শেষ দিকে ফিনিশিংটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার।
ধর্মশালায় টস হেরে ব্যাটিংয়ে নেমে কিউই বোলারদের ওপর তাণ্ডব চালিয়েছে অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটি। ওপেনিংয়েই ১৭৫ রানের জুটি গড়েন ওয়ার্নার-হেড। দুই ওপেনার মিলে প্রথম পাওয়ার প্লেতেই ২১ বাউন্ডারি মেরেছেন। রান তুলেছেন ১১৮। তাঁদের ঝোড়ো ব্যাটিংয়ে মনে হচ্ছিল দুজনই সেঞ্চুরি করবেন। তবে ৮১ রানে ওয়ার্নার কিউই স্পিনার গ্লেন ফিলিপসের বলে আউট হলে তা আর হয় না।
এতে করে এবারের বিশ্বকাপে হ্যাটট্রিক সেঞ্চুরি পাওয়া হলো না ওয়ার্নারের। সর্বশেষ দুই ম্যাচেই সেঞ্চুরি করেছেন বাঁহাতি ওপেনার। সতীর্থ না পেলেও সেঞ্চুরি পেয়েছেন হেড। ৫৯ বলে সেঞ্চুরি তুলে নেন তিনি। বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি তাঁর। তবে সেঞ্চুরি করে বেশিক্ষণ টিকতে পারেননি। ৬৭ বলে ১০৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে ফিলিপসের বলেই বোল্ড হয়েছেন তিনি।
ওয়ার্নার-হেড আউটের পর কিছুটা খেই হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। তবে মিডল অর্ডারে গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিস ও প্যাট কামিন্সের তিনটি ত্রিশোর্ধ্ব ইনিংসে ৪০০ রান পেরিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ দিকে ফিনিংশটা দিতে পারেননি অস্ট্রেলিয়ার ব্যাটাররা। ৪৯তম ওভারে ট্রেন্ট বোল্ট ৩ উইকেট নিয়ে ৪০০-এর নিচে অজিদের অলআউট করেন।
২০২৭ সালের মার্চে অস্ট্রেলিয়ায় দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। সে সফর এখনো বেশ দেরি হলেও অস্ট্রেলিয়ার উইকেট-কন্ডিশন নিয়ে একটা ধারণা মিলতে পারে শেফিল্ড শিল্ডের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন চার দিনের ম্যাচ। বাংলাদেশ ‘এ’ দলে ১৪ সদস্যের অভিজ্ঞ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
৯ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশ ‘এ’ দল এক ম্যাচ জিতছে তো আরেক ম্যাচ হারছে। নিজেদের প্রথম ম্যাচ হারের পর গতকাল ৩২ রানে নেপালকে হারিয়েছিল বাংলাদেশ ‘এ’। আজ আবার হারের স্বাদ পেয়েছে নুরুল হাসান সোহানের দল। টিআইও স্টেডিয়ামে বিগ ব্যাশর দল পার্থ স্করচার্সের একাডেমির কাছে তারা হেরেছে ৫
১০ ঘণ্টা আগেনিরাপত্তাজনিত কারণ দেখিয়ে হকি এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করেছে পাকিস্তান। আজ এক বিবৃতিতে নিশ্চিত করেছে তারা। পাকিস্তানের জায়গায় এশিয়া কাপে খেলার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
১১ ঘণ্টা আগেইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেডে’ চলছে রেকর্ডের বন্যা। বোলারদের চেয়েও ব্যাটাররা রেকর্ড গড়ছেন মুড়ি-মুড়কির মতো। এবার ইংল্যান্ডের এই ১০০ বলের টুর্নামেন্টে ভেঙে গেল তিন বছরের পুরোনো রেকর্ড। এই ম্যাচে হয়েছে ছক্কার বন্যা।
১২ ঘণ্টা আগে