মাঠের খেলায় বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার সঙ্গে এবার পেরে ওঠেনি ভারত। তবে অশোভন আচরণ, বিতর্ক, স্লেজিং, দর্শকদের সঙ্গে তর্ক—এ সব কোনো কিছুই বাদ রাখেনি তারা। আলাদা করে বললে, দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার বিরাট কোহলি ছিলেন এক কাঠি সরেস। সিডনিতে পঞ্চম ও শেষ টেস্টেও ব্যতিক্রম হয়নি।
বিশেষ করে আজ তৃতীয় দিন কোহলির অঙ্গভঙ্গি টেনে এনেছিল ৬ বছর আগের অস্ট্রেলিয়ার ক্রিকেটের বিব্রতকর অধ্যায় ‘স্যান্ডপেপার-গেট’ বিতর্ক। গ্যালারিতে দর্শকেরা দুয়ো দিচ্ছেন ভারতীয়দের। সংবাদমাধ্যমের প্রতিবেদন, দর্শকদের পাল্টা জবাব দিতেই কোহলি এই কাজ করেছেন বলে মনে করা হচ্ছে।
অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ১১তম ওভারের ঘটনা। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অজি সমর্থকেরা ভারতীয় দলকে অনবরত কিছু না কিছু বলেই যাচ্ছেন। তার জবাব দেন কোহলি! ঋষভ পন্তের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎই নিজের পায়জামার দুই পকেটে হাত ঢুকিয়ে দেন। পকেট বের করে এনে বোঝান, সেটি খালি। এখানেই থামেননি। নিজের প্যান্ট কিছুটা টেনে এনে ভেতরের দিকে তাকিয়ে মাথা নেড়ে ও ভেংচি কেটে বোঝান সেখানেও কিছু নেই।
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ‘স্যান্ডপেপার’ বিতর্কে উত্তাল হয়েছিল বিশ্ব ক্রিকেট। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সিরিশ কাগজ দিয়ে বল বিকৃত করার চেষ্টা ধরা পড়ে গিয়েছিল ক্যামেরায়। স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটকে বিভিন্ন মেয়াদে এ জন্য নিষিদ্ধ করা হয়েছিল। ব্যানক্রফট পকেটে এবং অন্তর্বাসের ভেতরে সিরিশ কাগজ লুকিয়ে রেখেছিলেন। কোহলি সেটিই অনুকরণ করে দেখিয়েছেন দর্শকদের উদ্দেশ্যে।
"What is that about?"#AUSvIND pic.twitter.com/HwNZXhKW1S
— cricket.com.au (@cricketcomau) January 5, 2025
মেলবোর্ন টেস্টে ১৯ বছর বয়সী স্যাম কনস্টাসকে কাঁধ দিয়ে ধাক্কা মেরে বিতর্ক তৈরি করেছিলেন কোহলি। তারপর থেকেই অজি মিডিয়া ও সমর্থকেরা কোহলিকে সুযোগ পেলেই কটাক্ষ করার চেষ্টা করেন। কোহলির সঙ্গে ড্রেসিংরুমে ফেরার পথেও তর্ক জুড়ে দেন দর্শকেরা। খেলায় অবশ্য জিতেছে অস্ট্রেলিয়াই। সিডনি টেস্টে আজ ভারতকে হারিয়েছে ৬ উইকেটে। সিরিজ জিতেছে তারা ১-৩ ব্যবধানে।
মাঠের খেলায় বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার সঙ্গে এবার পেরে ওঠেনি ভারত। তবে অশোভন আচরণ, বিতর্ক, স্লেজিং, দর্শকদের সঙ্গে তর্ক—এ সব কোনো কিছুই বাদ রাখেনি তারা। আলাদা করে বললে, দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার বিরাট কোহলি ছিলেন এক কাঠি সরেস। সিডনিতে পঞ্চম ও শেষ টেস্টেও ব্যতিক্রম হয়নি।
বিশেষ করে আজ তৃতীয় দিন কোহলির অঙ্গভঙ্গি টেনে এনেছিল ৬ বছর আগের অস্ট্রেলিয়ার ক্রিকেটের বিব্রতকর অধ্যায় ‘স্যান্ডপেপার-গেট’ বিতর্ক। গ্যালারিতে দর্শকেরা দুয়ো দিচ্ছেন ভারতীয়দের। সংবাদমাধ্যমের প্রতিবেদন, দর্শকদের পাল্টা জবাব দিতেই কোহলি এই কাজ করেছেন বলে মনে করা হচ্ছে।
অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ১১তম ওভারের ঘটনা। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অজি সমর্থকেরা ভারতীয় দলকে অনবরত কিছু না কিছু বলেই যাচ্ছেন। তার জবাব দেন কোহলি! ঋষভ পন্তের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎই নিজের পায়জামার দুই পকেটে হাত ঢুকিয়ে দেন। পকেট বের করে এনে বোঝান, সেটি খালি। এখানেই থামেননি। নিজের প্যান্ট কিছুটা টেনে এনে ভেতরের দিকে তাকিয়ে মাথা নেড়ে ও ভেংচি কেটে বোঝান সেখানেও কিছু নেই।
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ‘স্যান্ডপেপার’ বিতর্কে উত্তাল হয়েছিল বিশ্ব ক্রিকেট। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সিরিশ কাগজ দিয়ে বল বিকৃত করার চেষ্টা ধরা পড়ে গিয়েছিল ক্যামেরায়। স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটকে বিভিন্ন মেয়াদে এ জন্য নিষিদ্ধ করা হয়েছিল। ব্যানক্রফট পকেটে এবং অন্তর্বাসের ভেতরে সিরিশ কাগজ লুকিয়ে রেখেছিলেন। কোহলি সেটিই অনুকরণ করে দেখিয়েছেন দর্শকদের উদ্দেশ্যে।
"What is that about?"#AUSvIND pic.twitter.com/HwNZXhKW1S
— cricket.com.au (@cricketcomau) January 5, 2025
মেলবোর্ন টেস্টে ১৯ বছর বয়সী স্যাম কনস্টাসকে কাঁধ দিয়ে ধাক্কা মেরে বিতর্ক তৈরি করেছিলেন কোহলি। তারপর থেকেই অজি মিডিয়া ও সমর্থকেরা কোহলিকে সুযোগ পেলেই কটাক্ষ করার চেষ্টা করেন। কোহলির সঙ্গে ড্রেসিংরুমে ফেরার পথেও তর্ক জুড়ে দেন দর্শকেরা। খেলায় অবশ্য জিতেছে অস্ট্রেলিয়াই। সিডনি টেস্টে আজ ভারতকে হারিয়েছে ৬ উইকেটে। সিরিজ জিতেছে তারা ১-৩ ব্যবধানে।
সিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি অসাধারণ অবদান রাখেন। বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়ার পুরস্কার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে পেয়েছেন মুজারাবানি।
১৪ মিনিট আগেচট্টগ্রাম টেস্টে ২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছে জিম্বাবুয়ে। কিন্তু ব্যাটিংয়ে নেমেই তাইজুল ইসলাম-নাঈম হাসানদের ঘূর্ণি জাদুতে কাঁপাকাঁপি অবস্থা তাদের। ২২ রানেই হারিয়েছে ৩ উইকেট। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া তাইজুল এরই মধ্যে শিকার করেছেন ২ উইকেট। নাঈম নিয়েছেন একটি।
২৪ মিনিট আগেচট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুরের সূর্যটা তখন মাথার ওপরে। কিছুক্ষণ আগে আকাশে যে মেঘ ছিল, সেটাও সরে গেছে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করতে যে ২৪ রান বাকি ছিল, সেটা মেহেদী হাসান মিরাজ পূর্ণ করেছেন লাঞ্চের পরে।
১ ঘণ্টা আগেবিপিএল ছাড়াও দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সুযোগ হয়েছে তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়ের। দুজনেই খেলেছেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। আর ২০২৫ এলপিএল মাঠে গড়ানোর আগে বাংলাদেশি ক্রিকেটারদের স্মৃতি জড়ানো দলগুলোর সঙ্গে চুক্তি বাতিল করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
২ ঘণ্টা আগে