Ajker Patrika

৩ রানের জন্য ইতিহাস গড়া হলো না পাকিস্তান-নিউজিল্যান্ডের

ক্রীড়া ডেস্ক    
পাকিস্তানকে ধবলধোলাই করল নিউজিল্যান্ড। ছবি: এএফপি
পাকিস্তানকে ধবলধোলাই করল নিউজিল্যান্ড। ছবি: এএফপি

নিউজিল্যান্ডের কাছে টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজও হেরেছে পাকিস্তান। ওয়ানডেতে শুধু সিরিজই হারেনি, রীতিমতো ধবলধোলাই হয়েছে সফরকারীরা।

প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ আগেই নিশ্চিত করেছিল নিউজিল্যান্ড। আজ মাউন্ট মঙ্গানুইয়ে পাকিস্তানের সামনে সুযোগ ছিল ধবলধোলাইয়ের লজ্জা এড়ানোর। কিন্তু তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৪৩ রানে হেরেছে তারা।

তিন ম্যাচের এই সিরিজেই ৩ রানের জন্য অন্য রকম এক ইতিহাস গড়া হলো না পাকিস্তান-নিউজিল্যান্ডের। এই ওয়ানডে সিরিজে দুই দল মিলে অতিরিক্ত দিয়েছে ১৭০ রান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এর চেয়ে বেশি অতিরিক্ত রান দেওয়ার রেকর্ড আছে শুধু একটি।

সেটিও ৩৪ বছর আগের ঘটনা। ১৯৯১ সালে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১৭২ রান দিয়েছিল অতিরিক্ত। সিরিজটি হয়েছিল ইংল্যান্ডে। ৩ রানের জন্য রেকর্ড নিজেদের দখলে নিতে পারেনি পাকিস্তান ও কিউইরা। তবে পূর্ণ ৫০ ওভার খেলা হলে নিশ্চিত সেই রেকর্ডটি আজ ছাড়িয়ে যেত তারা। পুরো সিরিজজুড়েই তো অতিরিক্ত রানে ভেসেছে দুই দল।

বৃষ্টিবিঘ্নিত শেষ ওয়ানডেতে খেলা হয়েছে ৪২ ওভার করে। এর মধ্যে পাকিস্তান আবার গুটিয়ে গেছে ২ ওভার আগে। ওভার কমে যাওয়ায় প্রথম দুই ওয়ানডের চেয়ে শেষ ম্যাচে অতিরিক্ত রান কমই উঠেছে। পাকিস্তান দিয়েছে ২০, নিউজিল্যান্ড দিয়েছে ২১—দুই মিলিয়ে ৪১ রান অতিরিক্ত হয়েছে।

দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তান দিয়েছিল ৩২, নিউজিল্যান্ড দেয় ২৭—দুই দল মিলিয়ে ৫৯ রান অতিরিক্ত থেকে আসে। প্রথম ওয়ানডেতে ছিল অতিরিক্ত রানের ছড়াছড়ি। পাকিস্তান দিয়েছিল ৪৩, নিউজিল্যান্ড দেয় ২৭। ৭০ রান অতিরিক্ত দেয় দুই দল মিলে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অতিরিক্ত রান দেওয়ার তালিকায় তিন নম্বরে আছে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ। ১৯৯৯ সালে এই দুই দল একটি সিরিজে ১৫৯ রান দিয়েছিল। ১৯৯২-৯৩তে ভারত-জিম্বাবুয়ে দিয়েছিল ১৪৮ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত