Ajker Patrika

প্রথমবার বল হাতে নিয়েই হ্যাটট্রিক! 

আপডেট : ২১ জুলাই ২০২২, ১২: ৪২
প্রথমবার বল হাতে নিয়েই হ্যাটট্রিক! 

টেস্ট ও ওয়ানডেতে বল করার অভিজ্ঞতা আগেই ছিল মিচেল ব্রেসওয়েলের। এ দুই ফরম্যাটে বেশ কয়েকটি উইকেটও আছে তাঁর। এবার টি-টোয়েন্টিতে প্রথমবার হাত ঘুরিয়েই করে ফেললেন হ্যাটট্রিক। 

আশ্চর্য হওয়ার মতো তো বটেই, ক্রিকেটে এমন ঘটনা খুব কমই ঘটে! এমন আশ্চর্যজনক ঘটনা উপহার দেওয়ার জন্য ব্রেসওয়েলের এক ওভারও লাগেনি। পুরোদস্তুর বোলার না হলেও আয়ারল্যান্ড সফরে থাকা নিউজিল্যান্ডের একাদশে তিনি জায়গা পেয়েছেন অলরাউন্ডার হিসেবে। 

বেলফাস্টে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ড্যান ক্লিভার ও ফিন অ্যালেন ঝড় তোলায় ব্যাটিংয়ে নামতে হয়নি ব্রেসওয়েলকে। বোলিংয়েও এলেন যখন আইরিশদের পরাজয় প্রায় নিশ্চিত। কিউইদের দেওয়া ১৮০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩ ওভারে ৮৬ রান নিতেই ৭ উইকেট হারিয়ে ফেলে আয়ারল্যান্ড। 

১৪তম ওভার করার জন্য বল ব্রেসওয়েলের হাতে তুলে দেন অধিনায়ক মিচেল স্যান্টনার। এরপর আর বেশিক্ষণ মাঠে থাকতে হয়নি কাউকে। ৩১ বছর বয়সীর অফ-ব্রেকে ৯১ রানেই গুটিয়ে যায় আইরিশরা। টি-টোয়েন্টিতে অভিষেক বোলিংটা চার খেয়ে শুরু ব্রেসওয়েলের। দ্বিতীয় বলে দেন এক রান। পরের তিন বলে ফেরান মার্ক অ্যাডায়ার, বেরি ম্যাকার্টি ও ক্রেইগ ইয়ংকে। হ্যাটট্রিক পেতে ব্রেসওয়েলের লাগল মাত্র পাঁচ বল! 

৮৮ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজও নিজেদের করে নিল কিউইরা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ড এগিয়ে গেল ২-০ ব্যবধানে। এর আগে ওয়ানডে সিরিজও জিতেছে তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত