Ajker Patrika

তামিমের ফিফটি-রনির ছন্দ, অস্ট্রেলিয়ায় জিতল এইচপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তামিমের ফিফটি-রনির ছন্দ, অস্ট্রেলিয়ায় জিতল এইচপি

ডারউইনে তিন দলের টুর্নামেন্টে প্রথম ওয়ানডে ম্যাচে দারুণ জয় পেয়েছে বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) দল। তানজিদ হাসান তামিমের ফিফটি আর আবু হায়দার রনির অলরাউন্ড নৈপুণ্যে অস্ট্রেলিয়ার স্থানীয় দল এনটি স্ট্রাইককে ১১২ রানের বড় ব্যবধানে হারিয়েছে এইচপি। 

টি-টেন স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২৫০ রান স্কোরে জমা করে এইচপি। রনি-মুকিদুল ইসলাম মুগ্ধর তোপ ও রাকিবুল হাসান-মাহফুজুর রহমান রাব্বির ঘূর্ণি জাদুতে ৩৮ ওভারে এনটি স্ট্রাইককে ১৩৮ রানে গুঁড়িয়ে দেয় তারা।

লক্ষ্য তাড়ায় নেমে এনটি স্ট্রাইকের অধিনায়ক জ্যাকব ডিকম্যান ছাড়া সেভাবে কেউই বড় ইনিংস খেলতে পারেননি। ওপেনিংয়ে নেমে দলের বিপর্যয়ের মধ্যে ডিকম্যান খেলেছেন ৮৭ বলে ৫১ রানের দারুণ এক ইনিংস। এ ছাড়া হ্যামিশ মার্টিনের ব্যাট থেকে আসে ১৭ রান। এইচপির হয়ে রনি, রাব্বি, রাকিবুল ও মুগ্ধ নিয়েছেন ২টি করে উইকেট।

তার আগে টস জিতে এইচপিকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় এনটি স্ট্রাইক। যুব বিশ্বকাপজয়ী তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমনের দুর্দান্ত ব্যাটিংয়ে ওপেনিং জুটিতেই ভালো শুরু পায় এইচপি। ১৯.৪ ওভারে দুই ওপেনারের ব্যাটে স্কোরে ১০০ রান জমা করে তারা।

২০তম ওভারে চার্লি স্মিথের বলে ক্যাচ দিয়ে ইমন আউট হলে ভাঙে জুটি। ৬৪ বলে ৬৭ রান আসে তাঁর ব্যাট থেকে। তারপর কিছুটা খেই হারায় এইচপি। দলীয় ১০০ থেকে ১৩০ রানের ব্যবধানে তারা হারায় ৪ উইকেট। জিসান আলম ১১, অধিনায়ক আফিফ হোসেন ফেরেন ৬ রানে। ৬৪ বলে ৫৩ রান করে আউট হন আরেক ওপেনার তামিম। তাঁর ইনিংসে ছিল ৪টি চার ও ১টি ছক্কা। 

দ্রুত কয়েকটি উইকেট হারালে এইচপির রানের গতিও কিছুটা কমে যায়। তবে আকবর আলী (২৬), শামীম হোসেন (২০) ও রনির (৩৮) কার্যকর ইনিংসের কল্যাণে এইচপি ২৫০ রানের লড়াকু সংগ্রহ পায়। ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাটিং-বোলিংয়ে আলো ছড়ানো রনি ছন্দ ধরে রাখলেন অস্ট্রেলিয়া সফরেও। এনটি স্ট্রাইকের হয়ে মার্টিন ৩৪ রান দিয়ে নিয়েছেন ৪টি উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

প্রেমের ফাঁদে ফেলে ওষুধ কোম্পানির কর্মকর্তাকে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত