Ajker Patrika

হজে যাবেন রশিদ, খেলবেন না ভারত সিরিজে

আপডেট : ২৪ জুন ২০২২, ১৭: ৫০
হজে যাবেন রশিদ, খেলবেন না ভারত সিরিজে

মহান আল্লাহর সন্তুষ্টি কামনায় আগে থেকেই হজের নিয়ত করে রেখেছিলেন মুশফিকুর রহিম। তাই আগেভাগেই ছুটিও নিয়ে রেখেছেন। মুশফিকের মতো আদিল রশিদও হজ পালনের উদ্দেশ্যে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) থেকে ছুটি নিয়েছেন। ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজে তাই থাকছেন না এই ইংলিশ লেগ স্পিনার।

আগামীকাল সৌদি আরবের উদ্দেশে বিমানে চড়বেন আদিল রশিদ। এ বছরের শুরু থেকেই হজে যাওয়ার মনস্থির করেছিলেন তিনি, ‘এর জন্য অপেক্ষায় ছিলাম। তবে সময় বের করা কঠিন হচ্ছিল। এ বছর মনে হলো এটা বিশেষ কিছু, যা আমাকে করতেই হবে। আমি ইসিবি ও ইয়র্কশায়ারকে জানালে তারা আমাকে এ ব্যাপারে উৎসাহ দেয়। আমি ও আমার স্ত্রী কয়েক সপ্তাহ সেখানে থাকব। এটা আমার জন্য দারুণ ব্যাপার।’

আদিল রশিদ হজের জন্য খেলতে পারবেন না ভারত সিরিজে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভারত সিরিজ কোনো রকম দ্বিধা তৈরি করেছিল কি না—এ বিষয়ে লেগ স্পিনার বলেছেন, ‘সিদ্ধান্তের বিষয়ে এই সিরিজ কোনো প্রধান বিবেচনার বিষয় ছিল না। ভারতের বিপক্ষে খেলা বলে না যাওয়াই ভালো হবে এমনটা আমার মাথায় কখনো আসেনি। এমন সিদ্ধান্তের সঙ্গে ক্রিকেটের কোনো সম্পর্ক নেই।’ 

ভারতের বিপক্ষে ৭ জুলাই থেকে শুরু হওয়া সাদা বলের সিরিজ শেষ হবে ১৭ জুলাই। এই সিরিজে খেলতে না পারলেও দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলতে পারবেন আদিল রশিদ। ১৯ জুলাই সিরিজ শুরু হওয়ার আগেই তিনি দেশে ফিরবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত