টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামার আগে টানা পাঁচটি সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। এমনকি বাংলাদেশের কাছেও তারা ধরাশায়ী হয়েছে ৪-১ ব্যবধানে। সেই অজিরাই এখন বিশ্বকাপ সেমিফাইনালে।
দুবাইয়ে আজ রাতে ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হবেন ডেভিড ওয়ার্নার-গ্লেন ম্যাক্সওয়েলরা। সে লড়াইয়ে তো বটেই, উত্তরসূরিদের হাতেই এবারের বিশ্বকাপ শিরোপা দেখছেন ব্রেট লি।
সেমিফাইনালের আগে আইসিসির কলামে অস্ট্রেলিয়ার সাবেক গতিরাজ লিখেছেন, ‘প্রায় এক মাসের লড়াইয়ের পর রইল বাকি চার (এখন তিন) দল। তবে আমি মনে করি, এই বছরটি অস্ট্রেলিয়ার হতে চলেছে। ওরা ছন্দ ফিরে পেয়েছে। সব কিছুই ওদের পক্ষে যাচ্ছে।’
ওয়ার্নার ফর্মে ফেরাতেই বড় স্বপ্ন দেখছেন লি, ‘ওর সামর্থ্যে আমার বিশ্বাস আছে। বিশ্বকাপ শুরুর আগে ওর সঙ্গে কথা হয়েছে। বলেছি, অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি রান করবে তুমি। সে বড় ম্যাচে খেলোয়াড়, বড় টুর্নামেন্টের খেলোয়াড়।’
টানা পাঁচ সিরিজ হেরে বিশ্বকাপ খেলতে আসায় অস্ট্রেলিয়াকে কেউ ফেবারিটের তালিকায় রাখেনি। এটাই দলের ওপর থেকে চাপ সরিয়েছে বলে মনে করেন লি, ‘আন্ডারডগ হিসেবে খেলতে আসাটা ওদের সহায়তা করেছে। যখন কেউ ফেবারিট তকমা নিয়ে খেলতে নামে, তখন সেটা যেমন আত্মবিশ্বাস বাড়ায়; একইসঙ্গে (সমর্থকদের) প্রত্যাশাও বাড়িয়ে দেয়।’
বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ভালো করার পেছনে অ্যাডাম জাম্পারও অবদান দেখছেন ৪৫ বছর বয়সী লি, ‘জাম্পা টি-টোয়েন্টিতে ভিন্নতা এনেছে। সে দ্রুত ওভার শেষ করে ফেলে। প্রতিপক্ষ ব্যাটারদের বুঝে ওঠার সময় দেয় না। সে অস্ট্রেলিয়ার সাফল্যের চাবি, দলের বড় অস্ত্রও।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামার আগে টানা পাঁচটি সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। এমনকি বাংলাদেশের কাছেও তারা ধরাশায়ী হয়েছে ৪-১ ব্যবধানে। সেই অজিরাই এখন বিশ্বকাপ সেমিফাইনালে।
দুবাইয়ে আজ রাতে ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হবেন ডেভিড ওয়ার্নার-গ্লেন ম্যাক্সওয়েলরা। সে লড়াইয়ে তো বটেই, উত্তরসূরিদের হাতেই এবারের বিশ্বকাপ শিরোপা দেখছেন ব্রেট লি।
সেমিফাইনালের আগে আইসিসির কলামে অস্ট্রেলিয়ার সাবেক গতিরাজ লিখেছেন, ‘প্রায় এক মাসের লড়াইয়ের পর রইল বাকি চার (এখন তিন) দল। তবে আমি মনে করি, এই বছরটি অস্ট্রেলিয়ার হতে চলেছে। ওরা ছন্দ ফিরে পেয়েছে। সব কিছুই ওদের পক্ষে যাচ্ছে।’
ওয়ার্নার ফর্মে ফেরাতেই বড় স্বপ্ন দেখছেন লি, ‘ওর সামর্থ্যে আমার বিশ্বাস আছে। বিশ্বকাপ শুরুর আগে ওর সঙ্গে কথা হয়েছে। বলেছি, অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি রান করবে তুমি। সে বড় ম্যাচে খেলোয়াড়, বড় টুর্নামেন্টের খেলোয়াড়।’
টানা পাঁচ সিরিজ হেরে বিশ্বকাপ খেলতে আসায় অস্ট্রেলিয়াকে কেউ ফেবারিটের তালিকায় রাখেনি। এটাই দলের ওপর থেকে চাপ সরিয়েছে বলে মনে করেন লি, ‘আন্ডারডগ হিসেবে খেলতে আসাটা ওদের সহায়তা করেছে। যখন কেউ ফেবারিট তকমা নিয়ে খেলতে নামে, তখন সেটা যেমন আত্মবিশ্বাস বাড়ায়; একইসঙ্গে (সমর্থকদের) প্রত্যাশাও বাড়িয়ে দেয়।’
বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ভালো করার পেছনে অ্যাডাম জাম্পারও অবদান দেখছেন ৪৫ বছর বয়সী লি, ‘জাম্পা টি-টোয়েন্টিতে ভিন্নতা এনেছে। সে দ্রুত ওভার শেষ করে ফেলে। প্রতিপক্ষ ব্যাটারদের বুঝে ওঠার সময় দেয় না। সে অস্ট্রেলিয়ার সাফল্যের চাবি, দলের বড় অস্ত্রও।’
চট্টগ্রাম টেস্টে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আলাদা করে মেহেদী হাসান মিরাজই কেড়ে নিয়েছেন ম্যাচের আলো। লেজের ব্যাটারদের নিয়ে বাংলাদেশের প্রথম ইনিংস নিয়ে গেছেন ৪৪৪ রানে। দল পায় ২১৭ রানের লিড। ৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিং নামে আজ স্বাগতিকেরা। টেলএন্ডার ব্যাটারদের নিয়ে মিরা
১ ঘণ্টা আগেবৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমিয়ে নির্ধারণ হয় ২৮ ওভারে। শেষে ওভার পুরোপুরি খেলা হয়নি আলোকস্বল্পতার কারণে। কিন্তু যত ওভার হয়েছে, তাতে বাংলাদেশের জয় আটকানো গেল না। কলম্বোয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ডিএল মেথডে ৩৯ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ যুবারা।
২ ঘণ্টা আগে২০২২ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবল দলের লেজেগোবরে অবস্থা। এই সময়ে ৩ জন কোচ পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্সে। এবার তাই দলের জন্য হাইপ্রোফাইল কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের কোচ হিসেবে রিয়া
৩ ঘণ্টা আগেব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড়
৩ ঘণ্টা আগে