Ajker Patrika

ট্রফি নিয়ে ঘুমানোর প্রসঙ্গে কী বলছেন শান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ট্রফি নিয়ে ঘুমানোর প্রসঙ্গে কী বলছেন শান্ত

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাই করে শিরোপা নিয়ে ঘুমানোর ছবি নাজমুল হোসেন শান্ত পোস্ট করেন সামাজিক মাধ্যমে। ‘শুভ সকাল’ ক্যাপশনে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি পোস্ট করে সমালোচনার মুখে পড়েন শান্ত। বাংলাদেশের অধিনায়ক গতকাল দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এ ব্যাপারেও।

পাকিস্তানের মাঠে পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাই বলেই যে বাংলাদেশ অধিনায়ক শান্তর উচ্ছ্বাস বেশি। ইমিগ্রেশন শেষ করে গত রাতে ঢাকা বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের পকেট গেট দিয়ে বের হয়ে শিরোপা নিয়ে উদযাপন শুরু করেন। হাসিমুখে সাংবাদিকদের একের পর এক প্রশ্নের উত্তর দিয়েছেন শান্ত।যখন এল ট্রফি নিয়ে ঘুমানোর প্রসঙ্গ, সংবাদমাধ্যমকে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এমন জয়টা আসলেই বিশেষ। তাই একবার মনে হলো রাতে শোয়ার সময় ট্রফিটা নিয়েই ঘুমাই। কাউকে দেখে না ঠিক। তবে এমন ভাব হয়তো লিওনেল মেসিকে দিয়ে শুরু হয়েছিল। এই আরকি।’

টেস্টে ১৪৪ ম্যাচ খেলে বাংলাদেশ এখন পর্যন্ত জিতেছে ২১ ম্যাচ। যার মধ্যে দেশে জিতেছে ১৩টি। বিদেশে ৮ জয়ের দুটিই এসেছে এবার পাকিস্তানের বিপক্ষে। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের পাকিস্তান পাত্তাই পায়নি বাংলাদেশের সামনে।  দুটো ম্যাচেই হেসেখেলে জিতে দেশে ফিরে শান্ত সংবাদমাধ্যমকে বলেন,‘এই সিরিজটা আমাদের জন্য ভালো হয়েছে। আমরা যাওয়ার আগে দারুণ প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম। মনস্তাত্ত্বিক বলেন, স্কিল—ক্রিকেটারদের সবকিছু ভালো একটা পজিশনে ছিল।  আমরা পাকিস্তানে তিনদিন আগে গিয়েছিলাম নির্ধারিত তারিখের। এটা আমাদের অনেক উপকার করেছে।’

বড় কোনো টুর্নামেন্ট জয়ের পর খেলোয়াড়দের ট্রফি নিয়ে ঘুমিয়ে থাকার ছবি বেশ পরিচিত ঘটনা। ২০২২ বিশ্বকাপ জিতে ঘুমিয়েছিলেন লিওনেল মেসি।২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ট্রফি নিয়ে ঘুমান রোহিত শর্মা। এ বছরই যুব সাফ জেতার পরও মিরাজুল ইসলাম এভাবে ঘুমিয়েছেন। তবে মেসি-মিরাজুলদের  দেখানো পথ অনুসরণ করেই যে সমালোচনায় পড়লেন শান্ত। কারণ তাঁর নেতৃত্বে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশ ৪৫.৮৩ শতাংশ সাফল্যের হার নিয়ে চারে অবস্থান করছে। তবে তাঁর ব্যাট রয়েছে ঘুমিয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত