আন্তর্জাতিক ক্রিকেট থেকে গত বছর বিদায় নেওয়া মহেন্দ্র সিং ধোনির ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্কটা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কাজে লাগাচ্ছে অন্যভাবে। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ধোনি ভারতীয় দলে থাকছেন পরার্শক বা মেন্টর হিসেবে।
বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ‘দুর্দান্ত’ বলছেন ক্রিকেট বিশ্লেষকেরাও। দুই দিন আগে মাইকেল ভন বললেন, ‘ভারতীয় দল যত সিদ্ধান্ত নিয়েছে, এটি হচ্ছে সবচেয়ে সেরা। ডাগআউটে তার (ধোনি) মতো মস্তিষ্কের উপস্থিতি আপনার খুব দরকার।’ ভারতের পথ ধরে হেঁটেছে শ্রীলঙ্কাও।
গতকাল শ্রীলঙ্কা দলের পরামর্শক হিসেবে ঘোষণা করেছে মাহেলা জয়াবর্ধনের নাম। বিশ্বকাপের মূল পর্ব বা ‘সুপার টুয়েলভ’ খেলার আগে বাংলাদেশের মতো শ্রীলঙ্কাকেও খেলতে হবে বাছাইপর্ব। বাছাইয়ে লঙ্কানদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়া। প্রতিটি ম্যাচ পড়েছে আরব আমিরাতেই।
আপাতত এই প্রথম রাউন্ডের তিনটি ম্যাচেই শ্রীলঙ্কার পরামর্শক হচ্ছেন জয়াবর্ধনে। এই মুহূর্তে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের কোচ হিসেবেকাজ করছেন তিনি। টুর্নামেন্ট শেষে যোগ দেবেন শ্রীলঙ্কা দলের সঙ্গে। আইপিএলে জৈব সুরক্ষাবলয়ের ভেতরে থাকায় সেখান থেকে শ্রীলঙ্কা দলের জৈব সুরক্ষাবলয়ে ঢুকতে তাঁকে কোনো বাড়তি কোয়ারেন্টিন করতে হবে না।
শুধু এই টি-টোয়েন্টি বিশ্বকাপেই নয়, আগামী বছর ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় আইসিসির অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সামনে রেখে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলেরও পরামর্শক হিসেবে কাজ করবেন জয়াবর্ধনে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) জানিয়েছে, শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের পরামর্শক হিসেবে তাঁর চুক্তিটা অবৈতনিক।
ধোনি-জয়াবর্ধনে ক্রিকেটের দুই জীবন্ত কিংবদন্তি। দুজনেরই অভিজ্ঞতা আছে আইসিসি টুর্নামেন্ট জেতার। একাধিক ফাইনাল খেলার। তাঁদের আছে বর্ণিল, সফল এক ক্যারিয়ার। ভারত তাই কাজে লাগাচ্ছে ধোনির মতো ক্রিকেটমস্তিষ্ককে। আর জয়াবর্ধনকে কাজে লাগাচ্ছে শ্রীলঙ্কা। বাংলাদেশ দলে অবশ্য এমন কোনো মেন্টর বা পরামর্শক দেখার সম্ভাবনা আপাতত নেই। দলে একজন মেন্টর বা পরামর্শক রাখার পরিকল্পনা এখনো পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেই বলেই জানা গেছে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে গত বছর বিদায় নেওয়া মহেন্দ্র সিং ধোনির ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্কটা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কাজে লাগাচ্ছে অন্যভাবে। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ধোনি ভারতীয় দলে থাকছেন পরার্শক বা মেন্টর হিসেবে।
বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ‘দুর্দান্ত’ বলছেন ক্রিকেট বিশ্লেষকেরাও। দুই দিন আগে মাইকেল ভন বললেন, ‘ভারতীয় দল যত সিদ্ধান্ত নিয়েছে, এটি হচ্ছে সবচেয়ে সেরা। ডাগআউটে তার (ধোনি) মতো মস্তিষ্কের উপস্থিতি আপনার খুব দরকার।’ ভারতের পথ ধরে হেঁটেছে শ্রীলঙ্কাও।
গতকাল শ্রীলঙ্কা দলের পরামর্শক হিসেবে ঘোষণা করেছে মাহেলা জয়াবর্ধনের নাম। বিশ্বকাপের মূল পর্ব বা ‘সুপার টুয়েলভ’ খেলার আগে বাংলাদেশের মতো শ্রীলঙ্কাকেও খেলতে হবে বাছাইপর্ব। বাছাইয়ে লঙ্কানদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়া। প্রতিটি ম্যাচ পড়েছে আরব আমিরাতেই।
আপাতত এই প্রথম রাউন্ডের তিনটি ম্যাচেই শ্রীলঙ্কার পরামর্শক হচ্ছেন জয়াবর্ধনে। এই মুহূর্তে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের কোচ হিসেবেকাজ করছেন তিনি। টুর্নামেন্ট শেষে যোগ দেবেন শ্রীলঙ্কা দলের সঙ্গে। আইপিএলে জৈব সুরক্ষাবলয়ের ভেতরে থাকায় সেখান থেকে শ্রীলঙ্কা দলের জৈব সুরক্ষাবলয়ে ঢুকতে তাঁকে কোনো বাড়তি কোয়ারেন্টিন করতে হবে না।
শুধু এই টি-টোয়েন্টি বিশ্বকাপেই নয়, আগামী বছর ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় আইসিসির অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সামনে রেখে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলেরও পরামর্শক হিসেবে কাজ করবেন জয়াবর্ধনে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) জানিয়েছে, শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের পরামর্শক হিসেবে তাঁর চুক্তিটা অবৈতনিক।
ধোনি-জয়াবর্ধনে ক্রিকেটের দুই জীবন্ত কিংবদন্তি। দুজনেরই অভিজ্ঞতা আছে আইসিসি টুর্নামেন্ট জেতার। একাধিক ফাইনাল খেলার। তাঁদের আছে বর্ণিল, সফল এক ক্যারিয়ার। ভারত তাই কাজে লাগাচ্ছে ধোনির মতো ক্রিকেটমস্তিষ্ককে। আর জয়াবর্ধনকে কাজে লাগাচ্ছে শ্রীলঙ্কা। বাংলাদেশ দলে অবশ্য এমন কোনো মেন্টর বা পরামর্শক দেখার সম্ভাবনা আপাতত নেই। দলে একজন মেন্টর বা পরামর্শক রাখার পরিকল্পনা এখনো পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেই বলেই জানা গেছে।
গতকাল শেষ হওয়া চট্টগ্রাম টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ডেভিড বুন। তাঁর নতুন পরিচয় এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড পরিচালক। যদিও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি কিংবদন্তি এই ক্রিকেটার।
১০ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ফিরতি লেগে ৬ মে সান সিরোতে মুখোমুখি হবে দুই দল। তবে মিলানে যাওয়ার আগে ধাক্কা খেল বার্সা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন দলটির তারকা ডিফেন্ডার জুলস কুন্দে।
১২ ঘণ্টা আগেব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসকে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব। গতকাল তাঁর ব্যাটে চড়েই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭২ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সে জন্য এক লাখ রুপি পেলেও তাঁকে জরিমানা গুনতে...
১৩ ঘণ্টা আগেগ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কাটা গতকালই তৈরি হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসের সময় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার উল্লেখ করেছিলেন ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরার কথা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
১৫ ঘণ্টা আগে