নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডারউইনে তিন দলের টুর্নামেন্টে প্রথম ওয়ানডে ম্যাচে দারুণ জয় পেয়েছে বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) দল। তানজিদ হাসান তামিমের ফিফটি আর আবু হায়দার রনির অলরাউন্ড নৈপুণ্যে অস্ট্রেলিয়ার স্থানীয় দল এনটি স্ট্রাইককে ১১২ রানের বড় ব্যবধানে হারিয়েছে এইচপি।
টি-টেন স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২৫০ রান স্কোরে জমা করে এইচপি। রনি-মুকিদুল ইসলাম মুগ্ধর তোপ ও রাকিবুল হাসান-মাহফুজুর রহমান রাব্বির ঘূর্ণি জাদুতে ৩৮ ওভারে এনটি স্ট্রাইককে ১৩৮ রানে গুঁড়িয়ে দেয় তারা।
লক্ষ্য তাড়ায় নেমে এনটি স্ট্রাইকের অধিনায়ক জ্যাকব ডিকম্যান ছাড়া সেভাবে কেউই বড় ইনিংস খেলতে পারেননি। ওপেনিংয়ে নেমে দলের বিপর্যয়ের মধ্যে ডিকম্যান খেলেছেন ৮৭ বলে ৫১ রানের দারুণ এক ইনিংস। এ ছাড়া হ্যামিশ মার্টিনের ব্যাট থেকে আসে ১৭ রান। এইচপির হয়ে রনি, রাব্বি, রাকিবুল ও মুগ্ধ নিয়েছেন ২টি করে উইকেট।
তার আগে টস জিতে এইচপিকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় এনটি স্ট্রাইক। যুব বিশ্বকাপজয়ী তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমনের দুর্দান্ত ব্যাটিংয়ে ওপেনিং জুটিতেই ভালো শুরু পায় এইচপি। ১৯.৪ ওভারে দুই ওপেনারের ব্যাটে স্কোরে ১০০ রান জমা করে তারা।
২০তম ওভারে চার্লি স্মিথের বলে ক্যাচ দিয়ে ইমন আউট হলে ভাঙে জুটি। ৬৪ বলে ৬৭ রান আসে তাঁর ব্যাট থেকে। তারপর কিছুটা খেই হারায় এইচপি। দলীয় ১০০ থেকে ১৩০ রানের ব্যবধানে তারা হারায় ৪ উইকেট। জিসান আলম ১১, অধিনায়ক আফিফ হোসেন ফেরেন ৬ রানে। ৬৪ বলে ৫৩ রান করে আউট হন আরেক ওপেনার তামিম। তাঁর ইনিংসে ছিল ৪টি চার ও ১টি ছক্কা।
দ্রুত কয়েকটি উইকেট হারালে এইচপির রানের গতিও কিছুটা কমে যায়। তবে আকবর আলী (২৬), শামীম হোসেন (২০) ও রনির (৩৮) কার্যকর ইনিংসের কল্যাণে এইচপি ২৫০ রানের লড়াকু সংগ্রহ পায়। ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাটিং-বোলিংয়ে আলো ছড়ানো রনি ছন্দ ধরে রাখলেন অস্ট্রেলিয়া সফরেও। এনটি স্ট্রাইকের হয়ে মার্টিন ৩৪ রান দিয়ে নিয়েছেন ৪টি উইকেট।
ডারউইনে তিন দলের টুর্নামেন্টে প্রথম ওয়ানডে ম্যাচে দারুণ জয় পেয়েছে বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) দল। তানজিদ হাসান তামিমের ফিফটি আর আবু হায়দার রনির অলরাউন্ড নৈপুণ্যে অস্ট্রেলিয়ার স্থানীয় দল এনটি স্ট্রাইককে ১১২ রানের বড় ব্যবধানে হারিয়েছে এইচপি।
টি-টেন স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২৫০ রান স্কোরে জমা করে এইচপি। রনি-মুকিদুল ইসলাম মুগ্ধর তোপ ও রাকিবুল হাসান-মাহফুজুর রহমান রাব্বির ঘূর্ণি জাদুতে ৩৮ ওভারে এনটি স্ট্রাইককে ১৩৮ রানে গুঁড়িয়ে দেয় তারা।
লক্ষ্য তাড়ায় নেমে এনটি স্ট্রাইকের অধিনায়ক জ্যাকব ডিকম্যান ছাড়া সেভাবে কেউই বড় ইনিংস খেলতে পারেননি। ওপেনিংয়ে নেমে দলের বিপর্যয়ের মধ্যে ডিকম্যান খেলেছেন ৮৭ বলে ৫১ রানের দারুণ এক ইনিংস। এ ছাড়া হ্যামিশ মার্টিনের ব্যাট থেকে আসে ১৭ রান। এইচপির হয়ে রনি, রাব্বি, রাকিবুল ও মুগ্ধ নিয়েছেন ২টি করে উইকেট।
তার আগে টস জিতে এইচপিকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় এনটি স্ট্রাইক। যুব বিশ্বকাপজয়ী তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমনের দুর্দান্ত ব্যাটিংয়ে ওপেনিং জুটিতেই ভালো শুরু পায় এইচপি। ১৯.৪ ওভারে দুই ওপেনারের ব্যাটে স্কোরে ১০০ রান জমা করে তারা।
২০তম ওভারে চার্লি স্মিথের বলে ক্যাচ দিয়ে ইমন আউট হলে ভাঙে জুটি। ৬৪ বলে ৬৭ রান আসে তাঁর ব্যাট থেকে। তারপর কিছুটা খেই হারায় এইচপি। দলীয় ১০০ থেকে ১৩০ রানের ব্যবধানে তারা হারায় ৪ উইকেট। জিসান আলম ১১, অধিনায়ক আফিফ হোসেন ফেরেন ৬ রানে। ৬৪ বলে ৫৩ রান করে আউট হন আরেক ওপেনার তামিম। তাঁর ইনিংসে ছিল ৪টি চার ও ১টি ছক্কা।
দ্রুত কয়েকটি উইকেট হারালে এইচপির রানের গতিও কিছুটা কমে যায়। তবে আকবর আলী (২৬), শামীম হোসেন (২০) ও রনির (৩৮) কার্যকর ইনিংসের কল্যাণে এইচপি ২৫০ রানের লড়াকু সংগ্রহ পায়। ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাটিং-বোলিংয়ে আলো ছড়ানো রনি ছন্দ ধরে রাখলেন অস্ট্রেলিয়া সফরেও। এনটি স্ট্রাইকের হয়ে মার্টিন ৩৪ রান দিয়ে নিয়েছেন ৪টি উইকেট।
শন টেইটের বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হওয়া নিয়ে আলোচনা চলছিল অনেক দিনেই। অবশেষে সেটাই হলো। অস্ট্রেলিয়ার এই তারকা পেসারকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৩ মিনিট আগেরোহিত শর্মার টেস্ট থেকে অবসরের এক সপ্তাহও পেরোয়নি। ৭ মে সামাজিক মাধ্যমে ক্রিকেটের রাজকীয় সংস্করণকে বিদায় বলে দিয়েছেন রোহিত। ভারতীয় তারকা ক্রিকেটারের পথ ধরে এবার টেস্টকে বিদায় বললেন বিরাট কোহলি।
৩১ মিনিট আগেএই না হলে এল ক্লাসিকো! বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ ম্যাচের স্কোরলাইন ৪-৩ বলেই শুধু নয়। উত্তেজনায় পরিপূর্ণ এল ক্লাসিকোতে রেফারি আলেহান্দ্রো হার্নান্দেজ হার্নান্দেজও পড়েছেন বিতর্কের মুখে।
৩ ঘণ্টা আগেবিরাট কোহলির টেস্ট থেকে অবসর নিয়ে আলোচনা চলছিল গত কদিন ধরেই। অবশেষে সিদ্ধান্তটা নিয়েই ফেললেন তিনি। ক্রিকেটের রাজকীয় সংস্করণকে বিদায় বললেন কোহলি।
৪ ঘণ্টা আগে