ক্রীড়া ডেস্ক
ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্ডারসন–টেন্ডুলকার ট্রফি দিয়ে ভারতের টেস্ট অধিনায়ক হন শুবমান গিল। এবার ওয়ানডের নেতৃত্বও পেলেন এই তারকা ব্যাটার। গিলকে অধিনায়ক করে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের দল দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্বাচক প্যানেল।
রোহিত অবসর নেওয়ায় টেস্টের নেতৃত্ব পান গিল। ৩৮ এ পা দিয়েছেন রোহিত। তাই সামনের দিনগুলোর পরিকল্পনায় তাঁকে সরিয়ে গিলকে ওয়ানডের নেতৃত্ব দিয়েছে বিসিসিআইয়ের নির্বাচক প্যানেল। সবশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে রোহিতের ডেপুটি ছিলেন এই ব্যাটার।
এর আগে ২০২১ সালের ডিসেম্বরে ভারতের ওয়ানডে অধিনায়ক হন রোহিত। তার অধীনে ঘরের মাঠে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলে স্বাগতিকেরা। অস্ট্রেলিয়ার কাছে হারায় রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় আয়োজকদের। রোহিতের নেতৃত্বেই চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জেতে ভারত। নেতৃত্ব হারালেও অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে রাখা হয়েছে রোহিতকে। তাঁর পাশাপাশি দলে আছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার বিরাট কোহলি।
ওয়ানডের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের জন্যও দল দিয়েছে বিসিসিআই। যথারীতি সূর্যকুমার যাদবের অধিনায়কত্বেই খেলবে ভারত।
ওয়ানডের নেতৃত্ব থেকে রোহিতকে সরিয়ে দেওয়া মোটেও সহজ ছিল না বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগারকারের জন্য। এরপরও দলের কথা ভেবে নতুন করে সিদ্ধান্ত নিয়েছে তাঁর নির্বাচক প্যানেল। আগারকার বলেন, ‘সামনে কী আছে সেটা দেখতে হবে। দলের স্বার্থ বিবেচনা করতে হবে। যুক্তিসঙ্গতভাবে যত দ্রুত সম্ভ সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করতে হবে, যাতে অন্য খেলোয়াড়কে (গিল) একটি ভালো সুযোগ দেওয়া যায়।’
আগামী ১৯ অক্টোবর পার্থে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামবে ভারত ও অস্ট্রেলিয়া। ২৩ অক্টোবর দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। ভেন্যু অ্যাডিলেড। ২৫ অক্টোবর সিডনিতে শেষ ম্যাচ খেলবে ভারত ও অস্ট্রেলিয়া। টি–টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৯ অক্টোবর।
অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতের স্কোয়াড:
ওয়ানডে: শুবমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মোহম্মদ সিরাজ, অর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণ, ধ্রুব জুরেল, যশস্বী জয়সওয়াল।
টি–টোয়েন্টি: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক ভার্মা, নীতিশ কুমার রেড্ডি, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), বরুণ চক্রবর্তী, যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর।
ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্ডারসন–টেন্ডুলকার ট্রফি দিয়ে ভারতের টেস্ট অধিনায়ক হন শুবমান গিল। এবার ওয়ানডের নেতৃত্বও পেলেন এই তারকা ব্যাটার। গিলকে অধিনায়ক করে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের দল দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্বাচক প্যানেল।
রোহিত অবসর নেওয়ায় টেস্টের নেতৃত্ব পান গিল। ৩৮ এ পা দিয়েছেন রোহিত। তাই সামনের দিনগুলোর পরিকল্পনায় তাঁকে সরিয়ে গিলকে ওয়ানডের নেতৃত্ব দিয়েছে বিসিসিআইয়ের নির্বাচক প্যানেল। সবশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে রোহিতের ডেপুটি ছিলেন এই ব্যাটার।
এর আগে ২০২১ সালের ডিসেম্বরে ভারতের ওয়ানডে অধিনায়ক হন রোহিত। তার অধীনে ঘরের মাঠে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলে স্বাগতিকেরা। অস্ট্রেলিয়ার কাছে হারায় রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় আয়োজকদের। রোহিতের নেতৃত্বেই চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জেতে ভারত। নেতৃত্ব হারালেও অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে রাখা হয়েছে রোহিতকে। তাঁর পাশাপাশি দলে আছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার বিরাট কোহলি।
ওয়ানডের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের জন্যও দল দিয়েছে বিসিসিআই। যথারীতি সূর্যকুমার যাদবের অধিনায়কত্বেই খেলবে ভারত।
ওয়ানডের নেতৃত্ব থেকে রোহিতকে সরিয়ে দেওয়া মোটেও সহজ ছিল না বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগারকারের জন্য। এরপরও দলের কথা ভেবে নতুন করে সিদ্ধান্ত নিয়েছে তাঁর নির্বাচক প্যানেল। আগারকার বলেন, ‘সামনে কী আছে সেটা দেখতে হবে। দলের স্বার্থ বিবেচনা করতে হবে। যুক্তিসঙ্গতভাবে যত দ্রুত সম্ভ সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করতে হবে, যাতে অন্য খেলোয়াড়কে (গিল) একটি ভালো সুযোগ দেওয়া যায়।’
আগামী ১৯ অক্টোবর পার্থে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামবে ভারত ও অস্ট্রেলিয়া। ২৩ অক্টোবর দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। ভেন্যু অ্যাডিলেড। ২৫ অক্টোবর সিডনিতে শেষ ম্যাচ খেলবে ভারত ও অস্ট্রেলিয়া। টি–টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৯ অক্টোবর।
অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতের স্কোয়াড:
ওয়ানডে: শুবমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মোহম্মদ সিরাজ, অর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণ, ধ্রুব জুরেল, যশস্বী জয়সওয়াল।
টি–টোয়েন্টি: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক ভার্মা, নীতিশ কুমার রেড্ডি, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), বরুণ চক্রবর্তী, যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর।
মৌসুমের শুরুতেই ব্যর্থতা ঘিরে ধরেছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। একের পর এক হার এবং ড্রয়ে বিপর্যস্ত তারা। এমতাবস্থায় ম্যানচেস্টারের ক্লাবটিতে চাকরি নিয়ে শঙ্কায় পড়ে গেছেন প্রধান কোচ রুবেন আমোরিম। সান্ডারল্যান্ডের বিপক্ষে শেষ সুযোগ পাচ্ছেন ইউনাইটেডের ক্লাসের প্রধান শিক্ষক।
১৪ মিনিট আগেজাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) দারুণ ছন্দে আছেন সাদমান ইসলাম অনিক। সিলেটের বিপক্ষে আগের ম্যাচে এক রানের জন্য ফিফটি বঞ্চিত হন। আজ বরিশালের বিপক্ষে সে ঝালটা বেশ ভালোভাবেই মেটালেন বাংলাদেশ এই ক্রিকেটার। দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। টি–টোয়েন্টি ক্যারিয়ারে এটা সাদমানের প্রথম শতক।
৪৪ মিনিট আগেঅস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের যে ন্যূনতম সম্ভাবনা ছিল, সেটা শেষ হয়ে যায় আগেই। মাউন্ট মঙ্গানুইয়ে গতকাল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায়। আজ একই মাঠে অনুষ্ঠিত তৃতীয় টি-টোয়েন্টিটা ছিল নিউজিল্যান্ডের জন্য সিরিজ বাঁচানোর লড়াই। তবে সিরিজ আর বাঁচাতে পারল না কিউইরা।
২ ঘণ্টা আগেআহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে ভারতের কাছে পাত্তাই পায়নি ওয়েস্ট ইন্ডিজ। লোকেশ রাহুল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা করেছেন সেঞ্চুরি। ব্যাটারদের মতো ছড়ি ঘুরিয়েছেন ভারতের বোলাররাও। ব্যাটিং-বোলিংয়ে ছড়ি ঘোড়ানো ভারত ম্যাচটি জিতেছে ইনিংস ও ১৪০ রানে।
৪ ঘণ্টা আগে