ক্রীড়া ডেস্ক
ভারতীয় ক্রিকেট দল এক দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে হতাশাজনক পারফরম্যান্সের কারণে ড্রেসিংরুমেও অশান্তি চলছে বলে খবর পাওয়া গেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম টেস্টের আগে বোমা ফাটালেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর।
মেলবোর্নে বক্সিং ডে টেস্টে হারের পর রোহিত শর্মা-বিরাট কোহলিদের ড্রেসিংরুমে উত্তপ্ত পরিস্থিতির খবর প্রচার করেছিল ভারতীয় সংবাদমাধ্যমই। প্রধান কোচ গম্ভীর চিৎকার করেছেন বলে শোনা গেছে। সিডনিতে ভারত-অস্ট্রেলিয়া পঞ্চম টেস্টের আগের দিন আজ সংবাদ সম্মেলনে এসে ড্রেসিংরুমের পরিবেশ সম্পর্কে গম্ভীর কথা বলেছেন। প্রধান কোচ এ ব্যাপারে হালকা কৌশল অবলম্বন করেছেন। গম্ভীর বলেন, ‘কোচ ও খেলোয়াড়দের মধ্যে কী নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে, সেটা ড্রেসিংরুমেই থাকা উচিত। একটু কড়া কথাবার্তা হয়েছে। সব প্রতিবেদন সত্যও না।’
ড্রেসিংরুমের পরিবেশ কীভাবে ভালো রাখা যায়, সে ব্যাপারে পরামর্শ দিয়েছেন গম্ভীর। সংবাদ সম্মেলনে ভারতের প্রধান কোচ বলেন, ‘ড্রেসিংরুমে যত দিন সৎ লোক থাকবে ভারতীয় ক্রিকেট নিরাপদ থাকবে। পারফরম্যান্স থাকলেই ড্রেসিংরুমে ভালো পরিবেশ বজায় রাখা যাবে। সততা খুবই গুরুত্বপূর্ণ। সেখানে সত্য কথা বলা হয়েছিল।’
৪ ম্যাচে ৩০ উইকেট নিয়ে এখনো পর্যন্ত বোর্ডার-গাভাস্কার ট্রফিতে সর্বোচ্চ উইকেটশিকারী জসপ্রীত বুমরা। যশস্বী জয়সওয়াল করেছেন ২৫৯ রান। তবে দলের অধিনায়ক রোহিত শর্মা করেছেন ৩১ রান। বিরাট কোহলিও নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসছেন বারবার। ক্রিকেটারদের কীভাবে খেলতে হবে, সে ব্যাপারে গম্ভীর বলেন, ‘দলে একটা ব্যাপার নিয়ে আলোচনা হয়। টিমের আদর্শগত ব্যাপারটাই এখানে মুখ্য। দল যা চায়, আপনাকে তেমনই খেলতে হবে। দলীয় খেলায় আপনার স্বাভাবিক খেলাটা আপনি খেলতে পারেন। তবে দলের যখন আপনাকে প্রয়োজন, তখন সেভাবেই খেলতে হবে।’
অস্ট্রেলিয়া আগেভাগেই পঞ্চম টেস্টের একাদশ ঘোষণা করেছে। ভারত সেটা করেনি। তবে সিডনিতে একাদশে রোহিত থাকবেন কি না, সে ব্যাপারে স্পষ্ট কোনো উত্তর আজ দেননি গম্ভীর। কারণ, অধিনায়ক রোহিতের বাজে ফর্ম নিয়ে সমালোচনা করছেন অনেকেই। দল ভালো করলেও না হয় তাঁর বাজে পারফরম্যান্স আড়ালে চলে যেত। কিন্তু দলের ব্যর্থতায় আরও বেশি করে সমালোচনা হচ্ছে তাঁকে নিয়ে। ভারতের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া এগিয়ে ২-১ ব্যবধানে।
আরও পড়ুন—
গম্ভীরকে নিয়ে এবার বোমা ফাটালেন ভারতীয় বোর্ড কর্মকর্তা
রোহিতের গোঁয়ার্তুমিই ভারতকে ধ্বংস করছে, বললেন পাকিস্তানি ক্রিকেটার
ভারতীয় ক্রিকেট দল এক দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে হতাশাজনক পারফরম্যান্সের কারণে ড্রেসিংরুমেও অশান্তি চলছে বলে খবর পাওয়া গেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম টেস্টের আগে বোমা ফাটালেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর।
মেলবোর্নে বক্সিং ডে টেস্টে হারের পর রোহিত শর্মা-বিরাট কোহলিদের ড্রেসিংরুমে উত্তপ্ত পরিস্থিতির খবর প্রচার করেছিল ভারতীয় সংবাদমাধ্যমই। প্রধান কোচ গম্ভীর চিৎকার করেছেন বলে শোনা গেছে। সিডনিতে ভারত-অস্ট্রেলিয়া পঞ্চম টেস্টের আগের দিন আজ সংবাদ সম্মেলনে এসে ড্রেসিংরুমের পরিবেশ সম্পর্কে গম্ভীর কথা বলেছেন। প্রধান কোচ এ ব্যাপারে হালকা কৌশল অবলম্বন করেছেন। গম্ভীর বলেন, ‘কোচ ও খেলোয়াড়দের মধ্যে কী নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে, সেটা ড্রেসিংরুমেই থাকা উচিত। একটু কড়া কথাবার্তা হয়েছে। সব প্রতিবেদন সত্যও না।’
ড্রেসিংরুমের পরিবেশ কীভাবে ভালো রাখা যায়, সে ব্যাপারে পরামর্শ দিয়েছেন গম্ভীর। সংবাদ সম্মেলনে ভারতের প্রধান কোচ বলেন, ‘ড্রেসিংরুমে যত দিন সৎ লোক থাকবে ভারতীয় ক্রিকেট নিরাপদ থাকবে। পারফরম্যান্স থাকলেই ড্রেসিংরুমে ভালো পরিবেশ বজায় রাখা যাবে। সততা খুবই গুরুত্বপূর্ণ। সেখানে সত্য কথা বলা হয়েছিল।’
৪ ম্যাচে ৩০ উইকেট নিয়ে এখনো পর্যন্ত বোর্ডার-গাভাস্কার ট্রফিতে সর্বোচ্চ উইকেটশিকারী জসপ্রীত বুমরা। যশস্বী জয়সওয়াল করেছেন ২৫৯ রান। তবে দলের অধিনায়ক রোহিত শর্মা করেছেন ৩১ রান। বিরাট কোহলিও নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসছেন বারবার। ক্রিকেটারদের কীভাবে খেলতে হবে, সে ব্যাপারে গম্ভীর বলেন, ‘দলে একটা ব্যাপার নিয়ে আলোচনা হয়। টিমের আদর্শগত ব্যাপারটাই এখানে মুখ্য। দল যা চায়, আপনাকে তেমনই খেলতে হবে। দলীয় খেলায় আপনার স্বাভাবিক খেলাটা আপনি খেলতে পারেন। তবে দলের যখন আপনাকে প্রয়োজন, তখন সেভাবেই খেলতে হবে।’
অস্ট্রেলিয়া আগেভাগেই পঞ্চম টেস্টের একাদশ ঘোষণা করেছে। ভারত সেটা করেনি। তবে সিডনিতে একাদশে রোহিত থাকবেন কি না, সে ব্যাপারে স্পষ্ট কোনো উত্তর আজ দেননি গম্ভীর। কারণ, অধিনায়ক রোহিতের বাজে ফর্ম নিয়ে সমালোচনা করছেন অনেকেই। দল ভালো করলেও না হয় তাঁর বাজে পারফরম্যান্স আড়ালে চলে যেত। কিন্তু দলের ব্যর্থতায় আরও বেশি করে সমালোচনা হচ্ছে তাঁকে নিয়ে। ভারতের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া এগিয়ে ২-১ ব্যবধানে।
আরও পড়ুন—
গম্ভীরকে নিয়ে এবার বোমা ফাটালেন ভারতীয় বোর্ড কর্মকর্তা
রোহিতের গোঁয়ার্তুমিই ভারতকে ধ্বংস করছে, বললেন পাকিস্তানি ক্রিকেটার
ফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখত কাজ চালিয়ে যাবেন তিনি।
১০ মিনিট আগেবাফুফে ভবনের চার তলায় থাকেন নারী ফুটবলাররা। ক্যাম্পের খাবার নিয়ে প্রায়ই সমালোচনা করতে দেখা যায় কোচ পিটার বাটলার। ফুটবলারদের মধ্যে সঠিক পুষ্টির অভাবও দেখতে পান তিনি। বাটলার কথার সঙ্গে খুব একটা একমত নন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।
১ ঘণ্টা আগেখেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
২ ঘণ্টা আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
৩ ঘণ্টা আগে