Ajker Patrika

বাংলাদেশেই সবচেয়ে বেশি ছড়ি ঘোরান স্পিনাররা

আপডেট : ১৯ মে ২০২২, ১২: ৫২
বাংলাদেশেই সবচেয়ে বেশি ছড়ি ঘোরান স্পিনাররা

উপমহাদেশের উইকেট এমনিতেই স্পিন সহায়ক। সেখানে বাংলাদেশ আরও এক কাঠি সরেস। সর্বশেষ পাঁচ বছরের পরিসংখ্যানের দিকে তাকালে বিষয়টি স্পষ্ট হয়। লাল বলে এই সময়ে উইকেট পড়ার গড়ের দিক দিয়ে তালিকার সবার ওপরে বাংলাদেশ। গড়ে এখানে প্রায় ২৮ রান পরপর স্পিনাররা উইকেট নিয়েছেন। 

চট্টগ্রাম টেস্টেও এর ব্যতিক্রম হয়নি। চতুর্থ দিন শেষে দুই দলের মিলিয়ে উইকেট পড়েছে ২২টি, এর মধ্যে স্পিনাররা নিয়েছেন ১৩ উইকেট। বাকি ৯ উইকেটের ১টি রানআউট, অন্যটি রিটায়ার্ড হার্ট। অন্য ৭ উইকেট পেয়েছেন পেসাররা। এর মধ্যে আবার প্রতিপক্ষের ১৩ উইকেটের ১২টিই নিয়েছেন বাংলাদেশি স্পিনাররা। 

শেষ পাঁচ বছরে বাংলাদেশে টেস্ট হয়েছে ১৫টি। যেখানে স্পিনাররা নিয়েছেন ৩৬৯ উইকেট। স্পিনারদের নেওয়া উইকেট সংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান তিনে থাকলেও গড়ের হিসাবে বাংলাদেশই সবার ওপরে। দুইয়ে আছে ৯ টেস্ট হওয়া সংযুক্ত আরব আমিরাত, যেখানে ২৮.৫৮ গড়ে স্পিনাররা নিয়েছেন ১৮৪ উইকেট। তালিকার তিনে ও চারে থাকা ভারত ও শ্রীলঙ্কায়ও স্পিনাররা উইকেট নিয়েছেন মুড়িমুড়কির মতো। এই সময়ে ২১ টেস্টে ভারতে উইকেট পড়েছে ৩৮৮টি আর শ্রীলঙ্কায় ১৭ টেস্টে স্পিনাররা নিয়েছেন ৪১৭ উইকেট। 

এই জায়গায় ব্যতিক্রম উপমহাদেশের আরেক দেশ পাকিস্তান। যুগে যুগে কিংবদন্তি পেসারদের জন্ম দেওয়া পাকিস্তানে স্পিনাররা খুব বেশি সময় সুবিধা করতে পারেননি। স্পিনারদের উইকেট নেওয়ার এই তালিকার সবার নিচে আছে পাকিস্তান। শেষ পাঁচ বছরে আট টেস্টে এখানে স্পিনাররা উইকেট নিয়েছেন ৭৭টি।

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা সম্পর্কিত সবশেষ:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত