ক্রীড়া ডেস্ক
দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। কোনো সংস্করণেই বলার মতো পারফরম্যান্স নেই দলটির। ‘হ্যালির ধূমকেতু’র মতো হঠাৎ চমক দেখালেও আবার সেই বাজে পারফরম্যান্সের চক্রে ঘুরপাক খেতে থাকে দলটি। বাংলাদেশ ক্রিকেটের এই কঠিন সময়ে ভরসার হাত বাড়িয়ে দিয়েছেন কুশল মেন্ডিস।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রেমাদাসায় দ্বিতীয় ওয়ানডেতে ১৬ রানে জিতে সমতায় ফিরেছিল বাংলাদেশ। প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাঠে ওয়ানডে সিরিজ জয়ের সুযোগ গতকাল ছিল বাংলাদেশের সামনে। কিন্তু মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ পাল্লেকেলেতে গতকাল তৃতীয় ওয়ানডেতে লঙ্কানদের কাছাকাছিও যেতে পারেনি। ৯৯ রানে জিতে ৬ বছর পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতে লঙ্কানরা।
বাংলাদেশের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে শ্রীলঙ্কা গতকাল জিতেছে কুশল মেন্ডিসের নৈপুণ্যেই। ১১৪ বলে ১৮ চারে করেছেন ১২৪ রান। উইকেটরক্ষক হিসেবে ধরেছেন এক ক্যাচ ও একটি স্টাম্পিং করেছেন। ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য সিরিজ দুটি পুরস্কারই তিনি জিতেছেন গতকাল। লঙ্কানদের প্রতিনিধি হয়ে তৃতীয় ওয়ানডে শেষে সংবাদ সম্মেলনে মেন্ডিস বলেছেন, ‘বাংলাদেশ টেস্ট খেলুড়ে দল। ভালো দল। তারা এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তবু ব্যাটিং, বোলিং, ফিল্ডিং মিলে তাদের দল বেশ ভালো। তাতে শিগগিরই বাজে সময় কাটিয়ে উঠে নিজেদের জায়গায় তারা যেতে পারবে।’
সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ—পঞ্চপান্ডবদের ছাড়া বাংলাদেশ দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে। নতুন ওয়ানডে অধিনায়ক মিরাজের নেতৃত্বে বাংলাদেশ সিরিজ হেরেছে ২-১ ব্যবধানে। এই সিরিজে তিন ম্যাচে ৪.৪০ ইকোনমিতে ৩ উইকেট পেলেও ব্যাটিংয়ে করেছেন ৩৭ রান। নতুনদের মধ্যে তানভীর ইসলাম তিন ম্যাচে পেয়েছেন ৭ উইকেট। পারভেজ হোসেন ওয়ানডে অভিষেকের প্রথম সিরিজেই পেয়েছেন ফিফটি। তানজিদ হাসান তামিমেরও এক ম্যাচে ফিফটি রয়েছে।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বোচ্চ ২২৫ রান করেছেন মেন্ডিস। ৭৫ গড় ও ১১৯.৬৮ স্ট্রাইকরেটে ব্যাটিং করা এই ব্যাটার জিতেছেন সিরিজসেরার পুরস্কার। পাল্লেকেলেতে গতকাল তৃতীয় ওয়ানডে শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লঙ্কান এই ব্যাটার বলেন, ‘আমি খুবই খুশি এখন। গত ম্যাচে আমি ভিন্নরকম এক ম্যাচ খেলেছিলাম। তবে কোচের সঙ্গে কথা বলে আজ (গতকাল) স্বাভাবিক খেলাটা খেলেছি। পিচ একটু ধীরগতির হয়ে গিয়েছিল। তবে ধীরে ধীরে ব্যাটিং উপযোগী হয়েছে।’
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও বাংলাদেশকে খেলতে হবে পঞ্চপাণ্ডবদের ছাড়াই। পাল্লেকেলেতে আগামীকাল শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। শেষ দুই টি-টোয়েন্টি ১৩ ও ১৬ জুলাই হবে ডাম্বুলা ও কলম্বোর প্রেমাদাসায়। তিনটি ম্যাচই বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে। টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন দাস।
আরও পড়ুন:
দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। কোনো সংস্করণেই বলার মতো পারফরম্যান্স নেই দলটির। ‘হ্যালির ধূমকেতু’র মতো হঠাৎ চমক দেখালেও আবার সেই বাজে পারফরম্যান্সের চক্রে ঘুরপাক খেতে থাকে দলটি। বাংলাদেশ ক্রিকেটের এই কঠিন সময়ে ভরসার হাত বাড়িয়ে দিয়েছেন কুশল মেন্ডিস।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রেমাদাসায় দ্বিতীয় ওয়ানডেতে ১৬ রানে জিতে সমতায় ফিরেছিল বাংলাদেশ। প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাঠে ওয়ানডে সিরিজ জয়ের সুযোগ গতকাল ছিল বাংলাদেশের সামনে। কিন্তু মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ পাল্লেকেলেতে গতকাল তৃতীয় ওয়ানডেতে লঙ্কানদের কাছাকাছিও যেতে পারেনি। ৯৯ রানে জিতে ৬ বছর পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতে লঙ্কানরা।
বাংলাদেশের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে শ্রীলঙ্কা গতকাল জিতেছে কুশল মেন্ডিসের নৈপুণ্যেই। ১১৪ বলে ১৮ চারে করেছেন ১২৪ রান। উইকেটরক্ষক হিসেবে ধরেছেন এক ক্যাচ ও একটি স্টাম্পিং করেছেন। ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য সিরিজ দুটি পুরস্কারই তিনি জিতেছেন গতকাল। লঙ্কানদের প্রতিনিধি হয়ে তৃতীয় ওয়ানডে শেষে সংবাদ সম্মেলনে মেন্ডিস বলেছেন, ‘বাংলাদেশ টেস্ট খেলুড়ে দল। ভালো দল। তারা এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তবু ব্যাটিং, বোলিং, ফিল্ডিং মিলে তাদের দল বেশ ভালো। তাতে শিগগিরই বাজে সময় কাটিয়ে উঠে নিজেদের জায়গায় তারা যেতে পারবে।’
সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ—পঞ্চপান্ডবদের ছাড়া বাংলাদেশ দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে। নতুন ওয়ানডে অধিনায়ক মিরাজের নেতৃত্বে বাংলাদেশ সিরিজ হেরেছে ২-১ ব্যবধানে। এই সিরিজে তিন ম্যাচে ৪.৪০ ইকোনমিতে ৩ উইকেট পেলেও ব্যাটিংয়ে করেছেন ৩৭ রান। নতুনদের মধ্যে তানভীর ইসলাম তিন ম্যাচে পেয়েছেন ৭ উইকেট। পারভেজ হোসেন ওয়ানডে অভিষেকের প্রথম সিরিজেই পেয়েছেন ফিফটি। তানজিদ হাসান তামিমেরও এক ম্যাচে ফিফটি রয়েছে।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বোচ্চ ২২৫ রান করেছেন মেন্ডিস। ৭৫ গড় ও ১১৯.৬৮ স্ট্রাইকরেটে ব্যাটিং করা এই ব্যাটার জিতেছেন সিরিজসেরার পুরস্কার। পাল্লেকেলেতে গতকাল তৃতীয় ওয়ানডে শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লঙ্কান এই ব্যাটার বলেন, ‘আমি খুবই খুশি এখন। গত ম্যাচে আমি ভিন্নরকম এক ম্যাচ খেলেছিলাম। তবে কোচের সঙ্গে কথা বলে আজ (গতকাল) স্বাভাবিক খেলাটা খেলেছি। পিচ একটু ধীরগতির হয়ে গিয়েছিল। তবে ধীরে ধীরে ব্যাটিং উপযোগী হয়েছে।’
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও বাংলাদেশকে খেলতে হবে পঞ্চপাণ্ডবদের ছাড়াই। পাল্লেকেলেতে আগামীকাল শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। শেষ দুই টি-টোয়েন্টি ১৩ ও ১৬ জুলাই হবে ডাম্বুলা ও কলম্বোর প্রেমাদাসায়। তিনটি ম্যাচই বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে। টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন দাস।
আরও পড়ুন:
অম্ল-মধুর এক ম্যাচই কাটালেন দুনিথ ভেল্লালাগে। আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছে তাঁর দল শ্রীলঙ্কা। এই ম্যাচেই আফগান ব্যাটার মোহাম্মদ নবির কাছে তাঁকে হজম করতে হয় টানা ৫ ছক্কা। সবমিলিয়ে শেষ ওভারে ৩২ রান খরচ করেন তিনি। পরে সেই দুঃসহ অভিজ্ঞতা ভুলিয়ে দেয় শ্রীলঙ্কার ৬ উইকেটের জয়।
৮ ঘণ্টা আগেসুপার ফোরে যাওয়ার জন্য ১০১ রান হলেই চলত শ্রীলঙ্কার। তাতে ম্যাচ হারলেও তাদের ‘আসে-যায়’-এর কিছু ছিল না। কিন্তু টি-টোয়েন্টি এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। লক্ষ্য যখন শিরোপা ধরে রাখা, তখন আফগানদের কাছে হারলে চলে!
৮ ঘণ্টা আগেলঙ্কান বোলারদের তোপে বড় পুঁজি আফগানদের জন্য কঠিনই ছিল। কিন্তু ওস্তাদের মার যে হয় শেষ রাতে। ওস্তাদের ভূমিকাটা বেশ সাদরেই নিলেন মোহাম্মদ নবি। দুনিথ ভেল্লালাগের শেষ ওভারে ৫ ছক্কা মেরে শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দেন এই অভিজ্ঞ ব্যাটার। একটা পর্যায়ে দেড় শ পেরোনো মুশকিল মনে হচ্ছিল আফগানিস্তানের।
১০ ঘণ্টা আগে২৫ বছর পর উৎসে ফিরলেন জোসে মরিনিও। প্রধান কোচ হিসেবে যে ক্লাবে ডাগআউটে তাঁর ক্যারিয়ার শুরু, সেই বেনফিকায় ফিরলেন তিনি। গতকাল দুই বছরের জন্য মরিনিওর ফেরার কথা নিশ্চিত করেছে পর্তুগিজ ক্লাবটি।
১১ ঘণ্টা আগে