Ajker Patrika

চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত শান্তকে অধিনায়ক হিসেবে রাখতে চায় বিসিবি

অনলাইন ডেস্ক
নাজমুল হোসেন শান্তকে এখনই অধিনায়কত্ব থেকে সরানোর ভাবনা নেই বিসিবির। ছবি: আজকের পত্রিকা
নাজমুল হোসেন শান্তকে এখনই অধিনায়কত্ব থেকে সরানোর ভাবনা নেই বিসিবির। ছবি: আজকের পত্রিকা

দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝখানেই শোনা গেল নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ দলের নেতৃত্ব ছেড়ে দিচ্ছেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের কথায় বোঝা গেল, শান্তকে এই মুহূর্তে নেতৃত্ব থেকে সরানো হচ্ছে না।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের লাঞ্চ বিরতিতে গণমাধ্যমের সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তা বলেন ফারুক। শান্ত যদি ছেড়ে দেন, তাহলে বাংলাদেশ দলের পরবর্তী অধিনায়ক কে হবেন? এই প্রসঙ্গে সাংবাদিকদের বিসিবি সভাপতি নিজের পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, ‘মিরাজ অনূর্ধ্ব-১৯ পর্যায়ে করেছে অধিনায়কত্ব। ক্লাব পর্যায়ে করে কি না জানা নেই। বিপিএলেও করেছে। তাসকিনের নাম এসেছে। বোর্ড থেকে যেটা করা উচিত, একজন অধিনায়ককে ট্রায়াল এন্ড এরর ভিত্তিতে না করে আগে তার সক্ষমতা জেনে গেলে ভালো। এ সময় যদি মনে হয় ভালো, তাহলে চ্যাম্পিয়নস ট্রফির পর ২-৩ বছরের মেয়াদে করা যেতে পারে।’

চট্টগ্রামে পৌঁছেই শান্তর সঙ্গে নেতৃত্বের ব্যাপারে আলাপ-আলোচনা করবেন বলে জানিয়েছিলেন ফারুক। বিসিবি সভাপতি যদিও এখনো শান্তর সঙ্গে বসার সময় পাননি। কারণ চট্টগ্রামে এখন তৃতীয় দিনের খেলা চলছে। শান্তর সঙ্গে ব্যক্তিগতভাবে কথা হয়েছিল কি না, সেই প্রশ্নের উত্তরে বিসিবি সভাপতি বলেন, ‘শান্তকে ফোনে বোঝানোর চেষ্টা করেছি। সে যখন টি-টোয়েন্টিতে নেতৃত্ব ছেড়ে দেওয়ার কথা বলছিল,.. খেলোয়াড়ের মাথায় কী ঘোরে, সেটা বোঝা কঠিন।’

বাংলাদেশের পরবর্তী অধিনায়ক হওয়ার দৌঁড়ে মিরাজ কেন এগিয়ে? এই প্রসঙ্গে ফারুক ২০১৬ সালে মিরাজের নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কথা মনে করিয়ে দিলেন, ‘যদি বলেন অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে কে, তাদের মধ্যে মিরাজ অন্যতম। আপনি বলবেন কেন? কারণ সে প্রায় সব সংস্করণই খেলে। দুই সংস্করণ তো নিশ্চিতভাবেই খেলে। সে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে নেতৃত্ব দিয়েছে। অনেক দিন আগের ঘটনা হলেও আপনাদের সেটা জানা। সেরা পারফরমার ছিল সে। আমরা একজনকে অধিনায়ক কীভাবে বানাই? একটা হলো সে সহজাতভাবে নেতৃত্ব দিতে পারে। আরেকজন করতে করতে শেখে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত