ক্রীড়া ডেস্ক
ইংল্যান্ডের বিপক্ষে ইনিংস বিরতিতে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল জায়গা নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু আজ ম্যাচ শেষেই করাচি থেকে তাদের ধরতে হবে দুবাইয়ের বিমান। দুবাইয়ে যেতে হবে গ্রুপের আরেক সেমিফাইনালিস্ট অস্ট্রেলিয়াকেও।
ভারতের আপত্তির কারণে চ্যাম্পিয়নস ট্রফি রূপ নিয়েছে হাইব্রিড মডেলে। তাই নিজেদের ম্যাচগুলো দুবাইয়ে খেলছে তারা। যেহেতু সেমিফাইনালে উঠেছে রোহিত শর্মার দল, তাই আসরের প্রথম সেমিফাইনাল হবে দুবাইয়ে। কিন্তু তাই বলে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা দুই দলকেই দুবাই যেতে হবে কেন? এমন প্রশ্ন স্বাভাবিকভাবেই ওঠার কথা।
ইএসপিএনক্রিকইনফোকে আইসিসির এক কর্মকর্তা বলেন, ৪ মার্চ দুবাইয়ে অনুষ্ঠিতব্য সেমিফাইনালে দুই দল যেন যথাসম্ভব সর্বোচ্চ প্রস্তুতি পায়, সে কারণে এই সিদ্ধান্ত নেওয়া। তবে এর ফলে একটি দল এমন পরিস্থিতিতে পড়বে যেখানে পাকিস্তান থেকে দুবাই যেতে হবে, কিন্তু পরদিনই আবার পাকিস্তানে ফিরতে হবে। কেননা লাহোরে দ্বিতীয় সেমিফাইনালটি হবে ৫ মার্চ।
‘এ’ গ্রুপ থেকে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনালে উঠলেও তাদের প্রতিপক্ষ কে হবে তা এখনো নিশ্চিত হয়নি। আগামীকাল গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। এরপর জানা যাবে, কে হবে সেমিতে ভারতের প্রতিপক্ষ। তাই ভ্রমণের কষ্ট করতে হবে অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকাকে।
চ্যাম্পিয়নস ট্রফির মূল আয়োজক পাকিস্তান হলেও ভারত সেখানে খেলতে যেতে চায়নি। সবগুলো ম্যাচ একই স্টেডিয়ামে খেলার যে সুবিধা তারা পাচ্ছে, তা তুলে ধরেছেন সাবেক থেকে শুরু করে বর্তমান ক্রিকেটাররাও।
ভারত ফাইনালে উঠলে সেই ম্যাচটিও (৯ মার্চ) হবে দুবাইয়ে। তবে সেমিতে ভারত ছিটকে গেলে আসরের পর্দা নামানোর সুযোগ পাবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম।
ইংল্যান্ডের বিপক্ষে ইনিংস বিরতিতে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল জায়গা নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু আজ ম্যাচ শেষেই করাচি থেকে তাদের ধরতে হবে দুবাইয়ের বিমান। দুবাইয়ে যেতে হবে গ্রুপের আরেক সেমিফাইনালিস্ট অস্ট্রেলিয়াকেও।
ভারতের আপত্তির কারণে চ্যাম্পিয়নস ট্রফি রূপ নিয়েছে হাইব্রিড মডেলে। তাই নিজেদের ম্যাচগুলো দুবাইয়ে খেলছে তারা। যেহেতু সেমিফাইনালে উঠেছে রোহিত শর্মার দল, তাই আসরের প্রথম সেমিফাইনাল হবে দুবাইয়ে। কিন্তু তাই বলে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা দুই দলকেই দুবাই যেতে হবে কেন? এমন প্রশ্ন স্বাভাবিকভাবেই ওঠার কথা।
ইএসপিএনক্রিকইনফোকে আইসিসির এক কর্মকর্তা বলেন, ৪ মার্চ দুবাইয়ে অনুষ্ঠিতব্য সেমিফাইনালে দুই দল যেন যথাসম্ভব সর্বোচ্চ প্রস্তুতি পায়, সে কারণে এই সিদ্ধান্ত নেওয়া। তবে এর ফলে একটি দল এমন পরিস্থিতিতে পড়বে যেখানে পাকিস্তান থেকে দুবাই যেতে হবে, কিন্তু পরদিনই আবার পাকিস্তানে ফিরতে হবে। কেননা লাহোরে দ্বিতীয় সেমিফাইনালটি হবে ৫ মার্চ।
‘এ’ গ্রুপ থেকে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনালে উঠলেও তাদের প্রতিপক্ষ কে হবে তা এখনো নিশ্চিত হয়নি। আগামীকাল গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। এরপর জানা যাবে, কে হবে সেমিতে ভারতের প্রতিপক্ষ। তাই ভ্রমণের কষ্ট করতে হবে অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকাকে।
চ্যাম্পিয়নস ট্রফির মূল আয়োজক পাকিস্তান হলেও ভারত সেখানে খেলতে যেতে চায়নি। সবগুলো ম্যাচ একই স্টেডিয়ামে খেলার যে সুবিধা তারা পাচ্ছে, তা তুলে ধরেছেন সাবেক থেকে শুরু করে বর্তমান ক্রিকেটাররাও।
ভারত ফাইনালে উঠলে সেই ম্যাচটিও (৯ মার্চ) হবে দুবাইয়ে। তবে সেমিতে ভারত ছিটকে গেলে আসরের পর্দা নামানোর সুযোগ পাবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম।
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
২ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
৭ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৮ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
৮ ঘণ্টা আগে