ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হচ্ছে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে। গলে ১৭ জুন টেস্ট দিয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ শুরু হবে। সিরিজ খেলতে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা এখন লঙ্কায়।
এবার শ্রীলঙ্কা সফরে মেহেদী হাসান মিরাজ যাচ্ছেন নতুন পরিচয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে গতকাল মিরাজকে ১ বছর মেয়াদে ওয়ানডে অধিনায়ক করেছে। ওয়ানডে অধিনায়ক হিসেবে আজ সকালে মিরপুরে সংবাদ সম্মেলন করেছেন তিনি। সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার পর দুপুরে মিরাজ শ্রীলঙ্কার বিমান ধরেছেন। স্থানীয় সময় বিকেলে দ্বীপরাষ্ট্রে পৌঁছেছেন বাংলাদেশি অলরাউন্ডার। দ্বিতীয় বহরে মিরাজের সঙ্গে গেছেন শান্ত, সৈয়দ খালেদ আহমেদ, মুমিনুল হক, জাকের আলী অনিক, এনামুল হক বিজয়রা।
দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের দুটি বহর শ্রীলঙ্কায় পৌঁছেছে। প্রথম বহরে গতকাল লঙ্কায় গেছেন নাহিদ রানা, মাহিদুল ইসলাম অঙ্কনসহ স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ ও পেস বোলিং কোচ শন টেইট। এবারের শ্রীলঙ্কা সিরিজ দিয়ে তিন সংস্করণে বাংলাদেশ খেলবে তিন অধিনায়কের নেতৃত্বে। টেস্ট ও ওয়ানডের অধিনায়ক শান্ত ও মিরাজ। টি-টোয়েন্টি বাংলাদেশ খেলবে মিরাজের নেতৃত্বে।
বাংলাদেশ ক্রিকেট দল কেমন বাজে খেলছে, সেটার প্রতিফলন দেখা যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) র্যাঙ্কিংয়ে। টি-টোয়েন্টি, ওয়ানডে দুই সংস্করণেই বাংলাদেশ অবস্থান করছে ১০ নম্বরে। টেস্টে দলটির অবস্থান ৯ নম্বরে। কদিন আগে ঘরের মাঠে বাংলাদেশ টেস্ট হেরেছে জিম্বাবুয়ের কাছে। ৬ টি-টোয়েন্টির মধ্যে কেবল একটিতে জিতেছে বাংলাদেশ। যার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের কাছে লিটনের নেতৃত্বাধীন বাংলাদেশের সিরিজ হারের ঘটনা রয়েছে।
১৭ জুন গলে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজ। সাদা পোশাকের সিরিজ শেষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। যেখানে শান্তকে অধিনায়ক করে বাংলাদেশ শুধু প্রথম টেস্টের দল ঘোষণা করেছে। শ্রীলঙ্কা সিরিজে তিন অধিনায়কের নেতৃত্বে তিন সংস্করণ খেলতে যাওয়া বাংলাদেশ এবার ঘুরে দাঁড়াতে পারে কিনা, সেটা সময়ই বলে দেবে।
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হচ্ছে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে। গলে ১৭ জুন টেস্ট দিয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ শুরু হবে। সিরিজ খেলতে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা এখন লঙ্কায়।
এবার শ্রীলঙ্কা সফরে মেহেদী হাসান মিরাজ যাচ্ছেন নতুন পরিচয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে গতকাল মিরাজকে ১ বছর মেয়াদে ওয়ানডে অধিনায়ক করেছে। ওয়ানডে অধিনায়ক হিসেবে আজ সকালে মিরপুরে সংবাদ সম্মেলন করেছেন তিনি। সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার পর দুপুরে মিরাজ শ্রীলঙ্কার বিমান ধরেছেন। স্থানীয় সময় বিকেলে দ্বীপরাষ্ট্রে পৌঁছেছেন বাংলাদেশি অলরাউন্ডার। দ্বিতীয় বহরে মিরাজের সঙ্গে গেছেন শান্ত, সৈয়দ খালেদ আহমেদ, মুমিনুল হক, জাকের আলী অনিক, এনামুল হক বিজয়রা।
দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের দুটি বহর শ্রীলঙ্কায় পৌঁছেছে। প্রথম বহরে গতকাল লঙ্কায় গেছেন নাহিদ রানা, মাহিদুল ইসলাম অঙ্কনসহ স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ ও পেস বোলিং কোচ শন টেইট। এবারের শ্রীলঙ্কা সিরিজ দিয়ে তিন সংস্করণে বাংলাদেশ খেলবে তিন অধিনায়কের নেতৃত্বে। টেস্ট ও ওয়ানডের অধিনায়ক শান্ত ও মিরাজ। টি-টোয়েন্টি বাংলাদেশ খেলবে মিরাজের নেতৃত্বে।
বাংলাদেশ ক্রিকেট দল কেমন বাজে খেলছে, সেটার প্রতিফলন দেখা যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) র্যাঙ্কিংয়ে। টি-টোয়েন্টি, ওয়ানডে দুই সংস্করণেই বাংলাদেশ অবস্থান করছে ১০ নম্বরে। টেস্টে দলটির অবস্থান ৯ নম্বরে। কদিন আগে ঘরের মাঠে বাংলাদেশ টেস্ট হেরেছে জিম্বাবুয়ের কাছে। ৬ টি-টোয়েন্টির মধ্যে কেবল একটিতে জিতেছে বাংলাদেশ। যার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের কাছে লিটনের নেতৃত্বাধীন বাংলাদেশের সিরিজ হারের ঘটনা রয়েছে।
১৭ জুন গলে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজ। সাদা পোশাকের সিরিজ শেষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। যেখানে শান্তকে অধিনায়ক করে বাংলাদেশ শুধু প্রথম টেস্টের দল ঘোষণা করেছে। শ্রীলঙ্কা সিরিজে তিন অধিনায়কের নেতৃত্বে তিন সংস্করণ খেলতে যাওয়া বাংলাদেশ এবার ঘুরে দাঁড়াতে পারে কিনা, সেটা সময়ই বলে দেবে।
আরও পড়ুন:
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
২ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
৭ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৮ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
৮ ঘণ্টা আগে