নিজস্ব প্রতিবেদক
ঢাকা: ‘১৯ দিন পর অনুশীলনে নেমেছি’—কাল ফেসবুকে লিখেছেন মোস্তাফিজুর রহমান। এই ১৯টা দিন তাঁকে থাকতে হয়েছে হোটেলবন্দী হয়ে।
কোয়ারেন্টিন–বাধা পেরিয়ে পরশু মাঠে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। অবশ্যই স্বস্তির খবর। এর বিপরীতে চিন্তার বিষয়ও আছে। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে হাতে সময় আছে মোটে দুই দিন। মোস্তাফিজের চিন্তা এখন প্রস্তুতি নিয়ে। মূল লড়াইয়ে নামার আগে এত অল্প প্রস্তুতিতে কীভাবে ভালো করবেন? বিষয়টা তাই ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছেন মোস্তাফিজ।
দেশের কোয়ারেন্টিন ও আইপিএল স্থগিতের পর জৈব সুরক্ষাবলয়—সব মিলিয়ে প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে ছিলেন মোস্তাফিজ। হোটেলবন্দী থাকার সময় শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি নিয়ে বারবার নিজের উদ্বেগের কথা প্রকাশ করেছেন। বলেছেন, ‘আমি তো যন্ত্র নেই যে মাঠে নেমেই ভালো করব!’ প্রস্তুতি নিয়ে মোস্তাফিজের চিন্তা থাকাটাই স্বাভাবিক। কাল অনুশীলন শেষে নিজের উদ্বেগের কথা আবারও জানিয়েছেন ফিজ, ‘আইপিএল আর আমাদের দেশে রুম কোয়ারেন্টিন দিয়ে প্রায় ২৫ দিনে একটা অনুশীলন সেশন আর একটা ম্যাচ খেলছি। এখন জানি না কী অবস্থায় আছি। আমি আর সাকিব ভাই দুজনেই এভাবেই ছিলাম। তিন দিনের মধ্যে কাল (পরশু) তো অনুশীলন করতে পারিনি। আজ (কাল) করলাম। আরও দুই দিন সময় পাব। আল্লাহর ওপরে ছেড়ে দিচ্ছি। দেখি চেষ্টা করে কী হয়।’
কাল সুযোগ থাকলেও মোস্তাফিজকে অনুশীলনে কম সময় কাটাতে দেখা গেছে কাল। হালকা গা গরম করে ফিল্ডিং অনুশীলন করেছেন। বল হাতেও খুব বেশি সময় কাটাননি। মাঝ উইকেটে হালকা হাত ঘুরিয়েছেন।
যতটুকুই অনুশীলন করেছেন, বোঝা গেল, দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় কিছু জড়তা তৈরি হয়েছে মোস্তাফিজের। নিজের প্রস্তুতি নিয়ে মোস্তাফিজ বলেছেন, ‘এদিকে ১৪, ওদিকে ৫—টানা ১৯ দিন কিছু করিনি। রুমের ভেতর ছিলাম। টুকটাক যা করা যায়, এসব করে যদি প্রথম দিনেই কিছু ভাবি, তাহলে তো (সমস্যা) হওয়ার কথা না। আমি চেষ্টা করছি। আজ প্রথম সুযোগ পেলাম। এমনি হাতে ব্যথা লাগতে পারে, বুঝতে পারছি না!’
করোনার সব সিরিজ হচ্ছে জৈব সুরক্ষাবলয়ে আবদ্ধ থেকে। এই জৈব সুরক্ষাবলয়ে থেকে খেলাটা যে সহজ নয়, কাল অনুশীলন শেষে আবার মনে করিয়ে দিলেন মোস্তাফিজ, ‘গত দুই বছর শুধু আমার না, সবারই খুব কষ্ট হয়েছে জৈব সুরক্ষাবলয়ে থেকে খেলতে।’
যতই কষ্ট হোক, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নিয়ে আশাবাদী মোস্তাফিজ। সিনিয়র ক্রিকেটারদের বাদ দিয়ে তারুণ্যনির্ভর দল নিয়ে খেলতে এসেছে লঙ্কানরা। মোস্তাফিজ লঙ্কানদের এই তরুণ দলকে ছোট করে দেখছেন না। তাঁর কাছে সিরিজের দুই দলই সমান, ‘এখন যারা আন্তর্জাতিক ক্রিকেট খেলতে আসে, তারা কেউ ছোট না। আমার মনে হয়, সিরিজে দুই দল সমান। কোনো দলকে আমি ছোট করে দেখি না। ঘরের মাঠে আমরা বেশি ম্যাচ জিতছি। এটি ভাবলে হয়তো আমরা এগিয়ে থাকব।’
মোস্তাফিজের মতো সাকিবও দীর্ঘ দিন মাঠের বাইরে ছিলেন। আইপিএলে মোস্তাফিজ যদিও সাকিবের চেয়ে বেশি ম্যাচ খেলেছেন। সাকিব তিন ম্যাচ খেলে আর একাদশে সুযোগ পাননি। প্রস্তুতি সারতে কাল অনুশীলনে বাঁহাতি অলরাউন্ডারকে একটু বেশিই সিরিয়াস দেখাল। মোস্তাফিজের মতো তিনি বোধ হয় ভাগ্যের ওপর সব ছেড়ে দিতে চাচ্ছেন না!
ঢাকা: ‘১৯ দিন পর অনুশীলনে নেমেছি’—কাল ফেসবুকে লিখেছেন মোস্তাফিজুর রহমান। এই ১৯টা দিন তাঁকে থাকতে হয়েছে হোটেলবন্দী হয়ে।
কোয়ারেন্টিন–বাধা পেরিয়ে পরশু মাঠে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। অবশ্যই স্বস্তির খবর। এর বিপরীতে চিন্তার বিষয়ও আছে। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে হাতে সময় আছে মোটে দুই দিন। মোস্তাফিজের চিন্তা এখন প্রস্তুতি নিয়ে। মূল লড়াইয়ে নামার আগে এত অল্প প্রস্তুতিতে কীভাবে ভালো করবেন? বিষয়টা তাই ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছেন মোস্তাফিজ।
দেশের কোয়ারেন্টিন ও আইপিএল স্থগিতের পর জৈব সুরক্ষাবলয়—সব মিলিয়ে প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে ছিলেন মোস্তাফিজ। হোটেলবন্দী থাকার সময় শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি নিয়ে বারবার নিজের উদ্বেগের কথা প্রকাশ করেছেন। বলেছেন, ‘আমি তো যন্ত্র নেই যে মাঠে নেমেই ভালো করব!’ প্রস্তুতি নিয়ে মোস্তাফিজের চিন্তা থাকাটাই স্বাভাবিক। কাল অনুশীলন শেষে নিজের উদ্বেগের কথা আবারও জানিয়েছেন ফিজ, ‘আইপিএল আর আমাদের দেশে রুম কোয়ারেন্টিন দিয়ে প্রায় ২৫ দিনে একটা অনুশীলন সেশন আর একটা ম্যাচ খেলছি। এখন জানি না কী অবস্থায় আছি। আমি আর সাকিব ভাই দুজনেই এভাবেই ছিলাম। তিন দিনের মধ্যে কাল (পরশু) তো অনুশীলন করতে পারিনি। আজ (কাল) করলাম। আরও দুই দিন সময় পাব। আল্লাহর ওপরে ছেড়ে দিচ্ছি। দেখি চেষ্টা করে কী হয়।’
কাল সুযোগ থাকলেও মোস্তাফিজকে অনুশীলনে কম সময় কাটাতে দেখা গেছে কাল। হালকা গা গরম করে ফিল্ডিং অনুশীলন করেছেন। বল হাতেও খুব বেশি সময় কাটাননি। মাঝ উইকেটে হালকা হাত ঘুরিয়েছেন।
যতটুকুই অনুশীলন করেছেন, বোঝা গেল, দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় কিছু জড়তা তৈরি হয়েছে মোস্তাফিজের। নিজের প্রস্তুতি নিয়ে মোস্তাফিজ বলেছেন, ‘এদিকে ১৪, ওদিকে ৫—টানা ১৯ দিন কিছু করিনি। রুমের ভেতর ছিলাম। টুকটাক যা করা যায়, এসব করে যদি প্রথম দিনেই কিছু ভাবি, তাহলে তো (সমস্যা) হওয়ার কথা না। আমি চেষ্টা করছি। আজ প্রথম সুযোগ পেলাম। এমনি হাতে ব্যথা লাগতে পারে, বুঝতে পারছি না!’
করোনার সব সিরিজ হচ্ছে জৈব সুরক্ষাবলয়ে আবদ্ধ থেকে। এই জৈব সুরক্ষাবলয়ে থেকে খেলাটা যে সহজ নয়, কাল অনুশীলন শেষে আবার মনে করিয়ে দিলেন মোস্তাফিজ, ‘গত দুই বছর শুধু আমার না, সবারই খুব কষ্ট হয়েছে জৈব সুরক্ষাবলয়ে থেকে খেলতে।’
যতই কষ্ট হোক, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নিয়ে আশাবাদী মোস্তাফিজ। সিনিয়র ক্রিকেটারদের বাদ দিয়ে তারুণ্যনির্ভর দল নিয়ে খেলতে এসেছে লঙ্কানরা। মোস্তাফিজ লঙ্কানদের এই তরুণ দলকে ছোট করে দেখছেন না। তাঁর কাছে সিরিজের দুই দলই সমান, ‘এখন যারা আন্তর্জাতিক ক্রিকেট খেলতে আসে, তারা কেউ ছোট না। আমার মনে হয়, সিরিজে দুই দল সমান। কোনো দলকে আমি ছোট করে দেখি না। ঘরের মাঠে আমরা বেশি ম্যাচ জিতছি। এটি ভাবলে হয়তো আমরা এগিয়ে থাকব।’
মোস্তাফিজের মতো সাকিবও দীর্ঘ দিন মাঠের বাইরে ছিলেন। আইপিএলে মোস্তাফিজ যদিও সাকিবের চেয়ে বেশি ম্যাচ খেলেছেন। সাকিব তিন ম্যাচ খেলে আর একাদশে সুযোগ পাননি। প্রস্তুতি সারতে কাল অনুশীলনে বাঁহাতি অলরাউন্ডারকে একটু বেশিই সিরিয়াস দেখাল। মোস্তাফিজের মতো তিনি বোধ হয় ভাগ্যের ওপর সব ছেড়ে দিতে চাচ্ছেন না!
আর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
২৮ মিনিট আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৩৩ মিনিট আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
৪২ মিনিট আগে১৯৮৪ সালের ২০ জানুয়ারি। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দিনের ম্যাচে সকালের সেশনে ইয়ান স্মিথকে আউট করে ৫ উইকেট তুলে নেন ইয়ান বোথাম। ইংল্যান্ড ১১৫ রানে ৫ উইকেট হারালে ৬ নম্বরে ব্যাট করতে নামেন বোথাম। ডেরেক র্যান্ডালের সঙ্গে জুটি গড়ে টেস্টের দ্বিতীয় দিনেই ১০৩ রানে অপরাজিত থাকেন।
১ ঘণ্টা আগে