Ajker Patrika

ইংল্যান্ডে আনুষ্কাকে সঙ্গে রাখতে পারবেন কোহলি

ইংল্যান্ডে আনুষ্কাকে সঙ্গে রাখতে পারবেন কোহলি

ঢাকা: পরিবার-পরিজন নিয়েই ইংল্যান্ড যাচ্ছে ভারতীয় ক্রিকেটাররা। ১৮ জুন সাউদাম্পটনে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত পেয়েছেন বিরাট কোহলিরা। সব ঠিক থাকলে আগামী ৩ জুন পরিবার নিয়ে ইংল্যান্ড যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। কোহলির সঙ্গে তাই থাকতে পারছেন তাঁর স্ত্রী বলিউড তারকা আনুষ্কা শর্মাও।

ভারতীয় ক্রিকেটারদের কেউ কেউ এরই মধ্যে মুম্বাইয়ের হোটেলে কোয়ারেন্টিনে আছেন। সেখান থেকে ভাড়া করা বিমানে ৩ জুন লন্ডন পৌঁছাচ্ছেন বিরাট কোহলিরা। লন্ডন পৌঁছে তাঁরা যাবেন সাউদাম্পটনে, যেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবেন কোহলিরা। যদিও সাউদাম্পটনের কোয়ারেন্টিনের সময়টা কত দিনের, তা এখনো পরিষ্কার নয়।

২৯মে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল সামনে রেখে যুক্তরাজ্য সরকারের করোনা আচরণবিধি সম্পর্কে পরিষ্কার করেছিল আইসিসি। বিবৃতিতে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ৩ জুন করোনা নেগেটিভ রিপোর্ট নিয়ে ভাড়া করা বিমানে ভারতীয় দলকে লন্ডনে পৌঁছাতে হবে। তার আগে ভারতে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে জৈব সুরক্ষাবলয়ে থাকতে হয়েছে কোহলিদের।

শুধু ভারতীয় ছেলেদের দলই নয়, ভারতীয় নারী ক্রিকেটাররাও পরিবার নিয়ে ইংল্যান্ড যাওয়ার অনুমতি পেয়েছেন। ইংল্যান্ড নারী দলের বিপক্ষে একটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ভারতীয় নারী দল। সফর শুরু হচ্ছে ১৬ জুন ব্রিস্টলে একমাত্র টেস্ট ম্যাচ দিয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত