Ajker Patrika

‘এত খেলোয়াড়দের অবসর-অবসর করেন কেন’

ক্রীড়া ডেস্ক    
খেলোয়াড়দের অবসর নিয়ে বেশি কথা বলতে মানা সৌরভের। ছবি: এএফপি
খেলোয়াড়দের অবসর নিয়ে বেশি কথা বলতে মানা সৌরভের। ছবি: এএফপি

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই কুড়ি ওভারের সংস্করণকে বিদায় বলেন রোহিত শর্মা। সদ্য শেষ হওয়ায় আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের আগেও গুঞ্জনে ডালপালা মেলে—ফাইনাল ম্যাচ খেলে ওয়ানডে সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিতে পারেন ভারতীয় অধিনায়ক। তবে তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়নস ট্রফি শিরোপা জিতল ভারতই। কিন্তু রোহিত অবসরের কোনো ঘোষণা দেননি। উল্টো সাফ জানিয়ে দেন, অবসর নিয়ে যেন কোনো গুজব না ছড়ায়।

এবার রোহিতের সঙ্গেই যেন সুর মেলালেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। সাংবাদিকদের বলেছেন, খেলোয়াড়দের অবসর-অবসর না করতে। রোহিতের নেতৃত্ব আইসিসির চারটা ইভেন্টে এরই মধ্যে ফাইনাল খেলেছে ভারত। এর মধ্যে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২১-২৩ চক্রে টেস্ট চ্যাম্পিয়নশিপের রানার্সআপ হয়েছে। বিরাট কোহলির পর ২০২১ সালে এ রোহিতকেই অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছিলেন সৌরভ। তখন তিনি অবশ্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি ছিলেন।

রোহিত অধিনায়ক হওয়ার পর থেকেই সাফল্য পেতে শুরু করে ভারত। বর্তমান ভারতের দলটা তৈরি এবং সাফল্যের পেছনে সৌরভেরও অবদান ছিল। সাবেক ভারতীয় অধিনায়ক স্বল্প করেই বললেন, ‘আমার সময় আমি করেছি...।’ আর রোহিতকে অধিনায়ক করার ব্যাপারে বললেন, ‘আমি তখন প্রেসিডেন্ট ছিলাম। আমাকে সিদ্ধান্ত নিতে হতো। যেটা দলের জন্য ভালো সেটাই সিদ্ধান্ত নিয়েছি।’

চ্যাম্পিয়নস ট্রফি শেষ হওয়ার আগেই অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ ও বাংলাদেশের মুশফিকুর রহিম ওয়ানডে সংস্করণকে বিদায় বলেছেন। বিদায়ের গুঞ্জন ছিল রোহিতকে নিয়েও। সে প্রসঙ্গে আসতেই সৌরভ সাংবাদিকদের পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, ‘কেন বলেন তো আপনারা খেলোয়াড়দের এত অবসর-অবসর করেন? সারাক্ষণ শুধু অবসর। সে খেলবে, নাকি খালি অবসর নেবে? ভালো খেললে খেলবে তো, অবসর কেন নেবে। ওদের তো খেলাই জীবন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত