হার না মানা সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ইংল্যান্ডকে জিতিয়েছেন জো রুট। নতুন অধিনায়ক বেন স্টোকসকে নিয়ে বিপর্যয় কাটিয়ে ওঠার পর কিপার-ব্যাটার বেন ফোকসকে নিয়ে দলকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিয়েছেন তিনি।
১১৫ রানের অসাধারণ ইনিংস উপহার দেওয়ার পথে দ্রুততম ব্যাটার হিসেবে ১০ হাজার টেস্ট রানের কীর্তি গড়েছেন রুট। এরপর থেকেই মার্ক টেলর, মাইকেল ভনদের মতো সাবেকরা রুটের স্তুতি গাইতে শুরু করেছেন।
তবে সবকিছুকে ছাপিয়ে গেছে রুটের একটি জাদুকরী মুহূর্ত। কোনো কিছুর সঙ্গে হেলান দিয়ে না থাকলেও অবিশ্বাস্যভাবে ভারসাম্য রক্ষা করে দাঁড়িয়ে ছিল তাঁর ব্যাট!
ভিডিওতে দেখা গেছে, লর্ডসে ম্যাচের চতুর্থ ইনিংসে বোলিং রানআপ নিচ্ছেন কাইল জেমিসন। স্ট্রাইক প্রান্তে ফোকস। সে সময় নন-স্ট্রাইক প্রান্তে থাকা রুট কোনো কিছুর সাহায্য ছাড়াই ক্রিজে ব্যাট দাঁড় করিয়ে রাখেন। যেন ব্যাটের নিচে শিকড় গজিয়েছিল। জেমিসন বল ছোড়ার আগমুহূর্তে ব্যাট হাতে তুলে নেন রুট।
ব্যাটকে এভাবে বশে আনতে দেখে রীতিমতো অবাক সবাই। ইংল্যান্ডের কিংবদন্তি স্ট্রাইকার গ্যারি লিনেকার তো লিখেই ফেলেছেন, ‘সে একজন জাদুকর।’
ইংল্যান্ডের একনিষ্ঠ সমর্থকগোষ্ঠী বার্মি-আর্মির এক সদস্য লিখেছেন, ‘শুধু ব্যাট হাতে নয়; ব্যাট ছাড়াও সে জাদুকর।’
রুট যে ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক কোম্পানি ‘নিউ ব্যালান্স’-এর ব্যাট দিয়ে খেলেন, আরেকজন টুইটার ব্যবহারকারী মজার ছলে সেটিই মনে করিয়ে দিয়েছেন, ‘রুট কোন ব্যাট দিয়ে খেলেন, জানেন তো? একেই বলে নতুন ভারসাম্য।’
তবে সবার কৌতূহল মেটান সাংবাদিক পিয়ার্স মরগান। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘এটা কোনো জাদুবিদ্যা নয়। সাধারণত অন্য ক্রিকেটাররা যে ধরনের ব্যাট দিয়ে খেলে থাকেন, রুটেরটা তাঁদের থেকে একদমই আলাদা। তাঁর ব্যাট ফাঁপা নয়; একদম সোজা। সে কারণে বাতাসের চাপ না থাকলে কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখা যায়।’
হার না মানা সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ইংল্যান্ডকে জিতিয়েছেন জো রুট। নতুন অধিনায়ক বেন স্টোকসকে নিয়ে বিপর্যয় কাটিয়ে ওঠার পর কিপার-ব্যাটার বেন ফোকসকে নিয়ে দলকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিয়েছেন তিনি।
১১৫ রানের অসাধারণ ইনিংস উপহার দেওয়ার পথে দ্রুততম ব্যাটার হিসেবে ১০ হাজার টেস্ট রানের কীর্তি গড়েছেন রুট। এরপর থেকেই মার্ক টেলর, মাইকেল ভনদের মতো সাবেকরা রুটের স্তুতি গাইতে শুরু করেছেন।
তবে সবকিছুকে ছাপিয়ে গেছে রুটের একটি জাদুকরী মুহূর্ত। কোনো কিছুর সঙ্গে হেলান দিয়ে না থাকলেও অবিশ্বাস্যভাবে ভারসাম্য রক্ষা করে দাঁড়িয়ে ছিল তাঁর ব্যাট!
