নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নাহিদ রানা। বাংলাদেশের পেস সম্ভাবনার আরেক নাম। শুরুতে শুধু তাঁর বলে গতি থাকলেও তাতে ছিল না তেমন নিয়ন্ত্রণ। তবে এখন দ্রুতগতির বলেও নিয়ন্ত্রণ আনতে পারছেন। আর যেদিন থেকে কাজটি করতে পারছেন, সাফল্য ধরা দিচ্ছে তাঁকে।
আগামীকাল থেকে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ে সিরিজেও নাহিদ রানার দিকে তাকিয়ে বাংলাদেশ। তরুণ এই পেসার যখন বাংলাদেশের ভরসা, তখন প্রতিপক্ষ জিম্বাবুয়ের আতঙ্ক হওয়ার কথা। নিয়মিত বল করেন ১৪০ কিলোমিটারের বেশি গতিতে।
নাহিদ রানা কিংবা তাঁর গতি নিয়ে মোটেও চিন্তিত নন শন উইলিয়ামস। জিম্বাবুয়ের দলের অভিজ্ঞ এই ব্যাটার গতকাল সংবাদ সম্মেলনে এসে উল্টো বললেন, ‘নাহিদ রানাকে খেলতে আমরা প্রস্তুত।’ কীভাবে প্রস্তুত? শন উইলিয়ামসের উত্তর, ‘আমাদের যে বোলিং মেশিন আছে, সেটা মানুষের চেয়েও বেশি গতিতে বোলিং করতে পারে।’
জিম্বাবুয়ে সিরিজে রানার সঙ্গে পেস আক্রমণে থাকছেন হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিবরা। তানজিম সাকিবের এখনো টেস্টে অভিষেক না হলেও দলে যে দলে অবদান রাখতে পারে, সেটি তিনি দেখিয়েছেন ক্রিকেটের অন্য দুই সংস্করণে। পাকিস্তান ও ভারতের বিপক্ষে ইনিংসে ৫ উইকেটে নেওয়ার অভিজ্ঞতা হাসানের। গত বছর জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন রানা। তাই বাংলাদেশের পেসারদের প্রশংসা করতেই হলো উইলিয়ামসকে, ‘তারা দুর্দান্ত। বছরের পর বছর ধরে তাদের দেখছি আমি। কয়েকজন পেসারের মধ্য থেকে দল তৈরি করে তারা। এটা আসলেই অসাধারণ।’
বাংলাদেশের আবহাওয়া গত কদিন ধরেই মেঘলা। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) তো বটেই, এমনকি সিলেটে বাংলাদেশ-জিম্বাবুয়ের অনুশীলন সেশনের সময়ও বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। এমন বৃষ্টিস্নাত পরিবেশ উপভোগ করছেন উইলিয়ামস, ‘আমি আসলে এটা (বৃষ্টি) নিয়ে খুশি (হাসি)। বৃষ্টিটা দারুণ লেগেছে গতকাল। অনুশীলন সেশনের সময় বৃষ্টি হলো। জুন মাসের বৃষ্টিটা আবহাওয়ার পূর্বাভাসে আছে, যা ম্যাচের মধ্যেও হতে পারে। ফলে আমাদের সুযোগ আছে, এটা মাথায় রেখেই প্রস্তুতি নেওয়ার।’
নাহিদ রানা। বাংলাদেশের পেস সম্ভাবনার আরেক নাম। শুরুতে শুধু তাঁর বলে গতি থাকলেও তাতে ছিল না তেমন নিয়ন্ত্রণ। তবে এখন দ্রুতগতির বলেও নিয়ন্ত্রণ আনতে পারছেন। আর যেদিন থেকে কাজটি করতে পারছেন, সাফল্য ধরা দিচ্ছে তাঁকে।
আগামীকাল থেকে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ে সিরিজেও নাহিদ রানার দিকে তাকিয়ে বাংলাদেশ। তরুণ এই পেসার যখন বাংলাদেশের ভরসা, তখন প্রতিপক্ষ জিম্বাবুয়ের আতঙ্ক হওয়ার কথা। নিয়মিত বল করেন ১৪০ কিলোমিটারের বেশি গতিতে।
নাহিদ রানা কিংবা তাঁর গতি নিয়ে মোটেও চিন্তিত নন শন উইলিয়ামস। জিম্বাবুয়ের দলের অভিজ্ঞ এই ব্যাটার গতকাল সংবাদ সম্মেলনে এসে উল্টো বললেন, ‘নাহিদ রানাকে খেলতে আমরা প্রস্তুত।’ কীভাবে প্রস্তুত? শন উইলিয়ামসের উত্তর, ‘আমাদের যে বোলিং মেশিন আছে, সেটা মানুষের চেয়েও বেশি গতিতে বোলিং করতে পারে।’
জিম্বাবুয়ে সিরিজে রানার সঙ্গে পেস আক্রমণে থাকছেন হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিবরা। তানজিম সাকিবের এখনো টেস্টে অভিষেক না হলেও দলে যে দলে অবদান রাখতে পারে, সেটি তিনি দেখিয়েছেন ক্রিকেটের অন্য দুই সংস্করণে। পাকিস্তান ও ভারতের বিপক্ষে ইনিংসে ৫ উইকেটে নেওয়ার অভিজ্ঞতা হাসানের। গত বছর জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন রানা। তাই বাংলাদেশের পেসারদের প্রশংসা করতেই হলো উইলিয়ামসকে, ‘তারা দুর্দান্ত। বছরের পর বছর ধরে তাদের দেখছি আমি। কয়েকজন পেসারের মধ্য থেকে দল তৈরি করে তারা। এটা আসলেই অসাধারণ।’
বাংলাদেশের আবহাওয়া গত কদিন ধরেই মেঘলা। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) তো বটেই, এমনকি সিলেটে বাংলাদেশ-জিম্বাবুয়ের অনুশীলন সেশনের সময়ও বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। এমন বৃষ্টিস্নাত পরিবেশ উপভোগ করছেন উইলিয়ামস, ‘আমি আসলে এটা (বৃষ্টি) নিয়ে খুশি (হাসি)। বৃষ্টিটা দারুণ লেগেছে গতকাল। অনুশীলন সেশনের সময় বৃষ্টি হলো। জুন মাসের বৃষ্টিটা আবহাওয়ার পূর্বাভাসে আছে, যা ম্যাচের মধ্যেও হতে পারে। ফলে আমাদের সুযোগ আছে, এটা মাথায় রেখেই প্রস্তুতি নেওয়ার।’
প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ১২৫ রানের বিপরীতে নিউজিল্যান্ডের লিড কত হলে যথেষ্ট ছিল? দুই টেস্টে পারফরম্যান্স বিবেচনায় ৩০০-৩৫০ তাড়া করে আবার নিউজিল্যান্ডকে লক্ষ্য ছুড়ে দেওয়া—নিশ্চয় সহজ হতো না জিম্বাবুয়ের জন্য। কিন্তু হাতে সময় থাকায় কিউই ব্যাটাররা রীতিমতো ছেলেখেলা শুরু করেছেন স্বাগতিক বোলারদের নিয়ে!
৭ ঘণ্টা আগেফুটবলের দেশ ক্রোয়েশিয়া। ইউরোপের এই দেশ খেলে ক্রিকেটও। দেশটির টি-টোয়েন্টির অধিনায়ক জ্যাক ভুকুসিচ তো একটা বিশ্ব রেকর্ডই গড়ে ফেললেন!
৮ ঘণ্টা আগেগ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ হারারে স্পোর্টস ক্লাবে নিয়মরক্ষার ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল আজিজুল হাকিম তামিমের দল। ফাইনালের আগে স্বাগতিকদের গুঁড়িয়ে দিয়ে দারুণ প্রস্তুতিও সেরে নিল তারা। রাউন্ড রবিন পদ্ধতির...
৮ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা ২০২৫-২৬ অ্যাশেজে ইংল্যান্ডকে ধবলধোলাই হওয়ার ভবিষ্যদ্বাণী করেছেন। তাঁর মতে, সিরিজে অস্ট্রেলিয়া ৫-০ ব্যবধানে জয় পাবে।
৮ ঘণ্টা আগে