ক্রীড়া ডেস্ক
ইংল্যান্ডের বিপক্ষে ইনিংস বিরতিতে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল জায়গা নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু আজ ম্যাচ শেষেই করাচি থেকে তাদের ধরতে হবে দুবাইয়ের বিমান। দুবাইয়ে যেতে হবে গ্রুপের আরেক সেমিফাইনালিস্ট অস্ট্রেলিয়াকেও।
ভারতের আপত্তির কারণে চ্যাম্পিয়নস ট্রফি রূপ নিয়েছে হাইব্রিড মডেলে। তাই নিজেদের ম্যাচগুলো দুবাইয়ে খেলছে তারা। যেহেতু সেমিফাইনালে উঠেছে রোহিত শর্মার দল, তাই আসরের প্রথম সেমিফাইনাল হবে দুবাইয়ে। কিন্তু তাই বলে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা দুই দলকেই দুবাই যেতে হবে কেন? এমন প্রশ্ন স্বাভাবিকভাবেই ওঠার কথা।
ইএসপিএনক্রিকইনফোকে আইসিসির এক কর্মকর্তা বলেন, ৪ মার্চ দুবাইয়ে অনুষ্ঠিতব্য সেমিফাইনালে দুই দল যেন যথাসম্ভব সর্বোচ্চ প্রস্তুতি পায়, সে কারণে এই সিদ্ধান্ত নেওয়া। তবে এর ফলে একটি দল এমন পরিস্থিতিতে পড়বে যেখানে পাকিস্তান থেকে দুবাই যেতে হবে, কিন্তু পরদিনই আবার পাকিস্তানে ফিরতে হবে। কেননা লাহোরে দ্বিতীয় সেমিফাইনালটি হবে ৫ মার্চ।
‘এ’ গ্রুপ থেকে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনালে উঠলেও তাদের প্রতিপক্ষ কে হবে তা এখনো নিশ্চিত হয়নি। আগামীকাল গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। এরপর জানা যাবে, কে হবে সেমিতে ভারতের প্রতিপক্ষ। তাই ভ্রমণের কষ্ট করতে হবে অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকাকে।
চ্যাম্পিয়নস ট্রফির মূল আয়োজক পাকিস্তান হলেও ভারত সেখানে খেলতে যেতে চায়নি। সবগুলো ম্যাচ একই স্টেডিয়ামে খেলার যে সুবিধা তারা পাচ্ছে, তা তুলে ধরেছেন সাবেক থেকে শুরু করে বর্তমান ক্রিকেটাররাও।
ভারত ফাইনালে উঠলে সেই ম্যাচটিও (৯ মার্চ) হবে দুবাইয়ে। তবে সেমিতে ভারত ছিটকে গেলে আসরের পর্দা নামানোর সুযোগ পাবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম।
ইংল্যান্ডের বিপক্ষে ইনিংস বিরতিতে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল জায়গা নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু আজ ম্যাচ শেষেই করাচি থেকে তাদের ধরতে হবে দুবাইয়ের বিমান। দুবাইয়ে যেতে হবে গ্রুপের আরেক সেমিফাইনালিস্ট অস্ট্রেলিয়াকেও।
ভারতের আপত্তির কারণে চ্যাম্পিয়নস ট্রফি রূপ নিয়েছে হাইব্রিড মডেলে। তাই নিজেদের ম্যাচগুলো দুবাইয়ে খেলছে তারা। যেহেতু সেমিফাইনালে উঠেছে রোহিত শর্মার দল, তাই আসরের প্রথম সেমিফাইনাল হবে দুবাইয়ে। কিন্তু তাই বলে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা দুই দলকেই দুবাই যেতে হবে কেন? এমন প্রশ্ন স্বাভাবিকভাবেই ওঠার কথা।
ইএসপিএনক্রিকইনফোকে আইসিসির এক কর্মকর্তা বলেন, ৪ মার্চ দুবাইয়ে অনুষ্ঠিতব্য সেমিফাইনালে দুই দল যেন যথাসম্ভব সর্বোচ্চ প্রস্তুতি পায়, সে কারণে এই সিদ্ধান্ত নেওয়া। তবে এর ফলে একটি দল এমন পরিস্থিতিতে পড়বে যেখানে পাকিস্তান থেকে দুবাই যেতে হবে, কিন্তু পরদিনই আবার পাকিস্তানে ফিরতে হবে। কেননা লাহোরে দ্বিতীয় সেমিফাইনালটি হবে ৫ মার্চ।
‘এ’ গ্রুপ থেকে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনালে উঠলেও তাদের প্রতিপক্ষ কে হবে তা এখনো নিশ্চিত হয়নি। আগামীকাল গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। এরপর জানা যাবে, কে হবে সেমিতে ভারতের প্রতিপক্ষ। তাই ভ্রমণের কষ্ট করতে হবে অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকাকে।
চ্যাম্পিয়নস ট্রফির মূল আয়োজক পাকিস্তান হলেও ভারত সেখানে খেলতে যেতে চায়নি। সবগুলো ম্যাচ একই স্টেডিয়ামে খেলার যে সুবিধা তারা পাচ্ছে, তা তুলে ধরেছেন সাবেক থেকে শুরু করে বর্তমান ক্রিকেটাররাও।
ভারত ফাইনালে উঠলে সেই ম্যাচটিও (৯ মার্চ) হবে দুবাইয়ে। তবে সেমিতে ভারত ছিটকে গেলে আসরের পর্দা নামানোর সুযোগ পাবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম।
দরিভাল জুনিয়র বরখাস্ত হওয়াতে ব্রাজিলের প্রধান কোচের পদ শূন্য হয়ে পড়ে। ব্রাজিল তাই হন্যে হয়ে খুঁজছে কোচ। সেই আলোচনায় বারবার চলে আসছে কার্লো আনচেলত্তির নাম। আনচেলত্তির ব্রাজিলে আসা নিয়ে শোনা যাচ্ছে লুকোচুরির খেলা।
১ ঘণ্টা আগেম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহাম—ইংলিশ প্রিমিয়ার লিগে দুটি দলের অবস্থা আশানুরূপ নয়। পয়েন্ট টেবিলের তলানির দিকে চলে যাওয়ার মতো অবস্থা এই দুই দলের। অথচ প্রিমিয়ার লিগে বাজে খেলা ম্যানচেস্টার, টটেনহাম এখন ইউরোপা লিগে ফাইনালের টিকিট কাটতে চলেছে।
১ ঘণ্টা আগেগতকাল শেষ হওয়া চট্টগ্রাম টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ডেভিড বুন। তাঁর নতুন পরিচয় এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড পরিচালক। যদিও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি কিংবদন্তি এই ক্রিকেটার।
১৩ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ফিরতি লেগে ৬ মে সান সিরোতে মুখোমুখি হবে দুই দল। তবে মিলানে যাওয়ার আগে ধাক্কা খেল বার্সা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন দলটির তারকা ডিফেন্ডার জুলস কুন্দে।
১৬ ঘণ্টা আগে