Ajker Patrika

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

শান্তদের টেস্ট প্রস্তুতি পরে, আগে ক্লাবের চাওয়া পূরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১১: ০৯
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে বাংলাদেশ নামছে ২০ এপ্রিল। ছবি: ক্রিকইনফো
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে বাংলাদেশ নামছে ২০ এপ্রিল। ছবি: ক্রিকইনফো

জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি শুরু হবে কবে — এ প্রশ্নে গত এক সপ্তাহে সুনির্দিষ্ট উত্তর সেভাবে মিলছিল না । প্রথম শোনা যাচ্ছিল , ১১ এপ্রিল থেকে জাতীয় দলের ক্রিকেটাররা ঢুকে পড়বেন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি ক্যাম্পে । কিন্তু ক্লাবগুলোর চাওয়া ছিল চলতি ঢাকা প্রিমিয়ার লিগের ( ডিপিএল ) শেষ রাউন্ড যেন খেলতে দেওয়া হয় জাতীয় দলের ক্রিকেটারদের । ক্লাবগুলোর চাওয়াই পূরণ হচ্ছে । জাতীয় দলের ক্রিকেটাররা লিগ পর্ব শেষ করে তবেই জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি শুরু করবেন । সে হিসাবে টানা সাদা বলের ক্রিকেট খেলে মাত্র ৭ দিনের প্রস্তুতি নিয়ে টেস্ট সিরিজ শুরু করবেন শান্তরা ।

দুদিন আগে আবাহনী- মোহামেডানের কোচ কিংবা কর্মকর্তারা আজকের পত্রিকাকে জানান , তাঁরা বিসিবির ক্রিকেট কমিটি অব মেট্রোপলিসকে ( সিসিডিএম ) চিঠি দিয়েছেন লিগ পর্বের শেষ রাউন্ড অর্থাৎ ১২ এপ্রিলের ম্যাচে জাতীয় দলের ক্রিকেটারদের পেতে । কাল ক্লাব সূত্রে জানা যায় , বিসিবি তাদের চাওয়া পূরণ করছে । ১২ এপ্রিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আবাহনী - মোহামেডানের মহারণ হবে তারকা ক্রিকেটারদের উপস্থিতিতেই ।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীসের দাবি, পূর্ব নির্ধারিত সূচি মেনেই ১৩ এপ্রিল থেকেই সিলেটে শুরু হচ্ছে জাতীয় দলের প্রস্তুতি। সিসিডিএম চেয়ারম্যান সালাহ্ উদ্দিন চৌধুরী কাল আজকের পত্রিকাকে এ বিষয়ে বলেছেন, ‘১২-১৩ এপ্রিলে যেহেতু লিগ পর্ব শেষ, আমাদের সিদ্ধান্ত হয়েছে, ১২ এপ্রিল ও ১৩ এপ্রিল খেলে রাতে খেলোয়াড়েরা চলে যাবে জাতীয় দলে যোগ দিতে। সূচি নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই। (ক্লাবগুলোর) ওদের চাওয়া পূরণ করা লাগেনি, ম্যানেজ হয়ে গেছে। ১২ এপ্রিলের ম্যাচ নিয়ে সমস্যা ছিল না। যাদের ১৩ এপ্রিলের খেলা, ওদের একটু বিবেচনা করতে হয়েছে।’

ক্লাবগুলো লিগ পর্বের শেষ রাউন্ডে জাতীয় দলের ক্রিকেটারদের পেতে চিঠি দেওয়ার যে বিষয়টি জানিয়েছে, সেটি নিয়ে সালাহ্ উদ্দিন চৌধুরীর দাবি, ‘চিঠি দিয়েছে, তবে প্রধান নির্বাচককে। আর ওটা (দেখা) লাগেনি, তার আগেই হয়ে গেছে।’ সালাহ্ উদ্দিনের এ দাবিতে কিছুটা বিস্মিত হয়েছেন ক্লাব কর্মকর্তারা। তাঁদের প্রশ্ন, চিঠি প্রধান নির্বাচককে কেন, নিয়ম অনুযায়ী সিসিডিএমকেই দেওয়া হয়েছে। সিসিডিএম সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে কথা বলেছে।

সূত্র জানায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ও ক্রিকেট পরিচালনা বিভাগ নাকি রাজি হচ্ছিল না জাতীয় দলের ক্রিকেটারদের টেস্ট সিরিজের প্রস্তুতির বদলে ডিপিএলের লিগ পর্বের শেষ রাউন্ড খেলতে দিতে । শেষ পর্যন্ত ক্লাবের আবদার উপেক্ষা করতে পারেনি ফারুক আহমেদের নেতৃত্বাধীন বর্তমান ক্রিকেট বোর্ড । অক্টোবরে বিসিবির নির্বাচনের আগে ক্লাবগুলোর সন্তুষ্টিই প্রাধান্য পেয়েছে তাদের কাছে।

জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্ট শুরু ২০ এপ্রিল । বাংলাদেশ দলের প্রস্তুতি এপ্রিলের ১০-১১ তারিখের মধ্যে শুরুর কথা ছিল, সেটি বোঝা যায় প্রধান কোচের আসার খবরে। আজ-কালের মধ্যেই ঢাকায় আসার কথা ফিল সিমন্সের। ২ বছরের লম্বা মেয়াদে যিনি সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন বিসিবির সঙ্গে। সিমন্স অবশ্য ইংল্যান্ড থেকে লম্বা ভ্রমণ শেষে ভালোই একটা বিশ্রাম পাচ্ছেন। বিশ্রামের ফাঁকে তিনি হয়তো শনিবার মিরপুরে আবাহনী-মোহামেডানের ম্যাচটা মাঠে বসেই দেখবেন।

ক্লাবগুলোর চাওয়া পূরণে আরও একটি গুরুত্বপূর্ণ কারণ থাকতে পারে বলে মনে করেন একাধিক কোচ। পয়েন্ট টেবিলের শীর্ষ সাত দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার বিষয়টা বিবেচনায় নিয়েছে বিসিবি। ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে আবাহনী। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে মোহামেডান। ৯ রাউন্ড শেষে গাজী গ্রুপ ক্রিকেটার্স আছে তিনে, তাদের পয়েন্ট ১২। চারে থাকা অগ্রণী ব্যাংকেরও পয়েন্ট ১২। লিজেন্ডস অব রূপগঞ্জ পাঁচে আছে ১১ পয়েন্ট নিয়ে। সমান পয়েন্ট নিয়ে ছয়ে গুলশান ক্রিকেট ক্লাব। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে প্রাইম ব্যাংক আছে সাতে। প্রতিটি দলেরই সুযোগ আছে সেরা ছয়ের লড়াইয়ে ওঠার। আবার শীর্ষ ছয় দলেরই এখনো সুযোগ আছে শিরোপার দৌড়ে টিকে থাকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

বিসিবিকে ‘ক্রিকেটের ভূত’ তাড়ানোর আহ্বান তাপস বৈশ্যের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
বিপিএলের দল চূড়ান্ত হওয়ার পর বিসিবিকে নিয়ে বিস্ফোরক পোস্ট তাপস বৈশ্যের। ছবি: ফেসবুক
বিপিএলের দল চূড়ান্ত হওয়ার পর বিসিবিকে নিয়ে বিস্ফোরক পোস্ট তাপস বৈশ্যের। ছবি: ফেসবুক

২০২৬ বিপিএল সামনে রেখে গত রাতে পাঁচ দল চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের দল চূড়ান্ত হওয়ার পর সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার তাপস বৈশ্য।

বিসিবি বিপিএলের পাঁচ দল চূড়ান্ত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সামাজিক মাধ্যমে বিস্ফোরক মন্তব্য করেছেন নিউইয়র্ক প্রবাসী তাপস। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ৪২ বছর বয়সী এই পেসার পোস্ট দিয়েছেন খোলা চিঠির আদলেই। যুক্তরাষ্ট্র প্রবাসী এই তারকা ক্রিকেটার লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিপিএলের নতুন আসরেও আপনারা ম্যাচ ফিক্সিং ঠেকাতে পারবেন না। শুনলাম আপনারা বাজে এক দলকে নির্বাচিত করেছেন। যে দলের দায়িত্বে থাকা কর্মকর্তাই খারাপ। যদি এটা সত্যিই হয়, তাহলে আপনারা ম্যাচ ফিক্সিং জীবনেও এড়াতে পারবেন না। আমার ঘরোয়া ক্রিকেট চিরনিদ্রায় শায়িত হবে। দয়া করে আমাদের ক্রিকেটকে এসব ভূতের হাত থেকে বাঁচান।’

বিপিএল গভর্নিং কাউন্সিল গত রাতে টগি স্পোর্টস লিমিটেডের রংপুর রাইডার্স, চ্যাম্পিয়নস স্পোর্টস ঢাকা, নাবিল গ্রুপের রাজশাহী, ট্রায়াঙ্গেল সার্ভিসেসের চট্টগ্রাম ও ক্রিকেট উইথ সামিকে দেওয়া হয়েছে সিলেট দল। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দল পেয়েছে ৫ বছরের চুক্তিতে। এবার কোন দলের কী নাম হবে, এখনো চূড়ান্ত হয়নি। তাপস কোন ফ্র্যাঞ্চাইজিকে ইঙ্গিত করে পোস্ট দিয়েছেন, সেটা তিনি পরিষ্কার করেননি।

২০২৬ বিপিএলে অংশ নিতে আগ্রহ দেখিয়েছিল ১১টি প্রতিষ্ঠান। প্রাথমিক যাচাই-বাছাইয়ে টেকে আটটি প্রতিষ্ঠান। এবার বিপিএলে থাকছে না বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের নামে কোনো দল। তামিম ইকবালের নেতৃত্বে এই বরিশাল সবশেষ দুই বিপিএলেই শিরোপা জিতেছিল। এমনকি নোয়াখালীর প্রথমবার বিপিএলে অংশ নেওয়ার কথা থাকলেও সেটা হচ্ছে না। আর্থিক শক্তি, ম্যানেজমেন্ট ও মোটিভেশন এবং অভিজ্ঞতা—এই তিনটি বিষয় যাচাইবাছাই করে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি দেওয়া হয়েছে বলে গতকাল সংবাদমাধ্যমে জানিয়েছেন বিসিবির সহসভাপতি শাখাওয়াত হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

আশরাফুল ব্যাটিং কোচ হওয়ার পরই সালাহ উদ্দীনের পদত্যাগ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ১২: ৫৯
পদত্যাগ করলেন মোহাম্মদ সালাহ উদ্দীন। ছবি: ফাইল ছবি
পদত্যাগ করলেন মোহাম্মদ সালাহ উদ্দীন। ছবি: ফাইল ছবি

বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট সিরিজ শুরু হতে এক সপ্তাহও বাকি নেই। দুই দল এরই মধ্যে স্কোয়াড ঘোষণা করেছে। এমন সময়ে আচমকা পদত্যাগ করলেন মোহাম্মদ সালাহ উদ্দীন।

২০২৪-এর নভেম্বর থেকে সালাহ উদ্দীন বাংলাদেশের সিনিয়র সহকারী কোচের দায়িত্বে ছিলেন। এক বছরের মাথায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে তাঁর সম্পর্ক শেষ হলো। সালাহ উদ্দীনের পদত্যাগের খবর আজকের পত্রিকাকে নিশ্চিত করেছে বিসিবি সূত্র।

সিনিয়র সহকারী কোচ হলেও বাংলাদেশ দলের ব্যাটিং দেখভাল করতেন সালাহ উদ্দীন। তবে গত কয়েক মাসে বাংলাদেশের লাগাতার ব্যাটিং ব্যর্থতায় তাঁকে নিয়ে হচ্ছিল সমালোচনা। পরশু বিসিবির পরিচালকদের সভা শেষে মোহাম্মদ আশরাফুলকে বিশেষজ্ঞ ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি নিয়োগ পেয়েছেন আয়ারল্যান্ড সিরিজের জন্যই। এই সিরিজে বাংলাদেশের টিম ডিরেক্টর হিসেবে কাজ করবেন আবদুর রাজ্জাক।

আশরাফুল ব্যাটিং কোচ হওয়ায় সালাহ উদ্দীনের কী হবে, সেই ব্যাখ্যায় রাজ্জাক পরশু সাংবাদিকদের বলেছিলেন, ‘সালাহ উদ্দীন ভাই সিনিয়র সহকারী কোচ। কারও ব্যর্থতার জন্য নয়। ওখানে কাউকে সরানো হয়নি। কোচিং স্টাফে নতুন একজন হিসেবে আশরাফুলকে অন্তর্ভুক্ত করা হয়েছে।’ শেষ পর্যন্ত সালাহ উদ্দীন সরেই গেলেন।

সিলেটে ১১ নভেম্বর শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড দুই ম্যাচের টেস্ট সিরিজ। দ্বিতীয় টেস্ট মিরপুরে শুরু হবে ১৯ নভেম্বর। ২৭ ও ২৯ নভেম্বর প্রথম দুই টি-টোয়েন্টি হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। ২ ডিসেম্বর মিরপুরে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ব্রাজিল দলে তাহলে ব্রাত্য হয়ে পড়লেন নেইমার

ক্রীড়া ডেস্ক    
ব্রাজিলের জার্সিতে বছরের শেষ দুই ম্যাচও খেলতে পারবেন না নেইমার। ছবি: এএফপি
ব্রাজিলের জার্সিতে বছরের শেষ দুই ম্যাচও খেলতে পারবেন না নেইমার। ছবি: এএফপি

ব্রাজিলিয়ান লিগে ফোর্তালেজার বিপক্ষে গত শনিবার ম্যাচ খেললেন নেইমার। তারপরও ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তির চোখে এখনো ফিট নন নেইমার। আর তাই তাঁকে ছাড়াই এ মাসেই হতে যাওয়া সেনেগাল ও তিউনিসিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের ব্রাজিল দলে জায়গা হলো না নেইমারের। ১৫ নভেম্বর লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেনেগাল ও ১৮ নভেম্বর ফ্রান্সের লিলে তিউনিসিয়ার বিপক্ষে খেলবে কার্লো আনচেলত্তির দল।

কেন নেইমারকে নেওয়া হলো না দলে? দল ঘোষণার সময় ব্রাজিল জাতীয় দলের ইতালিয়ান কোচ আনচেলত্তি বললেন, ‘আমি নেইমারের সঙ্গে আবার কথা বলেছি। দেখা যাক, চোট থেকে কবে ফিরতে পারে। পুরো বিশ্বকাপ খেলতে হলে খেলোয়াড়ের উচ্চমাত্রার শারীরিক প্রস্তুতি থাকা জরুরি। কেউ যদি পুরোপুরি ফিট না থাকে, আমি তাকে দলে নেব না।’

নেইমারের জন্য কোচের বার্তাটা পরিষ্কার। দু-এক ম্যাচ খেলে চোটে পড়া, চোট কাটিয়ে মাঠে ফিরে আবার চোটে মাঠের বাইরে চলে যাওয়া—এমন কাউকে তিনি বিশ্বকাপের দলে রাখবেন না। ব্রাজিল সবশেষ বিশ্বকাপ জিতেছে ২০০২ সালে। দীর্ঘ ২৩ বছরের শিরোপা বন্ধ্যত্ব ঘোচাতে এবার রিয়ালের সাবেক কোচ আনচেলত্তিকে নিয়োগ দিয়েছে তারা। বিদেশি কোনো কোচ নিয়ে কেউ কখনো বিশ্বকাপ জেতেনি—এই সত্যটা জানার পরও ইতালিয়ান আনচেলত্তিকে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এই বিশ্বাসে নিয়োগ দিয়েছে—ব্রাজিলকে তিনি বিশ্বকাপ জিতিয়ে দেবেন। ব্রাজিল বিশ্বকাপ জিতবে কি না, তা সময়ই বলবে। তবে সিবিএফের চাওয়াটাকে তিনিও এখন বুকে ধারণ করেন। তাই বিশ্বকাপের সেরা দল বাছাইয়ে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নন আনচেলত্তি, ‘আমাদের দলে এমন খেলোয়াড় দরকার, যারা শারীরিকভাবে সর্বোচ্চ ফিট।’

নেইমারের জায়গা না হলেও দুটি প্রীতি ম্যাচের ব্রাজিল দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন লুচানো জোবা। তিন বছর পর ফিরেছেন ডিফেন্সিভ মিডফিল্ডার ফাবিনিও। ডাকা হয়েছে তরুণ ফরোয়ার্ড ভিতো রোকেকেও। তাঁদের নিয়ে আনচেলত্তি বললেন, ‘দলে ফাবিনিওর মতো খেলোয়াড় আছে। লুচানো জোবা, যাকে আমি মাঠে দেখতে চাই, ভালো একটি মৌসুম কাটানো ভিতো রোকে আছে। দলে আছে ব্রাজিলের ঘরোয়া ফুটবলে খেলা সাতজন খেলোয়াড়ও।’

নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়া কিংবা পুরোনোদের ফিরিয়ে আনার পেছনে আনচেলত্তির যুক্তি, ‘আমি এই ম্যাচগুলোয় নতুন কিছু খেলোয়াড়কে পর্যবেক্ষণ করতে চাই। ফাবিনিও, লুচানো জোবা, ভিতো রোকে। ওরা সবাই দারুণ মৌসুম কাটাচ্ছে। এবার আমাদের দলে ব্রাসিলেইরাও থেকে সাতজন খেলোয়াড় আছে, যা লিগটির মানের প্রমাণ। এই দুই ম্যাচে আমরা জাতীয় দলের জন্য আরও স্থিতিশীল একটি ভিত্তি গড়ে তুলতে চাই।’

তবে মার্চের মধ্যেই বিশ্বকাপের দল চূড়ান্ত করে ফেলবেন বলে জানিয়েছেন আনচেলত্তি, ‘খেলোয়াড়দের সঙ্গে আমি যত বেশি সময় কাটাব, চূড়ান্ত দল তৈরির তত কাছাকাছি পৌঁছাব। জুনের দল গঠনের কাছাকাছি আছি আমরা। এরই মধ‍্যে ১৭ বা ১৮ জন খেলোয়াড় চূড়ান্ত হয়েছে। চোটের ওপরও এটা নির্ভর করবে। তবে দল প্রায় চূড়ান্তই। মার্চের দল হবে চূড়ান্ত দলের খুব কাছাকাছি।’

তাই বিশ্বকাপ খেলতে চাইলে মার্চের মধ্যেই নিজের ফিটনেসের চূড়ান্ত পরীক্ষা দিতে হবে নেইমারকে। আনচেলত্তির চাওয়া, বিশ্বকাপ দলের ২৬ খেলোয়াড়কে নিয়েই তিনি টুর্নামেন্টের প্রস্তুতি শুরু করবেন, ‘যেদিন আমরা বিশ্বকাপের প্রস্তুতি শুরু করব, সেদিন আমাদের ২৬ জন খেলোয়াড় থাকবে। এর বাইরে কাউকে আমি ডাকব না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

রিয়াল ফুটবলারের লিভারপুলে হেনস্তার ব্যাপারে কী বললেন কোচ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ১১: ৪১
অ্যানফিল্ডে গত রাতে ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড ফিরলেন প্রতিপক্ষ হয়ে। রিয়াল মাদ্রিদে সদ্য যোগ দেওয়া এই ফুটবলার শুনেছেন দুয়োধ্বনি। ছবি: এএফপি
অ্যানফিল্ডে গত রাতে ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড ফিরলেন প্রতিপক্ষ হয়ে। রিয়াল মাদ্রিদে সদ্য যোগ দেওয়া এই ফুটবলার শুনেছেন দুয়োধ্বনি। ছবি: এএফপি

অ্যানফিল্ড ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের কাছে একেবারে অপরিচিত নয়। ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত ৯ বছরের ক্যারিয়ারে লিভারপুলের জার্সিতে এই ভেন্যুতে কত ম্যাচ খেলেছেন, সেটার হিসাব হয়তো তাঁর নিজেরও জানা নেই। কিন্তু পরিচিত এই ভেন্যুতে গত রাতে ফিরলেন ‘অচেনা’ হয়ে।

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে গত রাতে অ্যানফিল্ডে মুখোমুখি হয়েছে লিভারপুল-রিয়াল মাদ্রিদ। ৯ বছর লিভারপুলের জার্সিতে খেলা এই ফুটবলার এবার তাদেরই শত্রু বনে গেলেন। লিভারপুলের সঙ্গে চুক্তি শেষে তিনি যোগ দিয়েছেন রিয়ালে। ম্যাচ শুরুর আগে আলেক্সান্ডার আর্নল্ডের ম্যুরাল বিকৃত করা হয়। ৮১ মিনিটে তিনি যখন মাঠে নামেন, দর্শকদের দুয়োধ্বনি শুনেছেন। রিয়াল কোচ জাবি আলোনসোর মতে আর্নল্ডের জন্য পরিবেশটা যে এমন প্রতিকূল হবে, সেটা তো জানা কথাই। ম্যাচ শেষে আলোনসো বলেন, ‘এমন প্রতিক্রিয়া প্রত্যাশিতই ছিল। সে পেশাদার ও পরিপক্ব ফুটবলার। এমন কিছুর জন্য সে প্রস্তুত ছিল।’

রিয়ালের বিপক্ষে লিভারপুলের ১-০ গোলে জয়ের ফল ছাপিয়ে গিয়েছিল দুই দলের খেলার ধরন। শরীর নির্ভর ফুটবল খেলাতেই যেন গত রাতে ব্যস্ত ছিলেন রিয়াল-লিভারপুলের ফুটবলাররা। চ্যাম্পিয়নস লিগের এই ম্যাচে ১৪ ও ১৩ ফাউল করে লিভারপুল ও রিয়াল। আলোনসোর কাছে রিয়াল-লিভারপুল ম্যাচটা রোমাঞ্চকর মনে হয়েছে। ম্যাচ শেষে রিয়াল কোচ বলেন, ‘খুব দারুণ এক খেলা হয়েছে। অ্যানফিল্ডে চ্যাম্পিয়নস লিগের সময় পরিবেশ সব সময় এমনই থাকে।’

৮১ মিনিটে আলেক্সান্ডার আর্নল্ডকে নামানো হয়েছে আর্দা গুলারের পরিবর্তে। বদলি হিসেবে নেমেও আর্নল্ড তেমন প্রভাব বিস্তার করতে পারেননি। পাশাপাশি দর্শকদের দুয়োধ্বনি তো ছিলই। তবু শিষ্য আর্নল্ডকে আগলে রাখছেন আলোনসো, ‘ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের থেকে এমন খেলা অবশ্যই দরকার ছিল। উইং থেকে সে হুমকি হিসেবে কাজ করছিল।’ ম্যাচের একমাত্র গোলটি করেন লিভারপুল মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। ৬১ মিনিটে ফ্রি-কিক থেকে ডমিনিক সোবোসলাইয়ের পাস রিসিভ করে হেডে লক্ষ্য ভেদ করেন ম্যাক অ্যালিস্টার। লিভারপুলের একমাত্র ফুটবলার হিসেবে তিনিই দেখেছেন হলুদ কার্ড। ৭৮ মিনিটে তাঁর পরিবর্তে কুর্তিস জোনসকে মাঠে নামায় লিভারপুল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত