জহির উদ্দিন মিশু, ঢাকা
প্রশ্ন: অভিনন্দন মোরসালিন। আপনার গোলে ভুটানের বিপক্ষে দারুণ জয় পেল বাংলাদেশ। কেমন লাগছে ম্যাচের নায়ক হয়ে?
মোরসালিন: খুবই ভালো লাগছে। দেখুন, যেখানে খেলতেই আমরা ভয় পেতাম, সেখানে জয় পাওয়াটাই আমাদের কাছে বড় কিছু। আর আমাদের টিমওয়ার্কও খুব ভালো ছিল। গোলটা সতীর্থদের উৎসর্গ করতে চাই। সব মিলিয়ে খুব আনন্দিত। সামনে আমাদের ম্যাচ আছে, দোয়ায় রাখবেন...আমাদের মূল টার্গেট এখন সামনের ম্যাচটিকে নিয়ে।
প্রশ্ন: ছয় মিনিটের পর আর ব্যবধান বাড়েনি। দল জিতলেও এমন পারফরম্যান্স নিয়ে আপনি কতটুকু সন্তুষ্ট?
মোরসালিন: আসলে আমাদের লক্ষ্যটাই থাকে জয় পাওয়া। দল জিতলে সন্তুষ্টিটা আসে। তখন গোল আমি করলাম বা অন্য কেউ করল, সেটা গুরুত্বপূর্ণ হয় না, সবাই তখন ভীষণ খুশি থাকে। দলের প্রত্যেক সদস্যই তখন এই তৃপ্তিটা নেয়, এই সন্তুষ্টিটা পায়।
প্রশ্ন: থিম্পুর কঠিন কন্ডিশন, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা—আপনাদের স্বাভাবিক পারফরম্যান্সে এসব কতটা প্রভাব ফেলছে?
মোরসালিন: আমরা তো কিছুদিন আগেই এখানে এসেছিলাম, যাতে করে এই পরিবেশ আর কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়ানো যায়। শুরুর দিকে আমাদের কষ্ট হচ্ছিল। কারও কারও কাছে অনেক কঠিনও মনে হয়েছে। আসলে সাত-আট দিনে পুরোপুরি খাপ খাওয়ানো যায় না। যতটুকু পেরেছি, আমরা খাপ খাওয়ানোর চেষ্টা করেছি। পুরো না হোক, কিছুটা আমরা খাপ খাইয়েও নিয়েছি। এখন সামনের ম্যাচের জন্য আমাদের আরও ভালোভাবে প্রস্তুত হতে হবে।
প্রশ্ন: এরই মধ্যে দেশের জার্সিতে আপনি পাঁচ গোল করে ফেললেন। দর্শকেরা মনেপ্রাণে চায়, আপনি পরের ম্যাচেও গোল উদ্যাপন করেন...কী বলবেন?
মোরসালিন: আসলে সবারই লক্ষ্য থাকে ভালো কিছু করার। সেটা বাংলাদেশের জার্সিতে হলে তো কথাই নেই। আমারও ইচ্ছা দেশের জন্য দারুণ কিছু করার। আর প্রথম ম্যাচে যে ভুলত্রুটি ছিল, সেগুলো সংশোধন করে সামনে আরও ভালো কিছু করার চেস্টা করব। দোয়া চাই...যাতে সামনে দেশের হয়ে আরও ভালো করতে পারি।
প্রশ্ন: প্রায় তিন মাস পর ভুটানে খেলতে নামলেন। বলা যায়, মাঝে লম্বা একটা গ্যাপ পড়েছে...এই গ্যাপ কি আপনার বা আপনার সতীর্থদের পারফরম্যান্সে প্রভাব ফেলছে?
মোরসালিন: হ্যাঁ, এটা তো কিছুটা প্রভাব ফেলেছেই! আসলে দু-তিন মাস খেলার বাইরে থাকার পর মাঠে স্বাভাবিক পারফর্ম করাটা একটু কঠিনই হয়। যেটা প্রথম ম্যাচে আপনারা দেখেছেন। অনেক দিন পর ভুটানের মাঠে পারফর্ম করাটা আমাদের জন্য আসলে কঠিনই ছিল। যাহোক, আমরা শেষ পর্যন্ত ১-০ গোলে জিততে পেরেছি। আমাদের চেষ্টা থাকবে জয়ের এই ধারাটা অব্যাহত রাখার।
প্রশ্ন: যুব সাফে আলো ছড়িয়ে চারজন তরুণ ফুটবলার জাতীয় দলের এই সফরে আপনাদের সঙ্গী হয়েছেন। তাঁদের কেমন সম্ভাবনা দেখছেন?
মোরসালিন: অবশ্যই। যারা জাতীয় দলে ঢোকার জন্য ডাক পেয়েছে, তারা প্রত্যেকেই ভালো খেলোয়াড়। আমরা খুবই আশাবাদী। তারা ভালো করবে। সুযোগ পেলে সেটা কাজে লাগাবে। মাত্র তো শুরু তাদের। আমার বিশ্বাস, তারা ভালো করবে। সেই মেধা-যোগ্যতা তাদের আছে।
প্রশ্ন: অভিনন্দন মোরসালিন। আপনার গোলে ভুটানের বিপক্ষে দারুণ জয় পেল বাংলাদেশ। কেমন লাগছে ম্যাচের নায়ক হয়ে?
মোরসালিন: খুবই ভালো লাগছে। দেখুন, যেখানে খেলতেই আমরা ভয় পেতাম, সেখানে জয় পাওয়াটাই আমাদের কাছে বড় কিছু। আর আমাদের টিমওয়ার্কও খুব ভালো ছিল। গোলটা সতীর্থদের উৎসর্গ করতে চাই। সব মিলিয়ে খুব আনন্দিত। সামনে আমাদের ম্যাচ আছে, দোয়ায় রাখবেন...আমাদের মূল টার্গেট এখন সামনের ম্যাচটিকে নিয়ে।
প্রশ্ন: ছয় মিনিটের পর আর ব্যবধান বাড়েনি। দল জিতলেও এমন পারফরম্যান্স নিয়ে আপনি কতটুকু সন্তুষ্ট?
মোরসালিন: আসলে আমাদের লক্ষ্যটাই থাকে জয় পাওয়া। দল জিতলে সন্তুষ্টিটা আসে। তখন গোল আমি করলাম বা অন্য কেউ করল, সেটা গুরুত্বপূর্ণ হয় না, সবাই তখন ভীষণ খুশি থাকে। দলের প্রত্যেক সদস্যই তখন এই তৃপ্তিটা নেয়, এই সন্তুষ্টিটা পায়।
প্রশ্ন: থিম্পুর কঠিন কন্ডিশন, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা—আপনাদের স্বাভাবিক পারফরম্যান্সে এসব কতটা প্রভাব ফেলছে?
মোরসালিন: আমরা তো কিছুদিন আগেই এখানে এসেছিলাম, যাতে করে এই পরিবেশ আর কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়ানো যায়। শুরুর দিকে আমাদের কষ্ট হচ্ছিল। কারও কারও কাছে অনেক কঠিনও মনে হয়েছে। আসলে সাত-আট দিনে পুরোপুরি খাপ খাওয়ানো যায় না। যতটুকু পেরেছি, আমরা খাপ খাওয়ানোর চেষ্টা করেছি। পুরো না হোক, কিছুটা আমরা খাপ খাইয়েও নিয়েছি। এখন সামনের ম্যাচের জন্য আমাদের আরও ভালোভাবে প্রস্তুত হতে হবে।
প্রশ্ন: এরই মধ্যে দেশের জার্সিতে আপনি পাঁচ গোল করে ফেললেন। দর্শকেরা মনেপ্রাণে চায়, আপনি পরের ম্যাচেও গোল উদ্যাপন করেন...কী বলবেন?
মোরসালিন: আসলে সবারই লক্ষ্য থাকে ভালো কিছু করার। সেটা বাংলাদেশের জার্সিতে হলে তো কথাই নেই। আমারও ইচ্ছা দেশের জন্য দারুণ কিছু করার। আর প্রথম ম্যাচে যে ভুলত্রুটি ছিল, সেগুলো সংশোধন করে সামনে আরও ভালো কিছু করার চেস্টা করব। দোয়া চাই...যাতে সামনে দেশের হয়ে আরও ভালো করতে পারি।
প্রশ্ন: প্রায় তিন মাস পর ভুটানে খেলতে নামলেন। বলা যায়, মাঝে লম্বা একটা গ্যাপ পড়েছে...এই গ্যাপ কি আপনার বা আপনার সতীর্থদের পারফরম্যান্সে প্রভাব ফেলছে?
মোরসালিন: হ্যাঁ, এটা তো কিছুটা প্রভাব ফেলেছেই! আসলে দু-তিন মাস খেলার বাইরে থাকার পর মাঠে স্বাভাবিক পারফর্ম করাটা একটু কঠিনই হয়। যেটা প্রথম ম্যাচে আপনারা দেখেছেন। অনেক দিন পর ভুটানের মাঠে পারফর্ম করাটা আমাদের জন্য আসলে কঠিনই ছিল। যাহোক, আমরা শেষ পর্যন্ত ১-০ গোলে জিততে পেরেছি। আমাদের চেষ্টা থাকবে জয়ের এই ধারাটা অব্যাহত রাখার।
প্রশ্ন: যুব সাফে আলো ছড়িয়ে চারজন তরুণ ফুটবলার জাতীয় দলের এই সফরে আপনাদের সঙ্গী হয়েছেন। তাঁদের কেমন সম্ভাবনা দেখছেন?
মোরসালিন: অবশ্যই। যারা জাতীয় দলে ঢোকার জন্য ডাক পেয়েছে, তারা প্রত্যেকেই ভালো খেলোয়াড়। আমরা খুবই আশাবাদী। তারা ভালো করবে। সুযোগ পেলে সেটা কাজে লাগাবে। মাত্র তো শুরু তাদের। আমার বিশ্বাস, তারা ভালো করবে। সেই মেধা-যোগ্যতা তাদের আছে।
কারও খেলা যদি ভালো লেগে যায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের, আর তাঁর দলে সেই খেলোয়াড়ের ভালো সম্ভাবনা থাকে, তাহলে টাকা কোনো ব্যাপার নয়। তাঁকে কিনেই ছাড়বে রিয়াল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলা হামেস রদ্রিগেজকে বিশ্বকাপ শেষে দলে ভিড়িয়েছিল রিয়াল।
১ ঘণ্টা আগেরাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ আসতে পারছেন না সাকিব আল হাসান। বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সময় কাটছে তাঁর। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিউইয়র্কের স্থানীয় কিছু ম্যাচে তাঁকে দেখা গেছে অপেশাদার ক্রিকেটারদের সঙ্গে খেলতে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি এখনো পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার।
২ ঘণ্টা আগেনেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
৬ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
৬ ঘণ্টা আগে