এ বছরের শুরুতেই ক্রিকেট থেকে নিষেধাজ্ঞার দুঃসংবাদ পান ওয়েসলি মাধেভেড়ে ও ব্র্যান্ডন মাভুতা। দুজনেরই নিষিদ্ধ হওয়ার কারণ বিনোদনমূলক মাদক ব্যবহার। অবশেষে প্রায় চার মাস পর সুসংবাদ পেলেন তাঁরা। ক্রিকেটে ফিরতে আর কোনো বাধা রইল না জিম্বাবুয়ের দুই ক্রিকেটারের।
জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) আজ এক বিবৃতিতে জানিয়েছে যে মাধেভেড়ে ও মাভুতার ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়েছে। জেডসির ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি বলেন, ‘ওয়েসলি ও ব্র্যান্ডনকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরাতে পেরে আমি খুবই আনন্দিত। দুজনেই পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যে ছিল। ড্রাগ টেস্টও দিয়েছে এটা দেখতে যে তারা স্বচ্ছ কি না। সবচেয়ে বড় কথা দুজনই তাদের অপরাধ স্বীকার করেছে। সব সময় পরিচ্ছন্ন ভাবমূর্তি ধরে রাখার প্রতিজ্ঞা করেছে তারা। সম্ভাবনাময় ক্রিকেট ক্যারিয়ারের ক্ষেত্রেই তারা মনোযোগী।’
জানুয়ারিতে নিষিদ্ধ হলেও ডোপ টেস্টে মাভুতা ও মাধেভেড়ে ধরা পড়েন গত বছরের ডিসেম্বরে। কেভিন কাসুজা ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ হন জানুয়ারি মাসেই। তাঁর নিষিদ্ধ হওয়ার কারণও বিনোদনমূলক মাদক ব্যবহার। তবে কাসুজার ব্যাপারে কোনো আপডেট পাওয়া যায়নি। একই সঙ্গে জেডসির অ্যাকাডেমি খেলোয়াড় ডেভিস মুরিয়েন্দো মাদক পরীক্ষায় পজিটিভ হয়েছেন। তাঁর শুনানি হবে শিগগিরই।
মাভুতা, মাধেভেড়ে দুজনেই সবশেষ গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। ২০১৮ সালে অভিষেক হওয়া মাভুতা এখন পর্যন্ত ৪ টেস্ট, ১২ ওয়ানডে এবং ১০ টি-টোয়েন্টি খেলেছেন। আর ২০২০ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দিয়ে অভিষেক হয়েছিল মাধেভেরের। দুটি টেস্ট, ৩৬ ওয়ানডে ও ৬০ টি-টোয়েন্টি খেলেছেন ২৩ বছর বয়সী ব্যাটার।
এ বছরের শুরুতেই ক্রিকেট থেকে নিষেধাজ্ঞার দুঃসংবাদ পান ওয়েসলি মাধেভেড়ে ও ব্র্যান্ডন মাভুতা। দুজনেরই নিষিদ্ধ হওয়ার কারণ বিনোদনমূলক মাদক ব্যবহার। অবশেষে প্রায় চার মাস পর সুসংবাদ পেলেন তাঁরা। ক্রিকেটে ফিরতে আর কোনো বাধা রইল না জিম্বাবুয়ের দুই ক্রিকেটারের।
জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) আজ এক বিবৃতিতে জানিয়েছে যে মাধেভেড়ে ও মাভুতার ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়েছে। জেডসির ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি বলেন, ‘ওয়েসলি ও ব্র্যান্ডনকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরাতে পেরে আমি খুবই আনন্দিত। দুজনেই পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যে ছিল। ড্রাগ টেস্টও দিয়েছে এটা দেখতে যে তারা স্বচ্ছ কি না। সবচেয়ে বড় কথা দুজনই তাদের অপরাধ স্বীকার করেছে। সব সময় পরিচ্ছন্ন ভাবমূর্তি ধরে রাখার প্রতিজ্ঞা করেছে তারা। সম্ভাবনাময় ক্রিকেট ক্যারিয়ারের ক্ষেত্রেই তারা মনোযোগী।’
জানুয়ারিতে নিষিদ্ধ হলেও ডোপ টেস্টে মাভুতা ও মাধেভেড়ে ধরা পড়েন গত বছরের ডিসেম্বরে। কেভিন কাসুজা ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ হন জানুয়ারি মাসেই। তাঁর নিষিদ্ধ হওয়ার কারণও বিনোদনমূলক মাদক ব্যবহার। তবে কাসুজার ব্যাপারে কোনো আপডেট পাওয়া যায়নি। একই সঙ্গে জেডসির অ্যাকাডেমি খেলোয়াড় ডেভিস মুরিয়েন্দো মাদক পরীক্ষায় পজিটিভ হয়েছেন। তাঁর শুনানি হবে শিগগিরই।
মাভুতা, মাধেভেড়ে দুজনেই সবশেষ গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। ২০১৮ সালে অভিষেক হওয়া মাভুতা এখন পর্যন্ত ৪ টেস্ট, ১২ ওয়ানডে এবং ১০ টি-টোয়েন্টি খেলেছেন। আর ২০২০ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দিয়ে অভিষেক হয়েছিল মাধেভেরের। দুটি টেস্ট, ৩৬ ওয়ানডে ও ৬০ টি-টোয়েন্টি খেলেছেন ২৩ বছর বয়সী ব্যাটার।
প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
৩ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৪ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
৪ ঘণ্টা আগেবিশ্বকাপ কিংবা অলিম্পিকের মতো বড় প্রতিযোগিতায় সাফল্যের জন্য কমবেশি সব দেশেই পুরস্কৃত করা হয় খেলোয়াড়দের। তবে আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপকে ঘিরেই নিজ দেশের ফুটবলারদের আর্থিক বোনাসের ঘোষণা দিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। প্রতিটি ম্যাচ জয়ের জন্য কেনিয়ার খেলোয়াড়েরা পাবেন বাড়তি অর্থ।
৬ ঘণ্টা আগে