ব্যক্তিগতভাবে সময়টা ভালো যাচ্ছে না রোহিত শর্মার। চোট, করোনা ও ছন্দহীনতায় সংগ্রাম করছেন ভারত অধিনায়ক। তবে দুঃসময় কাটাতে অনুপ্রাণিত হওয়ার মতো এক মাইলফলকের সামনে এখন রোহিত। অধিনায়ক হিসেবে টানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ে কিংবদন্তি রিকি পন্টিংকে ছোঁয়ার সুযোগ এখন রোহিতের সামনে।
আজ ইংল্যান্ডকে তৃতীয় টি-টোয়েন্টিতে হারাতে পারলেই এই কীর্তি গড়বেন রোহিত। ২০০৩ সালে টানা ২০ ম্যাচ জিতেছিলেন পন্টিং। যে রেকর্ড এখনো অক্ষত আছে। সে সঙ্গে এ ম্যাচ জিতলে ইংল্যান্ডকে তাদের মাটিতেই হোয়াইটওয়াশের স্বাদ দিতে পারবে ভারত।
অধিনায়ক হিসেবে রোহিতের জয়ের ধারাটা শুরু হয়েছিল ২০১৯ সালে বাংলাদেশকে দিয়ে। তখন অবশ্য নিয়মিত অধিনায়ক ছিলেন না তিনি। এখন নেতৃত্বের পটপরিবর্তনে বিরাট কোহলির জায়গায় ভারতের নিয়মিত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন রোহিত।
সব মিলিয়ে বেশি জয়ের মাইলফলক স্পর্শ করার অপেক্ষা থাকলেও, টি-টোয়েন্টিতে অবশ্য সেই কীর্তি ইতিমধ্যে গড়েছেন তিনি। টি-টোয়েন্টিতে এখন সবচেয়ে বেশি টানা ১৪ ম্যাচ জেতা অধিনায়ক হচ্ছেন রোহিত। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে জিতেই সবার ওপরে ওঠে যান তিনি। এখন ছাড়িয়ে যাচ্ছেন নিজেকেও।
দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে হারানোর পর রোহিত বলেছেন, ‘আমরা সঠিক পথে এগিয়ে যাচ্ছি। সবগুলো কাজ একে একে সম্পন্ন করছি।’
ব্যক্তিগতভাবে সময়টা ভালো যাচ্ছে না রোহিত শর্মার। চোট, করোনা ও ছন্দহীনতায় সংগ্রাম করছেন ভারত অধিনায়ক। তবে দুঃসময় কাটাতে অনুপ্রাণিত হওয়ার মতো এক মাইলফলকের সামনে এখন রোহিত। অধিনায়ক হিসেবে টানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ে কিংবদন্তি রিকি পন্টিংকে ছোঁয়ার সুযোগ এখন রোহিতের সামনে।
আজ ইংল্যান্ডকে তৃতীয় টি-টোয়েন্টিতে হারাতে পারলেই এই কীর্তি গড়বেন রোহিত। ২০০৩ সালে টানা ২০ ম্যাচ জিতেছিলেন পন্টিং। যে রেকর্ড এখনো অক্ষত আছে। সে সঙ্গে এ ম্যাচ জিতলে ইংল্যান্ডকে তাদের মাটিতেই হোয়াইটওয়াশের স্বাদ দিতে পারবে ভারত।
অধিনায়ক হিসেবে রোহিতের জয়ের ধারাটা শুরু হয়েছিল ২০১৯ সালে বাংলাদেশকে দিয়ে। তখন অবশ্য নিয়মিত অধিনায়ক ছিলেন না তিনি। এখন নেতৃত্বের পটপরিবর্তনে বিরাট কোহলির জায়গায় ভারতের নিয়মিত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন রোহিত।
সব মিলিয়ে বেশি জয়ের মাইলফলক স্পর্শ করার অপেক্ষা থাকলেও, টি-টোয়েন্টিতে অবশ্য সেই কীর্তি ইতিমধ্যে গড়েছেন তিনি। টি-টোয়েন্টিতে এখন সবচেয়ে বেশি টানা ১৪ ম্যাচ জেতা অধিনায়ক হচ্ছেন রোহিত। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে জিতেই সবার ওপরে ওঠে যান তিনি। এখন ছাড়িয়ে যাচ্ছেন নিজেকেও।
দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে হারানোর পর রোহিত বলেছেন, ‘আমরা সঠিক পথে এগিয়ে যাচ্ছি। সবগুলো কাজ একে একে সম্পন্ন করছি।’
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
২ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
৭ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৮ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
৮ ঘণ্টা আগে