এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ভারত বিদায় নেওয়ার পর চলছে একের পর এক সমালোচনা। অনেকেই এর জন্য দায়ী করছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল)। এই জনপ্রিয় ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্টকে কাঠগড়ায় তুললেন ভারতীয় ব্যাটিং কিংবদন্তি সুনীল গাভাস্কার।
প্রতিবছর সাধারণত মার্চ থেকে মে—এই সময়ের মধ্যে আইপিএল হয়। দেড় থেকে দুই মাস চলা এই টুর্নামেন্টে ব্যস্ত থাকেন অনেক তারকা ক্রিকেটার, যেখানে ২০২২ আইপিএল হয়েছে দুই মাসেরও অধিক সময় ধরে এবং ম্যাচ হয়েছে ৭৪টি। লম্বা সময় ধরে চলা এই টুর্নামেন্ট খেলে চোট, ক্লান্তি অনেক ক্রিকেটারকে গ্রাস করে। যেখানে পরবর্তী মৌসুমগুলোতে ম্যাচের সংখ্যা বাড়তে পারে এমনটা শোনা যাচ্ছে।
আইপিএল নিয়ে কথা বলতে গিয়ে ভারতীয় ক্রিকেটারদের ‘ওয়ার্কলোড’-এর প্রসঙ্গ উল্লেখ করেছেন গাভাস্কার। রোহিত শর্মা, বিরাট কোহলিদের যেন একরকম খোঁচাই মারলেন। ‘আজ তাক’ চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি বলেন, ‘আপনি পুরো মৌসুম আইপিএল খেলেন। এক জায়গা থেকে আরেক জায়গায় যান। তখন ক্লান্তি আসে না? তখন ওয়ার্কলোড থাকে না? যখন আপনি ভারতের হয়ে খেলেন, কোথাও ভ্রমণে যান, তখনই ওয়ার্কলোডের কথা মনে পড়ে। এটা ভুল।’
খেলোযাড়দের ফিটনেসের ব্যাপারে বিসিসিআইকে কঠোর হতে বললেন গাভাস্কার। ভারতীয় ব্যাটিং কিংবদন্তির বক্তব্য, ‘যদি আপনি ফিট থাকেন, তাহলে ওয়ার্কলোডের চিন্তা কীভাবে আসে? আপনাকে দলে নেওয়া হয়েছে, আপনাকে রিটেনার ফি দেওয়া হচ্ছে। যদি ওয়ার্কলোডের কারণে আপনি খেলতে না পারেন, তাহলে রিটেনার ফি কেটে নেওয়া উচিত।’
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ভারত বিদায় নেওয়ার পর চলছে একের পর এক সমালোচনা। অনেকেই এর জন্য দায়ী করছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল)। এই জনপ্রিয় ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্টকে কাঠগড়ায় তুললেন ভারতীয় ব্যাটিং কিংবদন্তি সুনীল গাভাস্কার।
প্রতিবছর সাধারণত মার্চ থেকে মে—এই সময়ের মধ্যে আইপিএল হয়। দেড় থেকে দুই মাস চলা এই টুর্নামেন্টে ব্যস্ত থাকেন অনেক তারকা ক্রিকেটার, যেখানে ২০২২ আইপিএল হয়েছে দুই মাসেরও অধিক সময় ধরে এবং ম্যাচ হয়েছে ৭৪টি। লম্বা সময় ধরে চলা এই টুর্নামেন্ট খেলে চোট, ক্লান্তি অনেক ক্রিকেটারকে গ্রাস করে। যেখানে পরবর্তী মৌসুমগুলোতে ম্যাচের সংখ্যা বাড়তে পারে এমনটা শোনা যাচ্ছে।
আইপিএল নিয়ে কথা বলতে গিয়ে ভারতীয় ক্রিকেটারদের ‘ওয়ার্কলোড’-এর প্রসঙ্গ উল্লেখ করেছেন গাভাস্কার। রোহিত শর্মা, বিরাট কোহলিদের যেন একরকম খোঁচাই মারলেন। ‘আজ তাক’ চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি বলেন, ‘আপনি পুরো মৌসুম আইপিএল খেলেন। এক জায়গা থেকে আরেক জায়গায় যান। তখন ক্লান্তি আসে না? তখন ওয়ার্কলোড থাকে না? যখন আপনি ভারতের হয়ে খেলেন, কোথাও ভ্রমণে যান, তখনই ওয়ার্কলোডের কথা মনে পড়ে। এটা ভুল।’
খেলোযাড়দের ফিটনেসের ব্যাপারে বিসিসিআইকে কঠোর হতে বললেন গাভাস্কার। ভারতীয় ব্যাটিং কিংবদন্তির বক্তব্য, ‘যদি আপনি ফিট থাকেন, তাহলে ওয়ার্কলোডের চিন্তা কীভাবে আসে? আপনাকে দলে নেওয়া হয়েছে, আপনাকে রিটেনার ফি দেওয়া হচ্ছে। যদি ওয়ার্কলোডের কারণে আপনি খেলতে না পারেন, তাহলে রিটেনার ফি কেটে নেওয়া উচিত।’
পেশাদার কারিয়ারে সবচেয়ে বেশি ফুটবল ম্যাচ খেলার রেকর্ড কার? এই প্রশ্নে এখন নাম নিতে হবে ব্রাজিলের অভিজ্ঞ গোলরক্ষক ফ্যাবিওর। ৪৪ বছর বয়সী এই খেলোয়াড় সবচেয়ে বেশি ১ হাজার ৩৯১টি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। এই রেকর্ডে তিনি পেছনে ফেলেছেন ইংল্যান্ডের কিংবদন্তি গোলকিপার পিটার শিলটনকে।
১২ ঘণ্টা আগেএপ্রিলে এএইচএফ কাপে ছিলেন দলের অধিনায়ক। অথচ হকি এশিয়া কাপের দলে সুযোগ পাননি পুষ্কর খীসা মিমো। শুধু তা-ই নয়, বাদ পড়েছেন মঈনুল ইসলাম কৌশিক ও নাঈম উদ্দিন। মিমোর দাবি, সিনিয়রদের পূর্বপরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে। দল নির্বাচনে হকি ফেডারেশনে গতকাল বাগ্বিতণ্ডাও হয়েছে খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে।
১২ ঘণ্টা আগেদারুণ জয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিক ভুটানকে আজ ৩-১ গোলে হারিয়েছে অর্পিতা বিশ্বাসের দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন আলপি আক্তার।
১৩ ঘণ্টা আগেবিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেওয়া ‘শেয়ার অ্যান্ড কেয়ার’ উদ্যোগের প্রশংসায় করছেন মুশফিকুর রহিম। কিন্তু এই উদ্যোগের ভালো দিকগুলো যত দিন না বাস্তবায়ন করা হবে, তত দিন কোনো ফল আসবে না বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
১৪ ঘণ্টা আগে