রেকর্ড ভাঙা-গড়ার খেলা তো ক্রীড়াঙ্গনে নিয়মিতই ঘটে। যত সময়ই লাগুক না কেন, বেশিরভাগ রেকর্ডই ভেঙে যায় একসময়। তেমনি জিম্বাবুয়ের ২৪ বছর বয়সী অন্তুম নাকভি দুর্দান্ত এক ট্রিপল সেঞ্চুরি করলেন। তাতে ভেঙে গেল ৫০ বছরের পুরনো এক রেকর্ড।
জিম্বাবুয়ের প্রথম শ্রেণির ক্রিকেট লোগান কাপের ২০২৩-২৪ মৌসুমে মিডওয়েস্ট রাইনোজ দলকে নেতৃত্ব দিচ্ছেন নাকভি। ১০ জানুয়ারি হারারের তাকাসিঙ্গা স্পোর্টস ক্লাবে শুরু হয়েছে মাতাবেলিল্যান্ড টাস্কার্স ও মিডওয়েস্ট রাইনোজের মধ্যকার চার দিনের ম্যাচ। গতকাল যখন তৃতীয় দিনের খেলা শুরু হয়, তখন রাইনোজের স্কোর ছিল ৩ উইকেটে ৪৬১ রান। নাকভির স্কোর ততক্ষণে ২৫০ রান। লাঞ্চের আগেই ট্রিপল সেঞ্চুরি করে ফেললেন তিনি। জিম্বাবুয়ের কোনো দলের হয়ে এটাই প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ স্কোর। তাতে ভেঙে গেছে ১৯৭৩-৭৪ মৌসুমের লোগান কাপে করা ব্রায়ান ডেভিসনের ২৯৯ রানের রেকর্ড।
নাকভি, ডেভিসনের পর এই তালিকায় তিন নম্বরে আছেন রে গ্রিপার। ১৯৬৭-৬৮ দক্ষিণ আফ্রিকায় কুরি কাপে গ্রিপার করেন ২৭৯ রান। চার নম্বরে আছেন সেপাস জুয়াও। ২০১৭-১৮ মৌসুমের লোগান কাপে জুয়াও খেলেন ২৬৫ রানের ইনিংস। গ্রায়েম হিক ও মারে গুডউইন—দুজনের প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০-এর রেকর্ড রয়েছে ঠিকই। তবে তাঁদের রেকর্ডগুলো হয়েছে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে। জিম্বাবুয়ের কোনো দলের হয়ে করেননি।
জিম্বাবুয়ের মাঠে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ভাঙার সুযোগও ছিল নাকভির সামনে। তবে রাইনোজ প্রথম ইনিংসে ৩ উইকেটে ৫৩৮ রান করার পর ইনিংস ঘোষণা করে। ২৯৫ বলে ৩০০ রান করে থেমে যেতে হয় নাকভিকে। ৪৪৪ মিনিটের ইনিংসে মেরেছেন ৩০ চার ও ১০ ছয়। ২০০০-০১ মৌসুমে নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে ৩০৬ রান করেন মার্ক রিচার্ডসন। কুইকুইয়ের মাঠে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে খেলেছেন এমন ইনিংস। এটাই জিম্বাবুয়ের মাঠে এখনো পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
রেকর্ড ভাঙা-গড়ার খেলা তো ক্রীড়াঙ্গনে নিয়মিতই ঘটে। যত সময়ই লাগুক না কেন, বেশিরভাগ রেকর্ডই ভেঙে যায় একসময়। তেমনি জিম্বাবুয়ের ২৪ বছর বয়সী অন্তুম নাকভি দুর্দান্ত এক ট্রিপল সেঞ্চুরি করলেন। তাতে ভেঙে গেল ৫০ বছরের পুরনো এক রেকর্ড।
জিম্বাবুয়ের প্রথম শ্রেণির ক্রিকেট লোগান কাপের ২০২৩-২৪ মৌসুমে মিডওয়েস্ট রাইনোজ দলকে নেতৃত্ব দিচ্ছেন নাকভি। ১০ জানুয়ারি হারারের তাকাসিঙ্গা স্পোর্টস ক্লাবে শুরু হয়েছে মাতাবেলিল্যান্ড টাস্কার্স ও মিডওয়েস্ট রাইনোজের মধ্যকার চার দিনের ম্যাচ। গতকাল যখন তৃতীয় দিনের খেলা শুরু হয়, তখন রাইনোজের স্কোর ছিল ৩ উইকেটে ৪৬১ রান। নাকভির স্কোর ততক্ষণে ২৫০ রান। লাঞ্চের আগেই ট্রিপল সেঞ্চুরি করে ফেললেন তিনি। জিম্বাবুয়ের কোনো দলের হয়ে এটাই প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ স্কোর। তাতে ভেঙে গেছে ১৯৭৩-৭৪ মৌসুমের লোগান কাপে করা ব্রায়ান ডেভিসনের ২৯৯ রানের রেকর্ড।
নাকভি, ডেভিসনের পর এই তালিকায় তিন নম্বরে আছেন রে গ্রিপার। ১৯৬৭-৬৮ দক্ষিণ আফ্রিকায় কুরি কাপে গ্রিপার করেন ২৭৯ রান। চার নম্বরে আছেন সেপাস জুয়াও। ২০১৭-১৮ মৌসুমের লোগান কাপে জুয়াও খেলেন ২৬৫ রানের ইনিংস। গ্রায়েম হিক ও মারে গুডউইন—দুজনের প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০-এর রেকর্ড রয়েছে ঠিকই। তবে তাঁদের রেকর্ডগুলো হয়েছে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে। জিম্বাবুয়ের কোনো দলের হয়ে করেননি।
জিম্বাবুয়ের মাঠে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ভাঙার সুযোগও ছিল নাকভির সামনে। তবে রাইনোজ প্রথম ইনিংসে ৩ উইকেটে ৫৩৮ রান করার পর ইনিংস ঘোষণা করে। ২৯৫ বলে ৩০০ রান করে থেমে যেতে হয় নাকভিকে। ৪৪৪ মিনিটের ইনিংসে মেরেছেন ৩০ চার ও ১০ ছয়। ২০০০-০১ মৌসুমে নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে ৩০৬ রান করেন মার্ক রিচার্ডসন। কুইকুইয়ের মাঠে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে খেলেছেন এমন ইনিংস। এটাই জিম্বাবুয়ের মাঠে এখনো পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসান ফিরলেন তিন বছর পর। কিন্তু দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরেও রাঙাতে পারলেন না তিনি। ব্যাটিং-বোলিং কোথাও তিনি পারফরম্যান্সের ছাপ রাখতে পারেননি। এমনকি বাংলাদেশের অলরাউন্ডার মেজাজও হারিয়েছেন তাঁর সিপিএলে ফেরার দিনে।
৩৩ মিনিট আগেশেষ হতে চলেছে চলতি বছরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। ক্যাম্প ঠিকঠাক আয়োজনে যথেষ্ট ব্যয় ও সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিসিবির কৃপণতা নেই। কিন্তু দীর্ঘ ক্যাম্প শেষে লক্ষ্য কতটা পূরণ হলো এইচপির, সে প্রশ্ন এসে যাচ্ছে।
১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
১৩ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
১৫ ঘণ্টা আগে