ভিডিওতে দেখা গেছে, লর্ডসে ম্যাচের চতুর্থ ইনিংসে বোলিং রানআপ নিচ্ছেন কাইল জেমিসন। স্ট্রাইক প্রান্তে ফোকস। সে সময় নন-স্ট্রাইক প্রান্তে থাকা রুট কোনো কিছুর সাহায্য ছাড়াই ক্রিজে ব্যাট দাঁড় করিয়ে রাখেন। যেন ব্যাটের নিচে শিকড় গজিয়েছিল। জেমিসন বল ছোড়ার আগমুহূর্তে ব্যাট হাতে তুলে নেন রুট।
ব্যাটকে এভাবে বশে আনতে দেখে রীতিমতো অবাক সবাই। ইংল্যান্ডের কিংবদন্তি স্ট্রাইকার গ্যারি লিনেকার তো লিখেই ফেলেছেন, ‘সে একজন জাদুকর।’
ইংল্যান্ডের একনিষ্ঠ সমর্থকগোষ্ঠী বার্মি-আর্মির এক সদস্য লিখেছেন, ‘শুধু ব্যাট হাতে নয়; ব্যাট ছাড়াও সে জাদুকর।’
রুট যে ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক কোম্পানি ‘নিউ ব্যালান্স’-এর ব্যাট দিয়ে খেলেন, আরেকজন টুইটার ব্যবহারকারী মজার ছলে সেটিই মনে করিয়ে দিয়েছেন, ‘রুট কোন ব্যাট দিয়ে খেলেন, জানেন তো? একেই বলে নতুন ভারসাম্য।’
তবে সবার কৌতূহল মেটান সাংবাদিক পিয়ার্স মরগান। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘এটা কোনো জাদুবিদ্যা নয়। সাধারণত অন্য ক্রিকেটাররা যে ধরনের ব্যাট দিয়ে খেলে থাকেন, রুটেরটা তাঁদের থেকে একদমই আলাদা। তাঁর ব্যাট ফাঁপা নয়; একদম সোজা। সে কারণে বাতাসের চাপ না থাকলে কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখা যায়।’
রাজনৈতিক টানাপোড়েনে ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজ এখন আর দেখা যায় না। দুই দলের ম্যাচ নিয়ে সংশয়, অনিশ্চয়তা তৈরি হয় বহুজাতীয় টুর্নামেন্টেও। ২০২৫ এশিয়া কাপ আয়োজন নিয়ে তো আর কম জলঘোলা হয়নি। জটিলতা কাটিয়ে এশিয়া কাপ ঠিক সময়েই হতে যাচ্ছে।
৪ ঘণ্টা আগেবড় লক্ষ্য বাংলাদেশ ‘এ’ দল দিতে পারেনি মেলবোর্ন স্টারস একাডেমিকে। টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে জয়ের জন্য স্বাগতিক দলের লক্ষ্য ছিল ১৫৭। ৩ উইকেট ও ৪ বল হাতে রেখেই সেই লক্ষ্যে পৌঁছে ৩ উইকেটে জিতেছে মেলবোর্ন স্টারস একাডেমি।
৫ ঘণ্টা আগেসিলেটে নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ দল। এর মধ্যে দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে খবর—বাংলাদেশ দলের ওপেনার তানজিদ তামিম বাগদান সেরেছেন। তাঁর নামে খোলা একটি অ্যাকাউন্ট থেকে এমন পোস্ট আসায় বেশ কিছু গণমাধ্যমও উদ্ধৃতি দিয়ে সংবাদ প্রকাশ করে।
৬ ঘণ্টা আগেবাংলাদেশের বিপক্ষে গত মাসে ওয়ানডে সিরিজে কাঁপিয়ে দিয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হাসারাঙ্গা নিয়েছিলেন ৯ উইকেট। এক মাস পর এবার জিম্বাবুয়ে সিরিজে তাঁকে পাচ্ছে না শ্রীলঙ্কা।
৭ ঘণ্টা আগে