অনলাইন ডেস্ক
আরব আমিরাতের শারজায় ৬ নভেম্বর শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজে অলরাউন্ডার সাকিব আল হাসানের খেলা, না খেলা নিয়ে নিয়ে চলছে নানা আলোচনা ও গুঞ্জন। দেশের মাটিতে নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগের কারণে ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত দেশে না আসায় সেই ম্যাচটি খেলা হয়নি তাঁর। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, দেশের বাইরে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন এই ওয়ানডে সিরিজে সাকিবকে পাওয়া যাবে কি না।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ এক দিন আগে দুবাই থেকে দেশে ফিরেছেন। আজ বিকেলে মিরপুরে বিসিবির জরুরি বোর্ড সভার আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। আফগানিস্তানের বিপক্ষে সাকিবের খেলা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে বিসিবির সভাপতির কৌশলী উত্তর, ‘যেহেতু ম্যাচটি দেশের বাইরে হবে, আর এখনো দল ঘোষণা করা হয়নি, তাই সিরিজের জন্য সে অ্যাভেইলেবল। আজ রাতে আমি চট্টগ্রামে যাচ্ছি। আগামীকাল সময়মতো দলের ক্রিকেটার ও কোচদের সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া নির্বাচকদের সঙ্গেও কথা হবে। সেখান থেকেই দল ঘোষণা হতে পারে।’
এদিকে চট্টগ্রাম টেস্ট শুরুর আগে তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন নিয়ে আলোচনা চলছে। বিসিবি সভাপতি এ প্রসঙ্গে বলেন, ‘আমি গণমাধ্যমে শান্তর অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি দেখেছি। তবে আমার সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। চট্টগ্রামে শান্তর সঙ্গে সাক্ষাৎ হলে বিস্তারিত আলোচনা করা হবে।’
বিসিবি সভাপতির এই মন্তব্য ইঙ্গিত দেয় যে শান্তর অধিনায়কত্ব নিয়ে বোর্ডে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। শান্তর অধিনায়কত্ব ছাড়া নিয়ে গুঞ্জন হলেও বোর্ডের পক্ষ থেকে এখনো কিছু স্পষ্ট করা হয়নি। চট্টগ্রামে বিসিবি সভাপতি ও শান্তর মধ্যকার আলোচনা শেষে হয়তো এই বিষয়ে পরিষ্কার কোনো ঘোষণা আসতে পারে।
৬ নভেম্বর শুরু হতে হওয়া ওয়ানডে সিরিজের পরের দুটি ম্যাচ হবে ৮ এবং ১১ নভেম্বর।
আরব আমিরাতের শারজায় ৬ নভেম্বর শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজে অলরাউন্ডার সাকিব আল হাসানের খেলা, না খেলা নিয়ে নিয়ে চলছে নানা আলোচনা ও গুঞ্জন। দেশের মাটিতে নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগের কারণে ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত দেশে না আসায় সেই ম্যাচটি খেলা হয়নি তাঁর। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, দেশের বাইরে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন এই ওয়ানডে সিরিজে সাকিবকে পাওয়া যাবে কি না।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ এক দিন আগে দুবাই থেকে দেশে ফিরেছেন। আজ বিকেলে মিরপুরে বিসিবির জরুরি বোর্ড সভার আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। আফগানিস্তানের বিপক্ষে সাকিবের খেলা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে বিসিবির সভাপতির কৌশলী উত্তর, ‘যেহেতু ম্যাচটি দেশের বাইরে হবে, আর এখনো দল ঘোষণা করা হয়নি, তাই সিরিজের জন্য সে অ্যাভেইলেবল। আজ রাতে আমি চট্টগ্রামে যাচ্ছি। আগামীকাল সময়মতো দলের ক্রিকেটার ও কোচদের সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া নির্বাচকদের সঙ্গেও কথা হবে। সেখান থেকেই দল ঘোষণা হতে পারে।’
এদিকে চট্টগ্রাম টেস্ট শুরুর আগে তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন নিয়ে আলোচনা চলছে। বিসিবি সভাপতি এ প্রসঙ্গে বলেন, ‘আমি গণমাধ্যমে শান্তর অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি দেখেছি। তবে আমার সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। চট্টগ্রামে শান্তর সঙ্গে সাক্ষাৎ হলে বিস্তারিত আলোচনা করা হবে।’
বিসিবি সভাপতির এই মন্তব্য ইঙ্গিত দেয় যে শান্তর অধিনায়কত্ব নিয়ে বোর্ডে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। শান্তর অধিনায়কত্ব ছাড়া নিয়ে গুঞ্জন হলেও বোর্ডের পক্ষ থেকে এখনো কিছু স্পষ্ট করা হয়নি। চট্টগ্রামে বিসিবি সভাপতি ও শান্তর মধ্যকার আলোচনা শেষে হয়তো এই বিষয়ে পরিষ্কার কোনো ঘোষণা আসতে পারে।
৬ নভেম্বর শুরু হতে হওয়া ওয়ানডে সিরিজের পরের দুটি ম্যাচ হবে ৮ এবং ১১ নভেম্বর।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসান ফিরলেন তিন বছর পর। কিন্তু দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরেও রাঙাতে পারলেন না তিনি। ব্যাটিং-বোলিং কোথাও তিনি পারফরম্যান্সের ছাপ রাখতে পারেননি। এমনকি বাংলাদেশের অলরাউন্ডার মেজাজও হারিয়েছেন তাঁর সিপিএলে ফেরার দিনে।
৩৫ মিনিট আগেশেষ হতে চলেছে চলতি বছরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। ক্যাম্প ঠিকঠাক আয়োজনে যথেষ্ট ব্যয় ও সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিসিবির কৃপণতা নেই। কিন্তু দীর্ঘ ক্যাম্প শেষে লক্ষ্য কতটা পূরণ হলো এইচপির, সে প্রশ্ন এসে যাচ্ছে।
১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
১৩ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
১৫ ঘণ্টা আগে