নাম—পাকিস্তান সুপার লিগ। তবে এখন কেউ কেউ মজা করে ডাকছে—পাকিস্তান স্মোকিং লিগ। দুটোর সংক্ষিপ্ত রূপ একই—পিএসএল! হঠাৎ করে কেন এমন নামকরণ? সেটি খোলাসা হবে একটু পরেই।
গতকাল ছিল পিএসএলের ৯ম সংস্করণের ফাইনাল। করাচিতে মুখোমুখি হয়েছিল ইসলামাবাদ ইউনাইটেড ও মুলতান সুলতান। সেই ম্যাচ দিয়েই মূলত পিএসএলের এই কৌতুকপূর্ণ নামকরণ। রোমাঞ্চ ছড়ানো ম্যাচটিতে ইসলামাবাদের জার্সি পরিহিত অবস্থায় ড্রেসিংরুমে ধূমপান করতে দেখা যায় ইমাদ ওয়াসিমকে। বেশ লুকিয়ে, সবার অলক্ষ্যে ধূমপান করতে চেয়েছিলেন তিনি।
কিন্তু মাঠের চারদিকে ক্যামেরা। সেই সব ক্যামেরা ফাঁকি দেওয়া কী অত সহজ! ইমাদের ধূমপান ও ধোঁয়া ছাড়ার দৃশ্য ঠিকই ক্যামেরাবন্দী হয়েছে। আর সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। ইমাদের ধূমপানের একটি ভিডিও ফরিদ খান নামের একজন তাঁর অফিশিয়াল এক্সে পোস্ট দিয়ে ক্যাপশন দিয়েছেন, ‘পাকিস্তান স্মোকিং লিগ’। সেই শিরোনাম দিয়ে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভিও।
ইমাদের এই ধূমপানের দৃশ্য মুলতানের ব্যাটিংয়ের সময়। ড্রেসিংরুমে ফেরার আগে আগে ৫ উইকেট নিয়ে পাকিস্তানের এই ৩৫ বছর বয়সী অলরাউন্ডারই মুলতানকে বড় সংগ্রহ করতে দেননি। শিরোপাও উঠেছে তাঁর হাতে। ম্যাচ-সেরাও ইমাদ। অবশ্য ধূমপানের ঘটনায় এখন পর্যন্ত তাঁর শাস্তি নিয়ে কোনো ঘোষণা আসেনি। খেলার সময় ধূমপান নিয়মবহির্ভূত, সেটি যেকোনো টুর্নামেন্টে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সঙ্গে পিএসএলের এই একটা ঘটনায় দারুণ সাদৃশ্য পাওয়া গেল। গত বছর বিপিএলে ড্রেসিংরুমে ধূমপান করেছিলেন খালেদ মাহমুদ সুজন। সেই দৃশ্য ভাইরালও হয়। ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচের সময় খেলার চেতনাবিরোধী এমন কাজ করায় শাস্তি পান সেই সময়ের খুলনা টাইগার্স কোচ। ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয় সুজনের। আর আচরণবিধিতে যুক্ত হয়েছে আরও দুটি ডিমেরিট পয়েন্ট।
নাম—পাকিস্তান সুপার লিগ। তবে এখন কেউ কেউ মজা করে ডাকছে—পাকিস্তান স্মোকিং লিগ। দুটোর সংক্ষিপ্ত রূপ একই—পিএসএল! হঠাৎ করে কেন এমন নামকরণ? সেটি খোলাসা হবে একটু পরেই।
গতকাল ছিল পিএসএলের ৯ম সংস্করণের ফাইনাল। করাচিতে মুখোমুখি হয়েছিল ইসলামাবাদ ইউনাইটেড ও মুলতান সুলতান। সেই ম্যাচ দিয়েই মূলত পিএসএলের এই কৌতুকপূর্ণ নামকরণ। রোমাঞ্চ ছড়ানো ম্যাচটিতে ইসলামাবাদের জার্সি পরিহিত অবস্থায় ড্রেসিংরুমে ধূমপান করতে দেখা যায় ইমাদ ওয়াসিমকে। বেশ লুকিয়ে, সবার অলক্ষ্যে ধূমপান করতে চেয়েছিলেন তিনি।
কিন্তু মাঠের চারদিকে ক্যামেরা। সেই সব ক্যামেরা ফাঁকি দেওয়া কী অত সহজ! ইমাদের ধূমপান ও ধোঁয়া ছাড়ার দৃশ্য ঠিকই ক্যামেরাবন্দী হয়েছে। আর সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। ইমাদের ধূমপানের একটি ভিডিও ফরিদ খান নামের একজন তাঁর অফিশিয়াল এক্সে পোস্ট দিয়ে ক্যাপশন দিয়েছেন, ‘পাকিস্তান স্মোকিং লিগ’। সেই শিরোনাম দিয়ে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভিও।
ইমাদের এই ধূমপানের দৃশ্য মুলতানের ব্যাটিংয়ের সময়। ড্রেসিংরুমে ফেরার আগে আগে ৫ উইকেট নিয়ে পাকিস্তানের এই ৩৫ বছর বয়সী অলরাউন্ডারই মুলতানকে বড় সংগ্রহ করতে দেননি। শিরোপাও উঠেছে তাঁর হাতে। ম্যাচ-সেরাও ইমাদ। অবশ্য ধূমপানের ঘটনায় এখন পর্যন্ত তাঁর শাস্তি নিয়ে কোনো ঘোষণা আসেনি। খেলার সময় ধূমপান নিয়মবহির্ভূত, সেটি যেকোনো টুর্নামেন্টে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সঙ্গে পিএসএলের এই একটা ঘটনায় দারুণ সাদৃশ্য পাওয়া গেল। গত বছর বিপিএলে ড্রেসিংরুমে ধূমপান করেছিলেন খালেদ মাহমুদ সুজন। সেই দৃশ্য ভাইরালও হয়। ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচের সময় খেলার চেতনাবিরোধী এমন কাজ করায় শাস্তি পান সেই সময়ের খুলনা টাইগার্স কোচ। ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয় সুজনের। আর আচরণবিধিতে যুক্ত হয়েছে আরও দুটি ডিমেরিট পয়েন্ট।
জিয়ানলুইজি দোন্নারুম্মার ওপর গত রাতে কী ভর করেছিল, সেটা তিনিই ভালো জানেন। পিএসজির রক্ষণদুর্গে বারবার হানা দেওয়া আর্সেনালকে গোলই করতে দেননি। যত ভাবেই গোলের চেষ্টা করুক না কেন, দোন্নারুম্মার বীরত্বের কাছে বারবার হার মানতে হয়েছে আর্সেনালকে।
২৮ মিনিট আগেচট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় দিনের শেষ বিকেলে এলোমেলো হয়ে পড়েছিল বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা করেছিলেন ‘আত্মহত্যা’। আজ তৃতীয় দিনের সকালে জিম্বাবুয়ের বিপক্ষে সাবলীলভাবে খেলছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগে২০০৮-এর ১১ এপ্রিল ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-পাকিস্তান। এই মাঠে এখন পর্যন্ত এটাই সবশেষ কোনো আন্তর্জাতিক ম্যাচ। অবশেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দিয়েই ইকবাল স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের অপেক্ষা ফুরোচ্ছে।
১ ঘণ্টা আগেসকাল থেকেই চট্টগ্রামের আকাশে ছিল মেঘের আনাগোনা। চারপাশে গুমোট আবহাওয়া। আবহাওয়ার পূর্বাভাসে যেমনটা বলা হয়েছিল, তেমনটিই দেখা যায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের তৃতীয় দিনের সকালে।
৩ ঘণ্টা আগে