Ajker Patrika

ফিরেছেন ম্যাথুস, টিকে থাকার লড়াইয়ে ফিল্ডিংয়ে শ্রীলঙ্কা

আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ১৫: ৫০
ফিরেছেন ম্যাথুস, টিকে থাকার লড়াইয়ে ফিল্ডিংয়ে শ্রীলঙ্কা

অ্যাঞ্জেলো ম্যাথুসের কাছে শ্রীলঙ্কার ২০২৩ বিশ্বকাপ দলে ডাক পাওয়াটাই ছিল লটারির টিকিট হাতে পাওয়ার মতো। শেষ পর্যন্ত তিনি সুযোগ পেয়ে গেলেন লঙ্কানদের একাদশেও। আর বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে আজ শ্রীলঙ্কা, ইংল্যান্ড—দুটো দলের কাছে টুর্নামেন্টে টিকে থাকার লড়াই। এই ম্যাচে টস হেরে ফিল্ডিং পেয়েছে লঙ্কানরা।

শ্রীলঙ্কা, ইংল্যান্ড—দুটো দলই তাদের একাদশে একাধিক পরিবর্তন এনেছে। ইংল্যান্ডের একাদশে এসেছে তিনটি পরিবর্তন। প্রথম ম্যাচের পর ফিরেছেন অলরাউন্ডার মঈন আলী। আর আঙুলের তর্জনী ভেঙে বিশ্বকাপই শেষ হয়েছে রিস টপলির। বাদ পড়েছেন গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুকও। মঈনের পাশাপাশি ফিরেছেন লিয়াম লিভিংস্টোন ও ক্রিস ওকস। পেস বোলিং অলরাউন্ডার ওকসের সঙ্গে থাকছেন মার্ক উড। স্টোকস তেমন একটা বোলিং করেন না বললেই চলে। স্পিনে মঈনের সঙ্গে থাকছেন আদিল রশিদ ও লিভিংস্টোন।

লঙ্কানদের একাদশে এসেছে দুটি পরিবর্তন। পেস বোলিং অলরাউন্ডার চামিকা করুণারত্নের জায়গায় এসেছেন ম্যাথুস। আর লেগস্পিনার দুশান হেমন্তের পরিবর্তে এসেছেন লাহিরু কুমারা। কুমারার সঙ্গে পেস আক্রমণে থাকছেন দিলশান মাদুশঙ্ক ও কাসুন রাজিথা। আর স্পিন আক্রমণে মাহিশ থিকসানার সঙ্গে থাকছেন দুই স্পিন বোলিং অলরাউন্ডার ধনঞ্জয় ডি সিলভা ও চারিথ আসালাঙ্কা।

শ্রীলঙ্কার একাদশ:
পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথুস, মাহিশ তিকশানা, লাহিরু কুমারা, দিলশান মাদুশঙ্ক, কাসুন রাজিথা  

ইংল্যান্ডের একাদশ:
জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), জো রুট, জনি বেয়ারস্টো, ডেভিড উইলি, বেন স্টোকস, লিয়াম লিভিংস্টোন ডেভিড মালান, আদিল রশিদ, মঈন আলী, মার্ক উড, ক্রিস ওকস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূ-রাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত