নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শুরু থেকে একটা ব্যাপার আলাদা করে সবার নজর কাড়ছে। স্কোয়াডের বাইরেও বেশ কিছু ক্রিকেটার একসঙ্গে অনুশীলন করছেন। ব্যাপারটা আগে ঘটলেও এতটা ঢাকঢোল পিটিয়ে যে হয়নি বলাই যায়।
শুধু অনুশীলনে থাকার জন্য থাকা নয়, জাতীয় দলের কোচিং স্টাফরা বেশ গুরুত্ব দিয়ে স্কোয়াডের বাইরে থাকা ক্রিকেটারদের সঙ্গে কাজ করছেন। ওয়ানডে সিরিজের আগে গত কদিনের অনুশীলন ক্যাম্পেও একই দৃশ্য দেখা গেছে। স্কোয়াডের বাইরে থাকা সৌম্য সরকার, মেহেদী হাসানরা দলের সঙ্গে অনুশীলন করেছেন।
ঈদের আগে আজ বাংলাদেশ দলের শেষ দিনের অনুশীলন শেষে সহকারী কোচ নিক পোথাস জানিয়েছেন, বিকল্প তৈরি রাখতেই ক্যাম্পে বাড়তি ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়েছে। তিনি বলেছেন, ‘এটা হচ্ছে ক্রিকেটারদের সুযোগ দেওয়ার একটা উপায়। তারা যেন এটা না ভাবে যে, তারা গ্রুপের বাইরে। এখান থেকে আমাদের বিকল্পও তৈরি হচ্ছে। কেউ যদি চোটে পড়ে, আমাদের যেন এমন পরিস্থিতিতে পড়তে না হয়, কাউকে না দেখেই ডাকতে হচ্ছে। এ জন্য আমরা তাদের সেরা সুযোগ-সুবিধা দিয়ে অনুশীলনের সুযোগ করে দিচ্ছি, যদি কোনো পরিস্থিতিতে তাদের দরকার হয়। আমরা যতটা সম্ভব তাদের যুক্ত করার চেষ্টা করছি। আমাদের প্রধান কোচের পরিকল্পনা খুবই পরিষ্কার।’
বাড়তি ডাক পাওয়া ক্রিকেটারদের মধ্যে সৌম্য সরকারের অন্তর্ভুক্তি বিস্ময় জাগিয়েছে। বেশ লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে সৌম্য। ঘরোয়া ক্রিকেটেও সেরা অবস্থায় নেই। ক্যাম্পে তাঁকে কেমন দেখেছেন, সেই প্রশ্নে পোথাস বলেছেন, ‘আমি নিশ্চিত না। কারণ আমি তার সেরাটা অনেক বছর আগে টিভিতে দেখেছি। এটা পর্যবেক্ষণের পর্যায়। আমরা তাকে যতটা সম্ভব উন্মুক্ত রাখার চেষ্টা করছি। কারণ, আমরা জানি তার সেরাটা খুবই ভালো। কিন্তু এই মুহূর্তে আমি তাকে মাত্র দু-তিনবার নেটে দেখেছি, যেটা মন্তব্য করার জন্য যথেষ্ট নয়।’
এবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শুরু থেকে একটা ব্যাপার আলাদা করে সবার নজর কাড়ছে। স্কোয়াডের বাইরেও বেশ কিছু ক্রিকেটার একসঙ্গে অনুশীলন করছেন। ব্যাপারটা আগে ঘটলেও এতটা ঢাকঢোল পিটিয়ে যে হয়নি বলাই যায়।
শুধু অনুশীলনে থাকার জন্য থাকা নয়, জাতীয় দলের কোচিং স্টাফরা বেশ গুরুত্ব দিয়ে স্কোয়াডের বাইরে থাকা ক্রিকেটারদের সঙ্গে কাজ করছেন। ওয়ানডে সিরিজের আগে গত কদিনের অনুশীলন ক্যাম্পেও একই দৃশ্য দেখা গেছে। স্কোয়াডের বাইরে থাকা সৌম্য সরকার, মেহেদী হাসানরা দলের সঙ্গে অনুশীলন করেছেন।
ঈদের আগে আজ বাংলাদেশ দলের শেষ দিনের অনুশীলন শেষে সহকারী কোচ নিক পোথাস জানিয়েছেন, বিকল্প তৈরি রাখতেই ক্যাম্পে বাড়তি ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়েছে। তিনি বলেছেন, ‘এটা হচ্ছে ক্রিকেটারদের সুযোগ দেওয়ার একটা উপায়। তারা যেন এটা না ভাবে যে, তারা গ্রুপের বাইরে। এখান থেকে আমাদের বিকল্পও তৈরি হচ্ছে। কেউ যদি চোটে পড়ে, আমাদের যেন এমন পরিস্থিতিতে পড়তে না হয়, কাউকে না দেখেই ডাকতে হচ্ছে। এ জন্য আমরা তাদের সেরা সুযোগ-সুবিধা দিয়ে অনুশীলনের সুযোগ করে দিচ্ছি, যদি কোনো পরিস্থিতিতে তাদের দরকার হয়। আমরা যতটা সম্ভব তাদের যুক্ত করার চেষ্টা করছি। আমাদের প্রধান কোচের পরিকল্পনা খুবই পরিষ্কার।’
বাড়তি ডাক পাওয়া ক্রিকেটারদের মধ্যে সৌম্য সরকারের অন্তর্ভুক্তি বিস্ময় জাগিয়েছে। বেশ লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে সৌম্য। ঘরোয়া ক্রিকেটেও সেরা অবস্থায় নেই। ক্যাম্পে তাঁকে কেমন দেখেছেন, সেই প্রশ্নে পোথাস বলেছেন, ‘আমি নিশ্চিত না। কারণ আমি তার সেরাটা অনেক বছর আগে টিভিতে দেখেছি। এটা পর্যবেক্ষণের পর্যায়। আমরা তাকে যতটা সম্ভব উন্মুক্ত রাখার চেষ্টা করছি। কারণ, আমরা জানি তার সেরাটা খুবই ভালো। কিন্তু এই মুহূর্তে আমি তাকে মাত্র দু-তিনবার নেটে দেখেছি, যেটা মন্তব্য করার জন্য যথেষ্ট নয়।’
ওয়ানডে সিরিজ জয়ের ছন্দ ধরে রেখেই চার দিনের ম্যাচও শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৮ উইকেটে ২২৬ রান তুলেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। খালেদ আহমেদ-এনামুল হকদের তোপেরমুখে ১০১ রানেই ৬ উইকেট হারিয়েছিল সফরকারীরা। সপ্তম উইকেটে মিচেল হে ও ডিন ফক্সফোর্ডের প্রতিরোধে...
১ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মাঝে পড়ে গিয়েছিলেন মোস্তাফিজুর রহমান! ভারত-পাকিস্তান সংঘাতের রেশে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফের শুরু হচ্ছে। শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগও (পিএসএল)। দুই ফ্র্যাঞ্চাইজি লিগ থেকেই প্রস্তাব এসেছিল মোস্তাফিজের কাছে। শেষ পর্যন্ত তিনি সাড়া দিয়েছেন তাঁর পুরোনো...
১ ঘণ্টা আগেইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শেষ দিকে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। আইপিএলের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লিখিত মোস্তাফিজের পারিশ্রমিক চোখ কপালে তোলার মতো! বিবৃতিতে জানানো হয়েছে, ৬ কোটি রুপিতে রুপি (প্রায় ৮ কোটি টাকা) মোস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের ওয়ানডে সিরিজে রোমাঞ্চ ছাড়া যেন চলছেই না। রাজশাহীতে পরশু প্রথম ওয়ানডেতে বাংলাদেশ পেয়েছিল ৩ উইকেটের রুদ্ধশ্বাস জয়। একই মাঠে আজ দ্বিতীয় ওয়ানডেতেও রোমাঞ্চ ছড়িয়েছে শেষ পর্যন্ত। ম্যাচে শেষ হাসি হেসেছে বাংলাদেশ।
৪ ঘণ্টা আগে