ক্রীড়া ডেস্ক
সিরিজের প্রথম ওয়ানডেতেই ধাক্কা খেল বাংলাদেশ নারী ইমার্জিং দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে শুরুতে বেশ চাপে রেখেছিল বাংলাদেশ। স্বাগতিকদের সেই হুংকার অবশ্য ছিল সাময়িক সময়ের জন্যই।
চট্টগ্রামে আজ শুরু হয়েছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ১৭৯ রান করে দক্ষিণ আফ্রিকাকে হারাতে হলে বাংলাদেশকে করতে হতো বিশেষ কিছুই। বোলিংয়ে কিছুটা আশা জাগিয়েছিল শারমিন সুলতানার বাংলাদেশ। শেষ পর্যন্ত ৫ উইকেটের জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।
প্রথম ওয়ানডেতে ১৮০ রানের লক্ষ্যে নেমে চোখে সর্ষেফুল দেখতে থাকে দক্ষিণ আফ্রিকা। ১২.১ ওভারে ৩ উইকেটে ২৪ রানে পরিণত হয় সফরকারীরা। ২-এর কম রানরেটই বলে দিচ্ছে রান করতে কতটা হাঁসফাঁস করেছে তারা। এমন অবস্থায় চতুর্থ উইকেটে ডেলমারি টাকার ও ফায়ে টিউনিক্লিফ গড়েন ৫৫ রানের জুটি। ২৪তম ওভারের পঞ্চম বলে টাকারকে ফিরিয়ে জুটি ভাঙেন স্বর্ণা আক্তার।
টাকার ফেরার ১৩ বল পরই দক্ষিণ আফ্রিকা হারায় আরেক উইকেট। ২৬তম ওভারের শেষ বলে সফরকারীদের উইকেটরক্ষক ব্যাটার ভেরুন্নিসা রেড্ডিকে বোল্ড করেন স্বর্ণা। দ্রুত ২ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার স্কোর হয়ে যায় ২৬ ওভারে ৫ উইকেটে ৮৪ রান। তখন বাংলাদেশের জয়ের সামান্য আশা জাগলেও শেষ পর্যন্ত জিতেছে দক্ষিণ আফ্রিকাই। ৪৫.৫ ওভারে ৫ উইকেটে ১৮০ রান করে ফেলে সফরকারীরা। ষষ্ঠ উইকেটে এলিজ মারি মার্ক্স ও টিউনিক্লিফ গড়েন ৯৬ রানের অবিচ্ছেদ্য জুটি।
দক্ষিণ আফ্রিকার ২৫ বল হাতে রেখে ৫ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন টিউনিক্লিফ। ইনিংস সর্বোচ্চ ৮৯ রান করে অপরাজিত থাকেন তিনি। ১১৮ বলের ইনিংসে মেরেছেন ৮ চার।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কিগোমোটসো রাপু। প্রথমে ব্যাটিং পাওয়া বাংলাদেশের স্কোর একটা পর্যায়ে ছিল ৩৭.১ ওভারে ৪ উইকেটে ১৪৮ রান। এখান থেকেই বাংলাদেশের ইনিংসে ধস নামার শুরু। ৪৭.৫ ওভারে ১৭৯ রানে গুটিয়ে যায় শারমিনের দল। ইনিংস সর্বোচ্চ ৫২ রান করেন সুমাইয়া আক্তার। ৭৩ বলের ইনিংসে মেরেছেন ৬ চার।
দক্ষিণ আফ্রিকার টাকার ৯ ওভারে ৩২ রানে নিয়েছেন ৩ উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন গান্দি পাপামা লুমেলা জাফতা ও লুয়েন্দা এলিলে এনজুজা। জোনস, আলেক্সান্দ্রা ক্লেয়ার ক্যান্ডলার ও জিন্তলে লান্দেলা আফিউই কুলা নিয়েছেন একটি করে উইকেট।
সিরিজের প্রথম ওয়ানডেতেই ধাক্কা খেল বাংলাদেশ নারী ইমার্জিং দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে শুরুতে বেশ চাপে রেখেছিল বাংলাদেশ। স্বাগতিকদের সেই হুংকার অবশ্য ছিল সাময়িক সময়ের জন্যই।
চট্টগ্রামে আজ শুরু হয়েছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ১৭৯ রান করে দক্ষিণ আফ্রিকাকে হারাতে হলে বাংলাদেশকে করতে হতো বিশেষ কিছুই। বোলিংয়ে কিছুটা আশা জাগিয়েছিল শারমিন সুলতানার বাংলাদেশ। শেষ পর্যন্ত ৫ উইকেটের জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।
প্রথম ওয়ানডেতে ১৮০ রানের লক্ষ্যে নেমে চোখে সর্ষেফুল দেখতে থাকে দক্ষিণ আফ্রিকা। ১২.১ ওভারে ৩ উইকেটে ২৪ রানে পরিণত হয় সফরকারীরা। ২-এর কম রানরেটই বলে দিচ্ছে রান করতে কতটা হাঁসফাঁস করেছে তারা। এমন অবস্থায় চতুর্থ উইকেটে ডেলমারি টাকার ও ফায়ে টিউনিক্লিফ গড়েন ৫৫ রানের জুটি। ২৪তম ওভারের পঞ্চম বলে টাকারকে ফিরিয়ে জুটি ভাঙেন স্বর্ণা আক্তার।
টাকার ফেরার ১৩ বল পরই দক্ষিণ আফ্রিকা হারায় আরেক উইকেট। ২৬তম ওভারের শেষ বলে সফরকারীদের উইকেটরক্ষক ব্যাটার ভেরুন্নিসা রেড্ডিকে বোল্ড করেন স্বর্ণা। দ্রুত ২ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার স্কোর হয়ে যায় ২৬ ওভারে ৫ উইকেটে ৮৪ রান। তখন বাংলাদেশের জয়ের সামান্য আশা জাগলেও শেষ পর্যন্ত জিতেছে দক্ষিণ আফ্রিকাই। ৪৫.৫ ওভারে ৫ উইকেটে ১৮০ রান করে ফেলে সফরকারীরা। ষষ্ঠ উইকেটে এলিজ মারি মার্ক্স ও টিউনিক্লিফ গড়েন ৯৬ রানের অবিচ্ছেদ্য জুটি।
দক্ষিণ আফ্রিকার ২৫ বল হাতে রেখে ৫ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন টিউনিক্লিফ। ইনিংস সর্বোচ্চ ৮৯ রান করে অপরাজিত থাকেন তিনি। ১১৮ বলের ইনিংসে মেরেছেন ৮ চার।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কিগোমোটসো রাপু। প্রথমে ব্যাটিং পাওয়া বাংলাদেশের স্কোর একটা পর্যায়ে ছিল ৩৭.১ ওভারে ৪ উইকেটে ১৪৮ রান। এখান থেকেই বাংলাদেশের ইনিংসে ধস নামার শুরু। ৪৭.৫ ওভারে ১৭৯ রানে গুটিয়ে যায় শারমিনের দল। ইনিংস সর্বোচ্চ ৫২ রান করেন সুমাইয়া আক্তার। ৭৩ বলের ইনিংসে মেরেছেন ৬ চার।
দক্ষিণ আফ্রিকার টাকার ৯ ওভারে ৩২ রানে নিয়েছেন ৩ উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন গান্দি পাপামা লুমেলা জাফতা ও লুয়েন্দা এলিলে এনজুজা। জোনস, আলেক্সান্দ্রা ক্লেয়ার ক্যান্ডলার ও জিন্তলে লান্দেলা আফিউই কুলা নিয়েছেন একটি করে উইকেট।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৬ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৭ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৯ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৯ ঘণ্টা আগে