Ajker Patrika

হার দিয়েই বিপিএল শেষ নাসিরদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হার দিয়েই বিপিএল শেষ নাসিরদের

ঢাকা ডমিনেটরস এই বিপিএল জয়ে পেয়েছে শুধু তিন ম্যাচে। এর মধ্যে দুটিই ছিল লো স্কোরিং ম্যাচ। ঢাকার শক্তির জায়গাই ছিল বোলিং আক্রমণ। কিন্তু বিপিএলে নিজেদের শেষ ম্যাচে চট্টগ্রামের চ্যালেঞ্জার্সের দেওয়া ১১৯ রানের লক্ষ্য তাড়া করতে পারেনি ঢাকা। নাসির হোসেনরা হেরে গেছেন ১৫ রানে। 

বিপিএলের শেষ চারের স্বপ্ন আগেই ভেঙে গেছে ঢাকা-চট্টগ্রামের। আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুদলই নেমেছিল নিয়মরক্ষার ম্যাচে। আগে ব্যাটিংয়ে নেমে আরাফাত সানির ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে চট্টগ্রামের ব্যাটাররা। ৮ উইকেটে মাত্র ১১৮ রান করতে পারে ঢাকা। 

 ১ থেকে ৪ নম্বর পর্যন্ত কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরেও যেতে পারেননি। উসমান খানের ৩০ ও নয় নম্বরে ব্যাটিংয়ে নেমে ২০ বলে ৩৪ রান করেছেন জিয়াউর রহমান। এতে কোনোরকম ১০০ পার হয় চট্টগ্রাম। সানি ৪ ওভারে ২০ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। 

 ১১৯ রানের লক্ষ্য তাড়ায় ঢাকার অবস্থাও হয় চট্টগ্রামের মতো। কার্টিস ক্যাম্ফার, মৃত্যুঞ্জয় চৌধুরী ও জিয়ার বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি ব্যাটাররা। ১৯.২ ওভারেই ১০১ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস। নাসির সর্বোচ্চ ৩৩ বলে ২৪ রান করেছেন। এ ছাড়া সৌম্য সরকার ২১ ও নিহাদুজ্জামানের ব্যাট থেকে আসে ১৮ রান। চট্টগ্রামের হয়ে ক্যাম্ফার ৩ টি, মৃত্যুঞ্জয় ও জিয়াউর রহমান ২টি করে উইকেট নিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত