Ajker Patrika

সূর্য সুস্থতার পথে, ফিরতে কি পারবেন বাংলাদেশ সিরিজে

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৩: ০০
সূর্য সুস্থতার পথে, ফিরতে কি পারবেন বাংলাদেশ সিরিজে

এ মাসে ভারতে দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টের জন্য ইতিমধ্যে ১৬ সদস্যের শক্তিশালী দলও ঘোষণা করেছে ভারত। টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। তবে টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দিতে পারবেন কি সূর্যকুমার যাদব? 

সূর্য চোটে ভুগছেন। তবে আজ ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সুস্থতার পথে ভারত দলের টি-টোয়েন্টি অধিনায়ক। আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাঁকে পাওয়া নিয়ে কোনো শঙ্কা নেই। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমির মেডিকেল স্টাফ ও সূর্য নিজেই বেশ স্বাচ্ছন্দ্যে আছেন এবং উন্নতির পথে। 

এ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক সূত্র হিন্দুস্তান টাইমসকে বলেছেন, ‘সূর্য বেশ ভালোভাবে সুস্থ হয়ে উঠছে। সে প্রায় ১০০ ভাগ ফিট এবং সে সেটা জানে।’ তিনি এ কথা জানান বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে দুলীপ ট্রফিতে ভারত ‘এ’ ও ভারত ‘বি’ দলের ম্যাচ চলাকালীন। ম্যাচটিতে সূর্য ছিলেন সাইডলাইনে। 

অনন্তপুরে দুলীপ ট্রফির প্রথম রাউন্ডে ভারত ‘সি’ দলের হয়ে ভারত ‘ডি’ দলে হয়ে মাঠে ফেরার সম্ভাবনা আছে সূর্যের। কোইমবাটোরে বুচি বাবু টুর্নামেন্টে টিএনসিএ একাদশের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় হাতে চোট পান তিনি। এরপর সুস্থ হয়ে উঠতে কয়েক সপ্তাহ ধরে জাতীয় ক্রিকেট একাডেমিতে আছেন ৩৩ বছর বয়সী ব্যাটার। 

ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে। কানপুরে ২৭ অক্টোবর থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। ৬, ৯ ও ১২ অক্টোবর হবে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত